খাতায়-কলমে এখনও বিশ্বকাপ ২০২৩-এর সেমিফাইনালে ওঠার সুযোগ রয়েছে পাকিস্তানের সামনে। তবে তার জন্য কার্যত অসম্ভবকে সম্ভব করতে হবে বাবর আজমদের। শেষ ম্যাচে ইংল্যান্ডকে প্রায় ৩০০ রানে হারালে তবেই নেট রান-রেটের নিরিখে নিউজিল্যান্ডকে টপকে বিশ্বকাপের শেষ চারে জায়গা করে নিতে পারবে পাকিস্তান।
এক্ষেত্রে পাকিস্তানের সামনে লড়াইয়ে ভেসে থাকার একমাত্র শর্ত হল শুরুতে ব্যাট করে বড় রানের ইনিংস গড়া এবং পালটা ব্যাট করতে নামা ইংল্যান্ডকে নামমাত্র রানে অল-আউট করে দেওয়া। ইংল্যান্ড যদি টস জিতে শুরুতে ব্যাট করার সিদ্ধান্ত নেয়, তবে পাকিস্তানের সব সম্ভাবনা সেখানেই শেষ হয়ে যাবে। কেননা ইংল্যান্ডের ঝুলিয়ে দেওয়া টার্গেটে ৬-৭ ওভারে পৌঁছে যাওয়ার কথা ভাবাই বোকামি।
উল্লেখযোগ্য বিষয় হল, ২০১১ সাল থেকে ওয়ান ডে ক্রিকেটে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথমে ব্যাট করে পাকিস্তানের হার-জিতের পরিসংখ্যানে চোখ রাখলে পাক সমর্থকদের হতদ্যম হওয়াই স্বাভাবিক। কেননা শেষ ১৪ বছরে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথমে ব্যাট করে পাকিস্তান জয় পেয়েছে মাত্র ১টি ওয়ান ডে ম্যাচে। তারা ব্রিটিশদের বিরুদ্ধে প্রথমে ব্যাট করে হেরেছে ১০টি ম্যাচে।
ইংল্যান্ডের বিরুদ্ধে পাকিস্তানের শুরুতে ব্যাট করা শেষ ১২টি ওয়ান ডে ম্যাচের ফলাফল:-
১. দুবাইয়ে ২০১২ সালে পাকিস্তানের ২২২ রানের জবাবে ১ উইকেটে ২২৬ রান তুলে ম্যাচ জেতে ইংল্যান্ড।
২. দুবাইয়ে ২০১২ সালে পাকিস্তানের ২৩৭ রানের জবাবে ৬ উইকেটে ২৪১ রান তুলে ম্যাচ জেতে ইংল্যান্ড।
৩. শারজায় ২০১৫ সালে পাকিস্তানের ২০৮ রানের জবাবে ৪ উইকেটে ২১০ রান তুলে ম্যাচ জেতে ইংল্যান্ড।
৪. সাউদাম্পটনে ২০১৬ সালে পাকিস্তানের ৬ উইকেটে ২৬০ রানের জবাবে ব্যাট করতে নেমে ডাকওয়ার্থ-লুইস নিয়মে ৩ উইকেটে ১৯৪ রান তুলে ম্যাচ জেতে ইংল্যান্ড।
৫. লর্ডসে ২০১৬ সালে পাকিস্তানের ২৫১ রানের জবাবে ৬ উইকেটে ২৫৫ রান তুলে ম্যাচ জেতে ইংল্যান্ড।
৬. লিডসে ২০১৬ সালে পাকিস্তানের ৮ উইকেটে ২৪৭ রানের জবাবে ৬ উইকেটে ২৫২ রান তুলে ম্যাচ জেতে ইংল্যান্ড।
৭. ওভালে ২০১৯ সালে পাকিস্তান শুরুতে ব্যাট করতে নেমে ২ উইকেটে ৮০ রান তুললে বৃষ্টিতে ম্যাচ ভেস্তে যায়।
৮. ব্রিস্টলে ২০১৯ সালে পাকিস্তানের ৯ উইকেটে ৩৫৮ রানের জবাবে ৪ উইকেটে ৩৫৯ রান তুলে ম্যাচ জেতে ইংল্যান্ড।
৯. নটিংহ্যামে ২০১৯ সালে পাকিস্তানের ৭ উইকেটে ৩৪০ রানের জবাবে ৭ উইকেটে ৩৪১ রান তুলে ম্যাচ জেতে ইংল্যান্ড।
১০. নটিংহ্যামে ২০১৯ বিশ্বকাপের ম্যাচে পাকিস্তানের ৮ উইকেটে ৩৪৮ রানের জবাবে ৯ উইকেটে ৩৩৪ রানে আটকে যায় ইংল্যান্ড। পাকিস্তান ১৪ রানে ম্যাচ জেতে।
১১. কার্ডিফে ২০২১ সালে পাকিস্তানের ১৪১ রানের জবাবে ১ উইকেটে ১৪২ রান তুলে ম্যাচ জেতে ইংল্যান্ড।
১২. বার্মিংহ্যামে ২০২১ সালে পাকিস্তানের ৯ উইকেটে ৩৩১ রানের জবাবে ৭ উইকেটে ৩৩২ রান তুলে ম্যাচ জেতে ইংল্যান্ড।