বাংলা নিউজ > ক্রিকেট > বিশ্বকাপ > Gambhir praises Rohit: নিজের ১০০-র জন্য খেলে না রোহিত, তাহলে ওর ৪৫ সেঞ্চুরি হত, বিরাটকে খোঁচা গম্ভীরের?

Gambhir praises Rohit: নিজের ১০০-র জন্য খেলে না রোহিত, তাহলে ওর ৪৫ সেঞ্চুরি হত, বিরাটকে খোঁচা গম্ভীরের?

রোহিত শর্মা, গৌতম গম্ভীর এবং বিরাট কোহলি। (ছবি সৌজন্যে পিটিআই)

রোহিত শর্মার প্রশংসায় মাতলেন গৌতম গম্ভীর। তিনি বললেন যে রোহিত যদি নিজের পরিসংখ্যানের জন্য খেলতেন, তাহলে এতদিনে একদিনের ক্রিকেটে ৪০-৪৫টি শতরান করে ফেলতেন ভারতের অধিনায়ক। যা দেখে সংশ্লিষ্ট মহলের কানাঘুষো, বিরাট কোহলিকে খোঁচা দিলেন গম্ভীর?

নিজের সেঞ্চুরির সংখ্যা বাড়ানোর জন্য খেলেন না রোহিত শর্মা। বরং দলের জন্য খেলেন। এমনই মন্তব্য করলেন গৌতম গম্ভীর। ভারতের প্রাক্তন তারকা ক্রিকেটারের মতে, একেবারে নিঃস্বার্থ অধিনায়ক হলেন রোহিত। দলের জন্য সবসময় নিজেকে উজাড় করে দেন। দলের বাকি খেলোয়াড়দের কীভাবে খেলতে হবে, সেটা নিজে খেলেই সকলকে দেখাচ্ছেন রোহিত। সেইসঙ্গে গম্ভীর দাবি করেন যে রোহিত যদি নিজের রেকর্ড ভালো করার জন্য খেলতেন, তাহলে এতদিনে একদিনের ক্রিকেটে তাঁর শতরানের সংখ্যা ৪০-৪৫ হয়ে যেত বলে মত ভারতের প্রাক্তন ক্রিকেটারের।

রবিবার লখনউয়ে ভারত বনাম ইংল্যান্ডের ম্যাচের আবহেই গম্ভীর বলেন, ‘দীপ, তুমি বললে যে বৈপ্লবিক। (রোহিত শর্মা) বৈপ্লবিক কারণ, একজন নিঃস্বার্থ নেতাই দলের থেকে যা চায়, সেটা আগে নিজে করে দেখায়। যদি আপনি দলের থেকে ইতিবাচক ব্যাটিংয়ের প্রত্যাশা করেন, তাহলে আপনাকে সেটা আগে করে দেখাতে হবে। এই যে সামনে থেকে নেতৃত্ব দেওয়ার বিষয় নিয়ে হইচই হয়, তা কোনওরকম মার্কেটিং করে দেবে না, সেটা আপনাকে নিজেকে করতে হবে।’

গম্ভীর আরও বলেন, ‘রোহিত শর্মা এই বিশ্বকাপে সেটাই করে দেখিয়েছে। হয়ত পরিসংখ্যানে এগিয়ে নেই। রানের নিরিখে হয়ত ১০ নম্বরে আছে, হয়ত পাঁচ নম্বরে আছে। সেটা গুরুত্বপূর্ণ নয়। কিন্তু ১৯ নভেম্বর বিশ্বকাপের ট্রফি জেতা হল মূল লক্ষ্য। এটা ভেবে দেখতে হবে যে বিশ্বকাপ জেতা আপনার লক্ষ্য নাকি ১০০ করা। যদি শতরান করার (লক্ষ্য থাকে), তাহলে সেরকমই খেলুন আপনি। কিন্তু নিঃস্বার্থভাবে রোহিত শর্মা যেরকম ব্যাটিং করেছে, (সেটা দারুণ)।’

