শুভব্রত মুখার্জি:- আমদাবাদে গত ১৪ অক্টোবর মুখোমুখি হয়েছিল ভারত এবং পাকিস্তান। হাইভোল্টেজ ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে সহজ জয় পেয়েছে ভারতীয় দল। সাত উইকেটের ব্যবধানে তারা হারিয়ে দিয়েছে পাকিস্তান দলকে।এই ম্যাচ শেষের কয়েকদিনের মধ্যেই পাকিস্তান ক্রিকেট বোর্ড অর্থাৎ পিসিবির তরফে আইসিসির কাছে অভিযোগ দায়ের হয়েছে আমদাবাদের দর্শকদের বিরুদ্ধে। অভিযোগ পাক কিপার ব্যাটার মহম্মদ রিজওয়ানের বিরুদ্ধে এক শ্রেণির দর্শক ধর্মীয় বৈষম্যমূলক আচরণ করেছে। তবে ভারতীয় দল নাকি পিসিবির এই অভিযোগের বিষয়ে কিছুই জানে না! এমনটাই জানিয়েছেন ভারতীয় দলের বোলিং কোচ পরশ মামব্রে।
পিসিবির তরফে তাদের এক্স হ্যান্ডেলে লেখা হয়েছে, ‘পিসিবির তরফে আইসিসির কাছে ফর্ম্যালি অভিযোগ জানানো হয়েছে। ফের একবার পাকিস্তানি সাংবাদিকদের ভিসার দেরির বিষয়ে অভিযোগ জানানো হয়েছে। অভিযোগ জানানো হয়েছে পাকিস্তানের সমর্থকদের ভিসা দেওয়ার বিষয়ে নির্দিষ্ট কোন নীতি না থাকার কারণে। ২০২৩ ওডিআই বিশ্বকাপে নির্দিষ্ট ভিসা নীতি না থাকার কারণে সমস্যায় পড়তে হয়েছে পাকিস্তানের সাংবাদিক সহ সাধারণ সমর্থকদের। পাশাপাশি ২০২৩ সালের ১৪ অক্টোবর ভারত বনাম পাকিস্তান ম্যাচে পাকিস্তানের ক্রিকেটারদের প্রতি সমর্থকদের দুর্ব্যবহার নিয়ে ও আমাদের তরফে অভিযোগ জানানো হয়েছে।’
ভারতীয় দলের বোলিং কোচ পরশ মামব্রে এই বিষয়টিকে কার্যত এড়িয়ে গিয়েছেন। বাংলাদেশ ম্যাচের আগে তিনি বলেছেন. ‘সত্যি বলতে এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমি একেবারেই সঠিক ব্যক্তি নই। আর আপনি যেটা বলছেন (আইসিসির কাছে পিসিবির অভিযোগ) আমি সেই বিষয়ে কিছুই শুনিনি। এটা আমাদের এক্তিয়ারভুক্ত বিষয়ও নয়। তাই আমি এই বিষয়ে কোনও রকম মন্তব্য করব না।’ প্রসঙ্গত আমদাবাদে ভারতের বিরুদ্ধে পাকিস্তানের ম্যাচে মহম্মদ রিজওয়ান আউট হয়ে প্যাভিলিয়নে ফেরার পথে ঘটে একটি ঘটনা। দর্শকদের একাংশ তাঁকে দেখে জয় শ্রীরাম বলে চেঁচাতে থাকে। আর এই ঘটনা নিয়েই অভিযোগ জানানো হয়েছে আইসিসির কাছে।