গোটা টুর্নামেন্ট জুড়ে দাপুটে ক্রিকেট খেলেও এলোনা প্রত্যাশিত ফল। বদলা নেওয়ার স্বপ্ন রয়ে গেল অধরা। ১২ বছর পরও ঘরে এল না ট্রফি। রবিবার আমদাবাদে বিশ্বকাপের মেগা ফাইনালে টিম ইন্ডিয়াকে ৬ উইকেটে হারাল অস্ট্রেলিয়া। এদিন ব্যাটে-বলে, দুই দিকেই এগিয়ে ছিল অস্ট্রেলিয়া। ট্র্যাভিস হেডের দুর্দান্ত ব্যাটিংয়ের উপর ভর করে ম্যাচ পকেটে তুলে নেয় অজি বাহিনী। শুরুর দিকে ভারতীয় বোলাররা দাপট দেখালেও, শেষ পর্যন্ত তা অব্যাহত না রাখতে পারার জেরে ম্যাচ হাতছাড়া হয় 'মেন ইন ব্লু'র। এদিন ম্যাচ শেষে জয়ী অধিনায়ক প্যাট কামিন্স এক সাক্ষাৎকারে ভারতের মাটিতে বিশ্বকাপ খেলার অভিজ্ঞতা জানান এবং প্রশংসা করেন ভারতীয় সমর্থকদের। অজি অধিনায়কের বক্তব্য, ক্রিকেটে ভারতীয় সমর্থকদের উন্মাদনা বাকি দেশের থেকে অনেকটাই আলাদা। পাশাপাশি, দর্শকদের কিছুক্ষণের জন্য চুপ রাখতে পেরে তিনি খুশি বলে দাবি করেন।
ফাইনালের আগে দুই দলের সমর্থকদের উন্মাদনা ছিল তুঙ্গে। ম্যাচ শুরুর আগেই গোটা স্টেডিয়ামে ভাসছিল 'ইন্ডিয়া, ইন্ডিয়া' আওয়াজ। এই প্রসঙ্গে এক সাক্ষাৎকারে প্যাট কামিন্স জানান, 'ভারতীয় সমর্থকদের ক্রিকেট নিয়ে উন্মাদনা সত্যি প্রশংসার যোগ্য। অন্যান্য দেশের থেকে সম্পূর্ণ আলাদা এখানকার আবহাওয়া। হ্যাঁ, এটা ঠিক কিছুক্ষণ তারা উত্তেজনার বসে দলের হয়ে গলা ফাটাচ্ছিল, তবে আমরা যখন বল করছিলাম বেশিরভাগ সময়ই ওরা চুপ ছিল। এতে আমি খুবই খুশি হয়েছি।'
খেতাব জয় নিয়ে প্রশ্ন করা হলে প্যাট জানান, 'নিঃসন্দেহে এই জয় মনে রাখার মতো এবং এই দিনটি আমাদের সকলের মনে থাকবে। আমাদের একটাই লক্ষ্য ছিল। সেটা হলো বিশ্বকাপ জেতা। আমরা কোনও কিছুর হওয়ার অপেক্ষায় ছিলাম না। মনে সাহস নিয়ে খেলাটা খেলে গিয়েছিলাম।' এছাড়াও অজি অধিনায়ক জানান, 'এই বছরটি আমাদের সকলেরই মনে থাকবে চিরকাল আর এটা তো এই বছরের সেরা মুহূর্ত। কোনও কথাই হবে না।'
উল্লেখ্য, রবিবার টসে জিতে টিম ইন্ডিয়াকে প্রথমে ব্যাট করতে পাঠায় অস্ট্রেলিয়া। নির্ধারিত ৫০ ওভারে ২৪০ রানে অলআউট হয়ে যায় তারা। অর্ধশতরান করেন কেএল রাহুল (৬৬) এবং বিরাট কোহলি (৫৪)। অস্ট্রেলিয়ার বোলারদের মধ্যে তিনটি উইকেট পান মিচেল স্টার্ক, দুটি করে উইকেট পান হেজেলউড ও প্যাট কামিন্স এবং একটি করে উইকেট পান গ্লেন ম্যাক্সওয়েল ও অ্যাডাম জাম্পা। জবাবে রান তাড়া করতে নেমে দ্রুত ৩টি উইকেট হারালেও ৪৩ ওভারে ৪ উইকেট হারিয়ে প্রয়োজনীয় রান তুলে নেয় অস্ট্রেলিয়া। শতরান করেন ওপেনার ট্র্যাভিস হেড। তাঁর সংগ্ৰহ ১২০ বলে ১৩৭, যার মধ্যে রয়েছে ১৫টি চার ও ৪টি ছয়। এছাড়াও ১১০ বলে ৫৮ রানের ইনিংস আসে মার্নাস ল্যাবুশানের ব্যাট থেকে। ভারতীয় বোলারদের মধ্যে দুটি উইকেট পান জসপ্রীত বুমরাহ এবং একটি করে উইকেট পান মহম্মদ শামি ও মহম্মদ সিরাজ। ম্যাচের সেরা হন ট্র্যাভিস হেড এবং টুর্নামেন্টের সেরা হন বিরাট কোহলি।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড বিস্তারিত ক্রীড়াসূচি - এর জন্য চোখুন HT Bangla - তে