বাংলা নিউজ > ক্রিকেট > বিশ্বকাপ > T20 WC 2024 Final IND vs SA: এমএস ধোনিও পারেননি! ICC Trophy জয়ে নয়া নজির বিরাট কোহলির

T20 WC 2024 Final IND vs SA: এমএস ধোনিও পারেননি! ICC Trophy জয়ে নয়া নজির বিরাট কোহলির

আইসিসির ট্রফি জয়ে নয়া নজির বিরাট কোহলির (ছবি:এএনআই)

এই ট্রফি জয়ের মধ্যে দিয়েই এক অনন্য নজির গড়ে ফেললেন বিরাট কোহলি। যা মহেন্দ্র সিং ধোনিরও নেই। বলা ভালো গোটা ক্রিকেট বিশ্বে এই নজির দ্বিতীয় আর কোনও ক্রিকেটারের নেই। সিনিয়র এবং জুনিয়র পর্যায়ে আইসিসি আয়োজিত ট্রফি সাদা বলের ফর্ম্যাটের সবকটি ট্রফি জয়ের নজির গড়লেন বিরাট।

শুভব্রত মুখার্জি:- শনিবার অর্থাৎ ২৯ জুনের রাতটা ভারতীয় ক্রিকেট ইতিহাসে চিরদিন স্বর্নাক্ষরে লেখা থাকবে। ১৭ বছর বাদে ভারত আইসিসির টি -২০ বিশ্বকাপ জয়ের স্বাদ পেল। পাশাপাশি ২০১৩'র চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের পরে ১৩ বছর বাদে কোন আইসিসি ট্রফি জয়ের স্বাদ পেল ভারত। একাধিক ছোট,বড় ঘটনা ইমোশনের সাক্ষী থাকল কোটি কোটি ভারতীয় সমর্থক। গোটা টুর্নামেন্টে কার্যত ফর্মে না থাকা ভারতের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি ফাইনালে ফিরলেন ফর্মে। দলের জয়ে ব্যাট হাতে রাখলেন গুরুত্বপূর্ণ অবদান।

আরও পড়ুন… ভিডিয়ো: বার্বাডোজে ভারতের পতাকা পুঁতলেন, পিচের ঘাস খেলেন! জয়ের স্মৃতিকে এভাবেই ধরে রাখলেন রোহিত

৭৬ রানের ইনিংস খেলে ভারতীয় দলকে এক মজবুত পরিস্থিতিতে পৌঁছে দেন তিনি।সেখান থেকে দাঁড়িয়ে বাকি কাজটা করেন ভারতীয় বোলাররা। তাদের দাপটেই ফের একবার ২০০৭ সালের পরে ভারত দ্বিতীয়বার আইসিসির টি-২০ বিশ্বকাপ ট্রফি জিতল। আর এই ট্রফি জয়ের মধ্যে দিয়েই এক অনন্য নজির গড়ে ফেললেন বিরাট কোহলি। যা ভারতীয় ক্রিকেটের অন্যতম সেরা অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিরও নেই। বলা ভালো গোটা ক্রিকেট বিশ্বে এই নজির দ্বিতীয় আর কোনও ক্রিকেটারের নেই।

আরও পড়ুন… IND vs SA T20 WC 2024: আমার হৃদয়ের খুব কাছে তাই... নতুন ট্যাটুর আইডিয়া বললেন সূর্যকুমার যাদব

