ঐশ্বর্য রাইকে নিয়ে নোংরা মন্তব্য করায় আবদুল রাজ্জাকের কড়া নিন্দা করলেন শোয়েব আখতার। তবে শুধু রাজ্জাক নন, প্রাক্তন সতীর্থ শাহিদ আফ্রিদি এবং উমর গুলেরও নিন্দা করেছেন পাকিস্তানের প্রাক্তন পেসার। তাঁর বক্তব্য, তাঁদের পাশে বসে একজন মহিলাদের নিয়ে জঘন্য মন্তব্য করছেন। অথচ সেটার প্রতিবাদ না করে আফ্রিদি এবং গুল যে হাসছেন, সেটা একেবারেই কাম্য নয় বলে স্পষ্টভাষায় জানিয়েছেন শোয়েব। আর তাঁকে সমর্থন জানিয়েছেন নেটিজেনদের একাংশ। তাঁদের বক্তব্য, শোয়েব যেটা বলেছেন, সেটা একেবারে ঠিক কথা বলেছেন। রাজ্জাকের পাশাপাশি শোয়েব এবং গুলেরও ক্ষমা চাওয়া উচিত বলে দাবি করেছেন তাঁরা। যদিও আপাতত ওই তিনজনই সেই পথে হাঁটেননি। রাজ্জাক, আফ্রিদি বা গুল - কেউ ক্ষমা চাননি।
মঙ্গলবার সন্ধ্যার দিকে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম 'এক্স'-এ শোয়েব লেখেন, ‘রাজ্জাক যে অনুচিত মজা করেছে বা উদাহরণ দিয়েছে, সেটার চরম নিন্দা করছি আমি। এরকমভাবে কোনও মহিলাকে অসম্মান করা উচিত নয়। ওর পাশে যারা বসেছিল, তাদের ওই কথাটা শোনার পর না হেসে আর হাততালি না দিয়ে সেটার প্রতিবাদ করা উচিত ছিল।’
ঠিক কী মন্তব্য করেছিলেন?
বিশ্বকাপ থেকে পাকিস্তানের বিদায়ের মধ্যেই তুমুল সমালোচনার মধ্যে পড়েছেন বাবর আজম, শাহিন শাহ আফ্রিদি। তারইমধ্যে একটি অনুষ্ঠানে রাজ্জাক বলেন, ‘আমি উদ্দেশ্য ও লক্ষ্য নিয়ে কথা বলছি। আমাদের যে অধিনায়ক ছিল ইউনিস খান, তার উদ্দেশ্য অত্যন্ত ভালো ছিল। সেটা থেকেই আমি নিজের মধ্যে আত্মবিশ্বাস জুগিয়েছিলাম। (আমি ভেবেছিলাম যে) ওর উদ্দেশ্য ভালো, ও চায় যে আমি ভালো খেলি। আমার মধ্যেও আত্মবিশ্বাস গড়ে উঠেছিল আর ঈশ্বরের কৃপায় আমি পারফরম্যান্স মেলে ধরেছিলাম।’
রাজ্জাক আরও বলেন, 'পাকিস্তান দল এবং খেলোয়াড়দের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা চলছে। আসল কথাটা হল, আমাদের এরকম লক্ষ্যই নেই যে কোনও জিনিসকে কীভাবে আরও ক্ষুরধার করে তোলা যায়, খেলোয়াড়দের তৈরি করা যায়। যদি আপনার ভাবনাচিন্তা এরকম যে আমি ঐশ্বর্য রাইয়ের সঙ্গে বিয়ে করব এবং ভালো বাচ্চার জন্ম হবে, সেটা কখনও হবে না। তো প্রথমে নিজের লক্ষ্য এবং উদ্দেশ্য ঠিক করতে হবে।’
আর রাজ্জাকের মুখে ঐশ্বর্য নিয়ে সেই মন্তব্য শুনে হাসিতে ফেটে পড়েন আফ্রিদি। হাততালি দিতে থাকেন গুল। সেটারই সমালোচনা করেছেন শোয়েব। তাঁর মতে, রাজ্জাক যে কাজটা করেছেন, সেটা তো চরম অত্যন্ত খারাপ তো বটেই। আফ্রিদি এবং গুলের কাজটাও মেনে নেওয়া যায় না।