অনেক আশা ছিল। কিন্তু এবার বিশ্বকাপে একেবারেই নিজেদের মেলে ধরতে পারেনি পাকিস্তান। তা নিয়ে পাকিস্তানে দোষারোপ-পালটা দোষারোপ চলছে। ঘুরিয়ে অধিনায়ক বাবর আজমের দিকে আঙুল তুলেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। মুণ্ডুপাত করা হচ্ছে বাবর, শাহিন শাহ আফ্রিদিদের। তারইমধ্যে পাকিস্তান দলের পাশে দাঁড়ালেন ভারতের প্রাক্তন অধিনায়ক তথা ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) প্রাক্তন সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। তাঁর বক্তব্য, পাকিস্তান ক্রিকেটে প্রতিভার কোনও অভাব নেই। যে দলে শাহিন, বাবর, মহম্মদ রিজওয়ানরা থাকেন; সেই দলে যে প্রতিভার অভাব আছে; সেটা একেবারেই বলা যায় না। কিন্তু বিশ্ব ক্রিকেটে আরও ভালো পারফরম্যান্স করার জন্য সার্বিকভাবে পাকিস্তানের ঘরোয়া ক্রিকেটে কিছুটা পরিবর্তন করার প্রয়োজন আছে। আর সৌরভের মুখে নিজেদের দেশের ক্রিকেটের প্রশংসা শুনে মুগ্ধ হয়েছেন পাকিস্তানি নেটিজেনদের একাংশ। মজেছেন সৌরভে। তাঁদের বক্তব্য, সৌরভ ফের প্রমাণ করলেন যে তিনি বিশ্ব ক্রিকেটের সত্যিকারের 'দাদা'।
সৌরভ যে মন্তব্য করেছেন, তা পাকিস্তানি সংবাদমাধ্যম এ স্পোর্টসের সাক্ষাৎকারে বলেছেন। কলকাতায় দিল্লি ক্যাপিটালসের প্রস্তুতি শিবিরের মধ্যেই ওই সাক্ষাৎকারে সৌরভ বলেন, ‘আপনাদের দেশেও প্রচুর প্রতিভা আছে। আমি খবর পাই। আমি দেখি। টিম দেখি। কিছুটা হেরফেরের প্রয়োজন আছে। (পাকিস্তানে) প্রতিভার কোনও অভাব নেই। যে দলে শাহিন শাহ আফ্রিদি আছে, যে দলে (মহম্মদ) রিজওয়ান আছে, যে দলে (বাবর) আছে, যে ইমাম-উল-হক আছে, (সেই দলে কখনও প্রতিভার অভাব থাকে না)।’
আরও পড়ুন: CWC 2023: বাবরকে একা বলির পাঁঠা করবেন না- পাকিস্তান ক্রিকেট কর্তাদের ধুইয়ে দিলেন আক্রম
তিনি আরও বলেন, ‘যখন আমরা বড় হয়েছি, তখন আমরা সইদ আনোয়ার, ওয়াসিম আক্রম, ইউসুফ ইউহানা, ইনজি ভাইদের (ইনজামাম-উল-হক) দেখেছি। ইনজি ভাই খুব ঢিমেগতিতে চলত। কিন্তু যখন পেস বোলিং খেলত, তখন মনে হত যে বল ঢিমেগতিতে আসছে। এত বড়-বড় সব খেলোয়াড় ছিল। আমার মতে, পাকিস্তান ক্রিকেট এখনও অত্যন্ত শক্তিশালী। প্রচুর (ভালো) খেলোয়াড় আছে। কিছুটা পরিবর্তন করতে হবে। তাহলেই ভারতের মতো শক্তিশালী দল হয়ে উঠবে পাকিস্তান।’
আর সৌরভের মুখে পাকিস্তান ক্রিকেট বোর্ডের সেই প্রশংসা শুনে মুগ্ধ হয়েছেন পড়শি দেশের নেটিজেনরা। এক নেটিজেন বলেন, ‘সৌরভ গঙ্গোপাধ্যায় অত্যন্ত ভদ্রলোক।' অপর এক নেটিজেন বলেন, ‘অসাধারণ মানুষ।’ সোশ্যাল মিডিয়ার 'লুকিং লাইক এ ওয়াও' ট্রেন্ডের রেশ ধরে এক নেটিজেন বলেন, ‘সো এলিগ্যান্ট, সো বিউটিফুল। লুকিং লাইক এ ওয়াও।’ শুধু নেটিজেনরা নন, সৌরভকে ধন্যবাদ জানিয়েছেন স্বয়ং আক্রম।