বিশ্বকাপের মূল পর্ব শুরু হওয়ার আগে দলগুলি প্রস্তুত ম্যাচ খেলছে দুটি করে। ভারতও প্রস্তুতি ম্যাচ খেলতে নামে। কিন্তু সেই ম্যাচে একটি বলও হয়নি। বৃষ্টির জন্য ভারত বনাম ইংল্যান্ড ম্যাচ ভেস্তে যায়। ম্যাচ শুরুর আগে থেকেই বর্ষাপাড়া স্টেডিয়ামে শুরু হয় বৃষ্টি। ফলে আর ম্যাচ শুরু করা যায়নি। ভারতের প্রথম প্রস্তুতি ভেস্তে যায়। বিশ্বকাপের মতো মঞ্চে নামার আগে ম্যাচ ভেস্তে যাওয়া কতটা ক্ষতি একটা দলের কাছে, তা বলার অপেক্ষা রাখে না।
এবার দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে আজ তিরুবনন্তপূরমে নামছে ভারত। প্রতিপক্ষ নেদারল্যান্ডস। এই ম্যাচ যে এক তরফা হতে চলেছে তা বলার অপেক্ষা রাখে না। ইংল্যান্ডের বিরুদ্ধে ম্যাচটি হতে পারলে ভারতের জন্য তা ভালো প্রস্তুতি পর্ব হত। কিন্তু আবহাওয়ার উপর যে কারোর হাত নেই। ফলে বর্ষাপাড়ার মতো একই পরিস্থিতি হোক তিরুবনন্তপূরমেও, একেবারেই চাইছে না ভারতীয় দল। নেদারল্যান্ডসকে হারিয়ে বিশ্বকাপের মূলপর্ব শুরু করতে চায় টিম ইন্ডিয়া।
শেষ মুহূর্তে চোট পেয়ে বিশ্বকাপের দল থেকে ছিটকে গিয়েছেন অক্ষর প্যাটেল। তাঁর পরিবর্তেন ফিরেছেন রবিচন্দ্রন অশ্বিন। যিনি সদ্য় শেষ হওয়া অজি সিরিজে দুর্দান্ত পারফরম্যান্স করেন। তাঁর পারফরম্যান্সের ভিত্তিতেই স্কোয়াডে জায়গা করে নেন সিনিয়র স্পিনার। বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে তাঁকে দেখা যাবে না বলেই মনে করছে ক্রিকেট মহল। পাশাপাশি দেখা যেতে নাও পারে বিরাট কোহলিকে।
এই তিরুবনন্তপূরমের পিচ বোলারদের সাহায্য় করলেও নিউজিল্যান্ড বনাম দক্ষিণ আফ্রিকা ম্যাচে বড় রান হয়েছে। ফলে এই ম্যাচেও তেমনই রান হতে পারে। যদি কোনও রকম বৃষ্টি সমস্যায় না ফেলে। ইতিমধ্যেই আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে বৃষ্টিপাত হতে পারে ম্য়াচের শুরুর সময়তে। তবে বিকালের দিকে আকাশে মেঘ থাকলেও বৃষ্টির তেমন সম্ভাবনা নেই। এই পরিস্থিতিতে আজ নেদারল্যান্ডসের বিরুদ্ধে খেলতে নামছে ভারত।
এবার এক নজরে দেখে নেওয়া যাক ভারত এবং নেদারল্যান্ডসের সম্ভাব্য একাদশ:-
ভারত- রোহিত শর্মা (অধিনায়ক), কেএল রাহুল, শুভমন গিল, সূর্যকুমার যাদব, শ্রেয়স আইয়ার, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, ইশান কিষান, জসপ্রীত বুমরাহ, মহম্মদ সিরাজ এবং কুলদীপ যাদব।
নেদারল্যান্ডস- কলিন অ্যাকারম্যান, এমপি ও'ডাউড, বিএফডব্লিউ ডি লিড, বিক্রমজিৎ সিং (অধিনায়ক), রে ভ্যান ডার মেরওয়ে, ক্লেইন, এস এডওয়ার্ডস, এটি নিদামানুর, লোগান ভ্যান বেক, আরিয়ান দত্ত, পিএ ভ্যান মিকারেন।