শুভব্রত মুখার্জি:- টি-২০ বিশ্বকাপ শুরুর আগে যখন অক্ষর প্যাটেল সহ মোট চারজন স্পিনারকে নিয়ে ওয়েস্ট ইন্ডিজে খেলতে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন রোহিত শর্মা তখন কম সমালোচনা হয়নি তাঁর। তবে পারফরম্যান্সের মধ্যে দিয়ে কিন্তু অক্ষর প্যাটেলরা বারবার নিন্দুকদের ভুল প্রমাণিত করেছেন। সেমিফাইনালে বল হাতে দুরন্ত পারফরম্যান্স করেছিলেন অক্ষর। ভারতের জয়ে নিয়েছিলেন গুরুত্বপূর্ণ ভূমিকা। আর ফাইনালে নিলেন ব্যাট হাতে গুরুত্বপূর্ণ ভূমিকা। দল যখন তিন উইকেট হারিয়ে কার্যত ধুঁকছে তখন তিনি একটি ৪৭ রানের ক্যামিও খেলে দলকে উদ্ধার করেন। ম্যাচ শেষে ফাইনাল জয়ের তৃপ্তি ধরা পড়ছিল তাঁর চোখে মুখে। ট্রফি জয়ের অভিব্যক্তি জানাতে গিয়ে তাঁর স্পষ্ট বক্তব্য আমার কাছে এই জয়টা সবকিছু।
১৭ বছর পরে টি-২০ বিশ্বকাপের শিরোপা জয়ের পরে তাঁর প্রতিক্রিয়া জানাতে গিয়ে অক্ষর প্যাটেল জানিয়েছেন, ‘আমার কাছে এই জয়টা (টি-২০ বিশ্বকাপ জয়) সবকিছু। এই বিশ্বকাপে খেলতে আসার আগে আমি গত বিশ্বকাপে(ওডিআই) চোটের কারণে খেলতে পারিনি। চোটের জন্য খুব বেশি খেলারও সুযোগ পাইনি। এইবার যখন আমি খেলার সুযোগ পেলাম তখনই আমি ঠিক করে নিয়েছিলাম যে ভারতের জন্য আমাকে কিছু না কিছু ভালো কাজ করতেই হবে। আমি সবসময়েই বেসিক জিনিস ঠিক রাখার এবং সব জিনিস সহজ, সরল রাখার দিকে নজর দিয়েছি।আমি ফাইনালেও সেটা করেছি। অন্য আর পাঁচটা ম্যাচের মতোই আমি ফাইনাল ম্যাচটাকে দেখেছি। অযথা কোন চাপ আমি নিতে চাইনি।’
আরও পড়ুন… IND vs SA Pitch Report: ফাইনাল হবে চার নম্বর পিচে! জেনে নিন বার্বাডোজের উইকেট কাদের সাহায্য করবে
তিনি আরও যোগ করে বলেছেন, ‘আমার কাছে এটা ফাইনাল নয় ছিল আর বাকি ম্যাচগুলোর মতন। ফলে এই ম্যাচে আমি আউট হয়ে গেলে কী হবে বা হতে পারে আমি সেইসব বিষয় নিয়ে ভাবছিলাম না একেবারেই। আমি বল বুঝে সেই মত শট খেলছিলাম। রোহিত শর্মা একজন অসাধারণ মানুষ। ও ভারতকে এই বিশ্বকাপে দারুণভাবে নেতৃত্ব দিয়েছে। রাহুল (দ্রাবিড়) ভাই আমাদেরকে বলেছিল খেলাটা উপভোগ করে খেলতে। আমাদেরকে বলেছিল যাতে আমরা কোন চাপ না নেই। আমাদের সেরাটা উজাড় করে দিই। আজকে যে ফাইনালে আমি ব্যাটিং অর্ডারে প্রমোশন পাব তা আমি ভাবিনি। হঠাৎ করেই রাহুল ভাই আমাকে বলে প্যাড পরে নিতে। আমি আমার ব্যাটিং নিয়ে চিন্তা করারও সুযোগ পাইনি। আর সেটাই আজকে আমার হয়ে কাজে দিয়েছে।’