শুভব্রত মুখার্জি:- শনিবার অর্থাৎ ২৯ জুনের রাতটা ভারতীয় ক্রিকেট ইতিহাসে চিরদিন স্বর্নাক্ষরে লেখা থাকবে। ১৭ বছর বাদে ভারত আইসিসির টি -২০ বিশ্বকাপ জয়ের স্বাদ পেল। পাশাপাশি ২০১৩'র চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের পরে ১৩ বছর বাদে কোন আইসিসি ট্রফি জয়ের স্বাদ পেল ভারত। একাধিক ছোট,বড় ঘটনা ইমোশনের সাক্ষী থাকল কোটি কোটি ভারতীয় সমর্থক। গোটা টুর্নামেন্টে কার্যত ফর্মে না থাকা ভারতের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি ফাইনালে ফিরলেন ফর্মে। দলের জয়ে ব্যাট হাতে রাখলেন গুরুত্বপূর্ণ অবদান।
আরও পড়ুন… ভিডিয়ো: বার্বাডোজে ভারতের পতাকা পুঁতলেন, পিচের ঘাস খেলেন! জয়ের স্মৃতিকে এভাবেই ধরে রাখলেন রোহিত
৭৬ রানের ইনিংস খেলে ভারতীয় দলকে এক মজবুত পরিস্থিতিতে পৌঁছে দেন তিনি।সেখান থেকে দাঁড়িয়ে বাকি কাজটা করেন ভারতীয় বোলাররা। তাদের দাপটেই ফের একবার ২০০৭ সালের পরে ভারত দ্বিতীয়বার আইসিসির টি-২০ বিশ্বকাপ ট্রফি জিতল। আর এই ট্রফি জয়ের মধ্যে দিয়েই এক অনন্য নজির গড়ে ফেললেন বিরাট কোহলি। যা ভারতীয় ক্রিকেটের অন্যতম সেরা অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিরও নেই। বলা ভালো গোটা ক্রিকেট বিশ্বে এই নজির দ্বিতীয় আর কোনও ক্রিকেটারের নেই।
আরও পড়ুন… IND vs SA T20 WC 2024: আমার হৃদয়ের খুব কাছে তাই... নতুন ট্যাটুর আইডিয়া বললেন সূর্যকুমার যাদব
সিনিয়র এবং জুনিয়র পর্যায়ে আইসিসি আয়োজিত ট্রফি সাদা বলের ফর্ম্যাটের সবকটি ট্রফি জয়ের নজির গড়লেন বিরাট। যে নজির গড়া ক্রিকেটার বিশ্ব ক্রিকেটের ইতিহাসে একমাত্র তিনিই। অনূর্ধ্ব ১৯ ক্রিকেট বিশ্বকাপ,ওডিআই বিশ্বকাপ, চ্যাম্পিয়ন্স ট্রফি এবং টি-২০ বিশ্বকাপ এই চার চারটি সাদা বলের ফর্ম্যাটে বিশ্বকাপজয়ী একমাত্র ক্রিকেটার হওয়ার নজির গড়েছেন বিরাট কোহলি। ২০০৮ সালে ভারতীয় দলের অধিনায়ক হিসেবেই বিরাট কোহলি জিতেছিলেন অনূর্ধ্ব১৯ ক্রিকেট বিশ্বকাপ।২০১১ সালে তিনি ওডিআই বিশ্বকাপের ট্রফি জেতেন এম এস ধোনির অধিনায়কত্বে। ২০১৩ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি ও তিনি জেতেন ধোনির নেতৃত্বাধীন ভারতীয় দলের অংশ হিসেবে। আর এবার রোহিত শর্মার নেতৃত্বাধীন ভারতীয় দলের অংশ হিসেবে তিনি জিতে নিলেন টি-২০ বিশ্বকাপের শিরোপাও।
ফলে ক্রিকেট ইতিহাসে একমাত্র ক্রিকেটার হিসেবে জুনিয়র এবং সিনিয়র পর্যায় মিলিয়ে সাদা বলের ফর্ম্যাটে সমস্ত ট্রফি জয়ের নজির গড়েছেন বিরাট কোহলি। ধোনি সিনিয়র পর্যায়ে আইসিসির তিনটি ট্রফি জিতলে ও তিনি কোনদিন অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ জয়ের স্বাদ পাননি। প্রসঙ্গত শনিবারের ফাইনালে ভারতের হয়ে ৫৯ বলে ৭৬ রানের একটি ইনিংস উপহার দেন বিরাট কোহলি। তাঁর ইনিংসে মূলত ভর করেই ১৭৬ রান করে ভারতীয় দল। যার জবাবে ১৬৯ রানেই আটকে যায় দক্ষিণ আফ্রিকা দল। ফলে ৭ রানের ব্যবধানে ম্যাচ জিতে ট্রফি জয় নিশ্চিত করে ভারতীয় দল।