টি টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪ এর ফাইনালে উঠে গিয়েছে টিম ইন্ডিয়া, তবু নিজের মন্তব্য থেকে এক ইঞ্চিও সরলেন না পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক ইনজামাম উল হক। তিনি এখনও নিজের বক্তব্যে অনড় রয়েছেন। আসলে ভারত বনাম ইংল্যান্ড সেমিফাইনালের আগেই বিতর্ক উস্কে দিয়েছিলেন ইনজামাম উল হক। তিনি বলেছিলেন ভারত বল বিকৃতি করছে, আম্পায়ারকে এটার দিকে নজর রাখতে হবে। এই কথা বলতে গিয়ে ইনজামাম উল হক আর্শদীপের কথা বলেছিলেন। এরপরে বিতর্ক অনেকটা এগিয়েছিল, তবে অনেকেই মনে করেছিলেন যে হয়তো এবার চুপ করে যাবেন ইনজামাম। কিন্তু হল তার বিপরীত। টি টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪ এর ফাইনালে উঠে যাওয়ার পরেও একই মন্তব্য করেছেন ইনজামাম। তবে এবারে তো তিনি আরও একধাপ এগিয়ে কথা বলেছেন।
নিজের মন্তব্য থেকে এক ইঞ্চিও সরলেন না ইনজামাম উল হক-
আসলে পাকিস্তানের টিভি শোতে যখন একজন অ্যাঙ্কার ইনজামামকে প্রশ্ন করেন যে, ‘ইনজামাম, আপনি বলেছিলেন ভারত বল ট্য়াম্পারিং করছে, এটা নিয়ে অনেক বিতর্ক হয়েছে। অনেকেই অনেক কথা বলছেন, তবে আপনি এ বিষয়ে কী বলবেন?’ এর উত্তরে ইনজামাম বলেন, ‘এই বিষয়ে আমি আগেও যেটা বলেছিলাম এখনও সেটাই বলব। আমি শুধু আম্পায়ারদের বলব, তাঁরা যেন নিজেদের চোখটা খোলা রাখেন। আসলে ১৫ ওভারে বলটা রিভার্স সুইং হবে কি করে। দেখুন এই বিষয়টাতো আমরাই তৈরি করেছিলাম, তাই এই বিষয়টা আমাদের থেকে ভালো কেউ বুঝবে না। তাই আমি আম্পারদের একটাই কথা বলব তাঁরা যেন চোখ খোলা রাখেন। কারণ মাঠে কিছু তো হচ্ছে।’ ইনজামামের এই ভিডিয়ো এখ সোশ্যাল মিডিয়াতে বেশ ভাইরাল হচ্ছে।
আরও পড়ুন… IND vs ENG: ওদের ২০-২৫ রান বেশি করতে দিয়েছি, ওরা জয়ের যোগ্য: রোহিতদের কৃতিত্ব দিলেন বাটলার
ঘটনার সূত্রপাত কীভাবে-
২৪ জুন ভারত-অস্ট্রেলিয়া ম্যাচে আর্শদীপ সিংয়ের এক ওভার নিয়ে। শেষ পাঁচ ওভারে যখন অস্ট্রেলিয়ার ৬৫ রান দরকার, ১৬তম ওভারে আর্শদীপের থেকে অজিরা নেয় ৭ রান। যার মধ্যে ৪ রান বাই। ভারতের বাঁহাতি পেসারের রিভার্স সুইয়ে ভালোই ভুগেছেন ট্রাভিস হেড ও টিম ডেভিড। আর্শদীপ এত দারুণ রিভার্স সুইং কীভাবে করেছেন, সে ব্যাপারে পাকিস্তানের বিশ্বকাপ নিয়ে আলোচনামূলক এক অনুষ্ঠানে কথা বলেছেন ইনজামাম। সরাসরি না বললেও আকার ইঙ্গিতে আর্শদীপের বল টেম্পারিংয়ের কথা বলেছেন পাকিস্তানের কিংবদন্তি ব্যাটার।
আরও পড়ুন… ভারতীয় ফুটবল দলের কোচ হতে চান ভিয়েতনামের ‘আঙ্কেল পার্ক’! এই পদের জন্য জমা পড়ল ২১৪টি আবেদন
আগে কী বলেছিলেন ইনজামাম উল হক-
আর্শদীপকে নিয়ে অভিযোগ তোলার দিনই আম্পায়ারদের ম্যাচ পরিচালনা করতে আরও সতর্ক হতে বলেছিলেন ইনজামাম। পাকিস্তানের সাবেক ব্যাটার তখন বলেন, ‘আমি বলতে চাচ্ছি যে এমনটা যদি কোনো পাকিস্তানের কোনো বোলার করত, তাহলে তুলকালাম হয়ে যেত। আপনি ব্যাপারটা এড়িয়ে যেতে পারবেন না, যখন ১৫তম ওভারে আর্শদীপ বোলিং করছিল। এটা কি একটু বেশি আগে হয়ে যায় না রিভার্স সুইংয়ের জন্য? বলটা ১২-১৩ নম্বর ওভারে রিভার্স সুইং পাওয়ার মতো অবস্থায় ছিল তাহলে। আম্পায়ারদের এখানে চোখ-কান খোলা রাখা উচিত।’
আরও পড়ুন… AFG vs SA T20 WC 2024: এই পিচে কি কখনও বিশ্বকাপের সেমিফাইনাল খেলা হয়: রেগে লাল আফগান কোচ জোনাথন ট্রট
রোহিত শর্মা কী উত্তর দিয়েছিলেন-
সাংবাদিকেরা ইনজামামের প্রসঙ্গে জিজ্ঞেস করলে রোহিত বলেন, ‘আমি কী উত্তর দেব? যদি আপনি রৌদ্রর মধ্যে খেলেন এবং উইকেট শুষ্ক থাকে, বল আপনাআপনিই পুরোনো হতে শুরু করে। বল রিভার্স তো সব দলের জন্যই করেছে। শুধু আমাদের জন্য না। মাঝেমধ্যে আপনাকে মন বড় করতে হবে। আমরা কোথায় খেলেছি সেটা আপনাকে বুঝতে হবে। ইংল্যান্ড বা অস্ট্রেলিয়ায় তো খেলছি না।’