'বিশ্বকাপে শোচনীয় পারফরম্যান্সের পরে বাংলাদেশে ফিরে হেনস্থার মুখে পড়লেন শাকিব আল হাসান' - সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিয়ো দেখিয়ে এমনই দাবি করা হচ্ছে। ওই ভিডিয়োয় দেখা গিয়েছে যে প্রবল ভিড়ের মধ্যে শাকিবের জামা টেনে ধরছেন কয়েকজন। প্রায় পড়েও যাচ্ছিলেন তিনি। যদিও সেই ভিডিয়োটি অনেক পুরনো। গত মার্চে দুবাইয়ে একটি অনুষ্ঠানে গিয়ে এরকম অভিজ্ঞতার শিকার হয়েছিলেন শাকিব। এবার বিশ্বকাপ খেলে বাংলাদেশে ফেরার পর শাকিবকে যে এরকম কোনও ঘটনার মুখে পড়তে হওয়ার কোনও খবর সামনে আসেনি। বরং চোটের জন্য বিশ্বকাপের শেষ ম্যাচে খেলতে না পেরেই বাংলাদেশে ফিরে গিয়েছিলেন তিনি। হাতে স্লিং ছিল। আর কার্যত একাই বিমানবন্দর থেকে বেরিয়ে নিজের গাড়িতে উঠে গিয়েছিলেন।
কী ঘটেছিল আদতে দুবাইয়ে?
একাধিক বাংলাদেশি সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, মার্চে ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ জয়ের পরে দুবাইয়ে একটি গয়নার দোকানের উদ্বোধনী অনুষ্ঠানে গিয়েছিলেন শাকিব। সন্ধ্যা ৭ টা ৩০ মিনিট নাগাদ ওই দোকানে পৌঁছেছিলেন। সেইসময় ওই ঘটনা ঘটেছিল। প্রচুর মানুষের ভিড়ের মধ্যে শাকিবের উপর রোষ আছড়ে পড়েছিল। এমনই পরিস্থতি হয়েছিল, যে হুমড়ি খেয়ে পড়ে যাচ্ছিলেন শাকিব। কোনওক্রমে ভারসাম্য সামলে নিয়েছিলেন। পরবর্তীতে তাঁর জামা টেনে ধরা হয়েছিল। সেই পরিস্থিতিতে ১০ মিনিটের মধ্যেই অনুষ্ঠানস্থল ছেড়ে বেরিয়ে গিয়েছিলেন বিশ্বের অন্যতম সেরা অল-রাউন্ডার।
সেই ঘটনায় সমালোচনার ঝড় উঠেছিল। বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের সেরা ক্রিকেটারের সঙ্গে যেরকম আচরণ করেছিলেন প্রবাসী বাংলাদেশিদের একাংশ, তা নিয়ে তুমুল ক্ষোভ প্রকাশ করেছিলেন অনেকে। এক নেটিজেন বলেছিলেন, ‘এটা আমি কী দেখলাম। বাংলাদেশের সুপারস্টার শাকিব আল হাসানকে কীভাবে ট্রিট করা হচ্ছে। হায়রে টাকা।’ উল্লেখ্য, যে ব্যক্তির দোকান উদ্বোধনে গিয়েছিলেন শাকিব, তাঁর বিরুদ্ধে খুনের অভিযোগ আছে বাংলাদেশে। সেজন্যই শাকিব রোষের মুখে পড়েছিলেন বলে একাধিক রিপোর্টে দাবি করা হয়েছিল।
আর সেই পুরনো ভিডিয়ো এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। তাতে দাবি করা হচ্ছে যে বিশ্বকাপে খারাপ পারফরম্যান্সের জন্য বাংলাদেশিদের হাতে নিগৃহীত হয়েছেন শাকিব। কিন্তু ওই ভিডিয়োটি যে পুরনো, তা নিয়ে কোনও ধন্দ নেই। তাছাড়া বাংলাদেশের অধিনায়ক আগেই বাংলাদেশে ফিরে গিয়েছিলেন। চোটের কারণে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে গ্রুপ পর্যায়ের শেষ ম্যাচে খেলতে পারেননি। ফলে পুরো দলের আগেই বাংলাদেশে ফিরে গিয়েছিলেন। যে বাংলাদেশ এবার বিশ্বকাপে ১০ দলের মধ্যে আট নম্বরে শেষ করেছে।