এবার বিতর্কিত মন্তব্য করে বসলেন প্রাক্তন অজি তারকা ম্যাথু হেডেন। বিশ্বকাপে ওয়ার্ম আপ ম্যাচ চলাকালীন ধারাভাষ্য দেওয়ার সময় পাক ক্রিকেটারদের নিয়ে এক মন্তব্য করেন তিনি। ধারাভাষ্য দেওয়ার সময় হেডেন বলেন, 'পাক ক্রিকেটাররা খুব ডিসিপ্লিন শুধুমাত্র ইসলাম ধর্মের জন্যই।' অস্ট্রেলিয়া এবং পাকিস্তান বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচ চলাকালীন এমন মন্তব্য করেন হেডেন। তাঁর পাশেই বসেছিলেন প্রাক্তন পাক ক্রিকেটার রমিজ রাজাও। আর এই ছবি দেখার পর প্রাক্তন পাক ক্রিকেটারও নেটিজেনদের রোষের মুখে পড়েছেন।
ঘটনার সূত্রপাত বিশ্বকাপের ওয়ার্ম আপ ম্যাচে। সেখানে মুখোমুখি হয় পাকিস্তান এবং অস্ট্রেলিয়া। আর সেই ম্যাচ চলাকালীন হেডেন বলেন, 'পাকিস্তান দলের ক্রিকেটারদের শৃঙ্খলা দেখতে সত্যি খুব ভালো লাগে। ওদের এই এই শৃঙ্খলা ইসলাম ধর্মের জন্যই। আর সেই জন্যই ড্রেসিংরুমে এবং নিজেদের জীবন যাপনের ক্ষেত্রে শৃঙ্খলাবদ্ধ।' ঠিক সেই মুহূর্তেই হেডের পাশে বসেছিলেন প্রাক্তন পিসিবি প্রধান রমিজ রাজা। যা আরও বিতর্কের সৃষ্টি করেছে। সোশ্যাল মিডিয়ায় প্রশ্ন তুলতে শুরু করেছেন অনেকে।
এক টুইটার ব্যবহারকারী টুইট করে সমালোচনা করেছেন। তিনি সেই মুহূর্তের ভিডিয়ো পোস্ট করে লিখেছেন, 'রমিজ রাজা এবং ম্যাথু হেডেনের মধ্যে এই কেন ধর্মের প্রচার করছে? এটা একটা ক্রিকেট বিশ্বকাপের ম্যাচ। কোনও ধর্মীয় সমাবেশে বা এই ধরনের বক্তৃতা দেওয়ার মঞ্চ নয়।' বিশেষ করে ভারতীয় সমর্থকদের রোষের মুখে পড়েছেন এই দুই প্রাক্তন তারকা।
আরও এক টুইট ব্যবহারকারী সমালোচনা করে লিখেছেন, 'এটা ক্রিকেট না কোনও ধর্মকে প্রচার করার মঞ্চ? ম্যাথু হেডেন এবং রমিজ রাজা ইসলাম ধর্মকে প্রচার করছেন। এটা মোটেই ঠিক কাজ নয়। বিশ্বকাপের মঞ্চে একটি ধর্মকে প্রচার করা।' এই টুইটার ব্যবহারকারী বিসিসিআই, জয় শাহ এবং আইসিসিকে ট্যাগ করে লিখেছেন, 'বিসিসিআই এবং আইসিসি এই ব্যাপারটি লক্ষ্য করে দেখবেন। বিশ্বকাপের মঞ্চে কেন কোনও ধর্মের প্রচার করা হবে। আইসিসির উচিত ব্যাখ্যা চাওয়া এবং টুর্নামেন্টের ধারাভাষ্য প্যানেল থেকে তাদের দুজনকেই বহিষ্কার করা উচিত। মনে রাখবেন এমএস ধোনিকে তাঁর কিপিং গ্লাভসে বলিদান ব্যাজ পরতে দেওয়া হয়নি।'
প্রসঙ্গত হেডেন পাকিস্তান দলের মেন্টর ছিলেন। গত টি-টোয়েন্টি বিশ্বকাপে পাক দলের হয়ে এই দায়িত্ব পালন করেছেন প্রাক্তন অজি তারকা। তবে এই ঘটনায় আসরে নেমেছে পিসিবিও। পাকিস্তান ক্রিকেট দলের টুইটার পেজ থেকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়। সেখানে তারা লিখেছেন, 'ম্যাথু হেডেন তার বিশ্বাস ব্যক্ত করেছেন যে ইসলাম বর্তমান পাকিস্তান ক্রিকেট দলের মধ্যে শৃঙ্খলা সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে, মাঠে ও মাঠের বাইরে।' তবে এই ঘটনায় যে শোরগোল পড়ে গিয়েছে তা বলার অপেক্ষা রাখে না।