ক্রিকেট বিশ্বকাপ চলাকালীন বেশ ব্যস্ততার মধ্যেই দিন কাটছিল পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার শহিদ আফ্রিদির। তবে সেই ব্যস্ততার মাঝেই দুঃসংবাদ জানতে পারলেন আফ্রিদি। পরে সোশ্যাল মিডিয়ায় ভক্তদের উদ্দেশে তিনি জানান, তাঁর দিদি প্রয়াত হয়েছেন। এর আগে গতকালই এক সোশ্যাল মিডিয়া পোস্ট করে আফ্রিদি জানিয়েছিলেন যে তাঁর দিদি হাসপাতালে ভরতি আছেন। তিনি খুব অসুস্থ। এই আবহে নিজের ভক্তদের কাছে আফ্রিদি আবেদন করেন যাতে তাঁর দিদির জন্য প্রার্থনা করেন সবাই। সেই পোস্টের কয়েক ঘণ্টার মধ্যেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে আফ্রিদি জানান, তাঁর দিদি প্রয়াত হয়েছেন। এক হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন আফ্রিদির দিদি।
মঙ্গলবার এক সোশ্যাল মিডিয়া পোস্টে নিজের দিদির হাতের একটি ছবি দেন আফ্রিদি। সেখানে তিনি লেখেন, 'আমি খুব শীঘ্রই ফিরে আসছি তোমাকে দেখতে। মন শক্ত করে থাকো।' এরপর ভক্তদের উদ্দেশে আফ্রিদি লেখেন, 'আমার দিদি এই মুহূর্তে তাঁর জীবনের জন্য লড়াই করছেন। আমি আপনাদের কাছে অনুরোধ করছি, আমার দিদির স্বাস্থ্যের জন্য প্রার্থনা করুন আপনারা। আমার জন্য এটা অনেক বড় প্রাপ্তি হবে। আল্লাহ তাঁকে দ্রুত সুস্থ করে তুলুক। তাঁকে যেন দীর্ঘ সুস্থ জীবন দান করুক ঈশ্বর।'
এরপরে আজকে সকালে এক সোশ্যাল মিডিয়া পোস্টে আফ্রিদি লেখেন, 'আমরা সবাই আল্লাহর সন্তান। একদিন না একদিন আল্লাহর কাছেই ফিরতে হবে আমাদের। আমি খুব দুঃখ সহকারে বলছি যে আমার আদরের দিদি আর নেই। তিনি প্রয়াত হয়েছেন। আজই তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে। যোহর খায়াবান-ই-গালিব ২৬ নং রোডের জাকারিয়া মসজিদে অনুষ্ঠিত হবে সেই নামাজ-এ-জনাজা।' আফ্রিদির এই পোস্টের পর তাঁর বহু ভক্ত ও সমর্থক সোশ্যাল মিডিয়ায় সমবেদনা ব্যক্ত করেন।