আর গম্ভীরের সেই মন্তব্যের পরই প্রশ্ন উঠতে শুরু করেছে, ভারতের প্রাক্তন তারকা কি নাম না করে বিরাটকে খোঁচা দিয়েছেন? কারণ এবার বিশ্বকাপের দুটি ম্যাচের (বাংলাদেশ এবং নিউজিল্যান্ড) শেষলগ্নে সেঞ্চুরির জন্য ঝাঁপিয়ে পড়েছিলেন বিরাট। বাংলাদেশের বিরুদ্ধে শতরান করতে পেরেছিলেন। নিউজিল্যান্ডের বিরুদ্ধে পারেননি। তবে দুটি ম্যাচেই যখন তিনি শতরানের জন্য ঝাঁপিয়ে পড়েছিলেন, ততক্ষণে ভারতের জয় নিশ্চিত হয়ে গিয়েছিল। যা নিয়ে একাংশের সমালোচনার মুখে পড়েন বিরাট। ঘুরিয়ে সমালোচনা করেন ভারতীয় তারকা চেতেশ্বর পূজারাও।

আরও পড়ুন: Rohit Sharma's DRS reprieve: আউট দেন আম্পায়ার, DRS-র সুবাদে বেঁচে গেলেন রোহিত! তারপরই পূরণ করলেন ১৮,০০০ রান

আর গম্ভীর যখন রোহিতের প্রশংসা করেছেন, তখন ঘুরিয়ে বিরাটকেও নিশানা করেছেন বলে সংশ্লিষ্ট মহলের ধারণা। বিশেষত গম্ভীর আরও একটি তাৎপর্যপূর্ণ মন্তব্য করেছেন গম্ভীর। ভারত-ইংল্যান্ড ম্যাচ শুরুর আগে সরকারি সম্প্রচারকারী সংস্থা স্টার স্পোর্টসে গম্ভীর বলেন, ‘'(রোহিত যদি শতরানের পিছনে দৌড়াত, তাহলে) এতদিনে রোহিত শর্মা ৪০-৪৫টি শতরান করে ফেলত। কিন্তু শতরানের পিছনে দৌড়াত না। ও নিঃস্বার্থভাবে খেলে।’

আরও পড়ুন: Virat Kohli equals Sachin Tendulkar's record: সচিনের ১০০-র রেকর্ড ছুঁতে নেমে সর্বাধিক শূন্যের নজির ছুঁলেন বিরাট! রোহিত কোথায়?

Haryana and JNK Election Haryana and JNK Election
ক্রিকেট খবর

Latest News

অনশন মঞ্চে স্নিগ্ধার পা টিপছেন দেবাশিস! ভিডিয়ো ভাইরাল হতেই নেটপাড়া বলছে… প্রেমে মিথ্যা প্রতিশ্রুতি কাদের জীবনে আনবে সর্বনাশ? দেখুন কী বলছে প্রেম রাশিফল মীন রাশির আজকের দিন কেমন যাবে? জানুন ১৪ অক্টোবরের রাশিফল কুম্ভ রাশির আজকের দিন কেমন যাবে? জানুন ১৪ অক্টোবরের রাশিফল হাসপাতালে ভরতি জুনিয়র ডাক্তার পুলস্ত্য এখন কেমন আছেন? জানালেন NRS-এর চিকিৎসক মকর রাশির আজকের দিন কেমন যাবে? জানুন ১৪ অক্টোবরের রাশিফল ধনু রাশির আজকের দিন কেমন যাবে? জানুন ১৪ অক্টোবরের রাশিফল বৃশ্চিক রাশির আজকের দিন কেমন যাবে? জানুন ১৪ অক্টোবরের রাশিফল তুলা রাশির আজকের দিন কেমন যাবে? জানুন ১৪ অক্টোবরের রাশিফল দায়িত্ব নেওয়ার বদলে পালিয়ে গেলেন? হরমনপ্রীতের শেষ ওভারে ব্যাটিং ঘিরে অনেক প্রশ্ন

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.