সময়টা মোটেই ভালো যাচ্ছে না অস্ট্রেলিয়া দলের। প্রথম ম্যাচে ভারতের বিরুদ্ধে হারতে হয়েছে। দ্বিতীয় ম্যাচের পরিস্থিতিও খুব একটা ভালো নয়। কারণ এদিন দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে খেলতে নেমে অজি দল মোটেই ভালো ফিল্ডিং করেনি। হাফ ডজন ক্যাচ ফেলে তারা। তাদের এই পারফরম্যান্সই বলে দিচ্ছে। কোথাও একটা সমস্যা রয়েছে। অজিদের কেন এমন পারফরম্যান্স তা নিয়ে ইতিমধ্যেও আওয়াজ উঠতে শুরু করেছে। বোলিং হোক কিংবা ফিল্ডিং। ব্যাটিংয়েও বেশ সমস্যায় পড়েছেন তারা।
এবার ব্যাট করতে নেমে ব্যাটিং ব্যর্থতার মুখে পড়ল অজি দল। শুধু তাই নয়, স্টিভ স্মিথের আউট নিয়ে নেট মাধ্যমে শোরগোল পড়ে গিয়েছে। ঘটনার সূত্রপাত ৯.৫ ওভারের মাথায়। বারাডার বলে ব্যাকফুটে ডিভেন্স করতে গিয়ে প্যাডের একটু উপরের দিকে বল লাগে। তখনই এলবিডব্লুর জন্য আবেদন করেন রাবাডা এবং কুইন্টন ডি কক। যদিও আম্পায়ার এবম প্রোটিয়া দলের বাকি সদস্যরা নিশ্চিত ছিল বলটি লেগ স্টাম্পের উপর দিয়ে অথবা পাশ দিয়ে বেরিয়ে যাবে। এমনকী আম্পায়ারও এমনটাই ভেবে আউট দেননি। শুধুমাত্র কুইন্টন এবং রাবাডা আবেদন করেন। তাছাড়া আর কাউকেই সেইভাবে আবেদন করতে দেখা যায়নি।
আম্পায়ার আউট না দেওয়ায় রিভিউ অর্থাৎ ডিআরএসের সাহায্য নেয় দক্ষিণ আফ্রিকা। আর তখনই ঘটে অবাক কাণ্ড। ডিআরএসে দেখা যায়, রাবাডা যে বলটি করেছেন তা ইমপ্যাক্ট পিচ অন লাইনে রয়েছে। কিন্তু বলটি একেবারে লেগ স্টাম্পের উপরে লেগে গিয়েছে। ফলে তৃতীয় আম্পায়ার আউট ঘোষণা করেন। জায়ান্ট স্ক্রিনে আউট দেখে বেশ অবাক হয়ে যান স্মিথ। হতাশ হয়ে পড়েন তিনি। শুধু স্মিথ একা নন, আউট করে অবাক হন রাবাডাও। তবে দলের এমন পরিস্থিতিতে তিনি ভেবেছিলেন টেনে নিয়ে যাবেন। কিন্তু তা আর হল না। ১৬ বলে মাত্র ১৯ রান করে রাবাডার বলে ফিরে যান তিনি। তিনি এদিন মাত্র ৪টি বাউন্ডারি সংগ্রহ করেন। তবে তাঁর এই আউটের ফলে ম্যাচের পরিস্থিতি বদলে যায়।
এখনও পর্যন্ত পরিস্থিতি যায় তাতে ফের একটি ম্যাচ হারের মুখ দেখতে হতে পারে অস্ট্রেলিয়া দলকে। সেদিক থেকে দেখতে গেলে পরপর দুই ম্যাচে হারার ফলে বেশ চাপে পড়ে যেতে পারে অজি দল। এখন এটাই দেখার প্রোটিয়াদের দেওয়া ৩১২ রান করতে পারে কিনা টিম অস্ট্রেলিয়া। কিন্তু পরিস্থিতি যে খুব একটা ভালো নয়, তা বলার অপেক্ষা রাখে না।