সিনিয়র এবং জুনিয়র পর্যায়ে আইসিসি আয়োজিত ট্রফি সাদা বলের ফর্ম্যাটের সবকটি ট্রফি জয়ের নজির গড়লেন বিরাট। যে নজির গড়া ক্রিকেটার বিশ্ব ক্রিকেটের ইতিহাসে একমাত্র তিনিই। অনূর্ধ্ব ১৯ ক্রিকেট বিশ্বকাপ,ওডিআই বিশ্বকাপ, চ্যাম্পিয়ন্স ট্রফি এবং টি-২০ বিশ্বকাপ এই চার চারটি সাদা বলের ফর্ম্যাটে বিশ্বকাপজয়ী একমাত্র ক্রিকেটার হওয়ার নজির গড়েছেন বিরাট কোহলি। ২০০৮ সালে ভারতীয় দলের অধিনায়ক হিসেবেই বিরাট কোহলি জিতেছিলেন অনূর্ধ্ব১৯ ক্রিকেট বিশ্বকাপ।২০১১ সালে তিনি ওডিআই বিশ্বকাপের ট্রফি জেতেন এম এস ধোনির অধিনায়কত্বে। ২০১৩ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি ও তিনি জেতেন ধোনির নেতৃত্বাধীন ভারতীয় দলের অংশ হিসেবে। আর এবার রোহিত শর্মার নেতৃত্বাধীন ভারতীয় দলের অংশ হিসেবে তিনি জিতে নিলেন টি-২০ বিশ্বকাপের শিরোপাও।

আরও পড়ুন… T20 WC 2024: না খেলেও মন জিতলেন রিঙ্কু সিং! চ্যাম্পিয়ন হতেই কোহলি- আর্শদীপদের সঙ্গে ভাংড়া নাচলেন KKR তারকা

ফলে ক্রিকেট ইতিহাসে একমাত্র ক্রিকেটার হিসেবে জুনিয়র এবং সিনিয়র পর্যায় মিলিয়ে সাদা বলের ফর্ম্যাটে সমস্ত ট্রফি জয়ের নজির গড়েছেন বিরাট কোহলি। ধোনি সিনিয়র পর্যায়ে আইসিসির তিনটি ট্রফি জিতলে ও তিনি কোনদিন অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ জয়ের স্বাদ পাননি। প্রসঙ্গত শনিবারের ফাইনালে ভারতের হয়ে ৫৯ বলে ৭৬ রানের একটি ইনিংস উপহার দেন বিরাট কোহলি। তাঁর ইনিংসে মূলত ভর করেই ১৭৬ রান করে ভারতীয় দল। যার জবাবে ১৬৯ রানেই আটকে যায় দক্ষিণ আফ্রিকা দল। ফলে ৭ রানের ব্যবধানে ম্যাচ জিতে ট্রফি জয় নিশ্চিত করে ভারতীয় দল।

ক্রিকেট খবর

Latest News

গণপতির সামনে সত্যি সত্যিই প্রার্থনায় করছে বাহন ইঁদুর! দেখুন কাণ্ড... ‘মির্জাপুর’-এ পঙ্কজ ত্রিপাঠী নয় এবার 'কালীন ভাইয়া' হৃতিক? ‘আপনাদের উচিত বনি কাপুরকে জিজ্ঞাসা করা’, কী নিয়ে প্রশ্ন এড়ালেন ফারদিন 'উৎসবে ফিরছি না' বলেও 'টেক্কা'র প্রচার স্বস্তিকার, ভিডিয়ো বার্তায় কী বললেন তথাগত মর্গের শবের সঙ্গে ‘ফূর্তি’ করত সঞ্জয়, মৃতদেহের সঙ্গে সঙ্গম? আরজি করে নয়া মোড় ইনি নাকি পাকিস্তানের প্রিয়াঙ্কা চোপড়া! অভিনেত্রীর ছবি ভাইরাল হতেই মত সকলের ‘মদ্যপ হয়ে এমন আচরণ করছিলেন, স্ত্রীও সামলাতে পারেননি’: অলোক প্রসঙ্গে হিমানি পিছিয়ে গেল মমতার সঙ্গে মেডিক্যাল কলেজ ও হাসপাতালের প্রিন্সিপাল-ডিরেক্টরদের বৈঠক আলিয়ার ‘জিগরা’ কি পুরনো সিনেমার গল্প থেকে নেওয়া? কোন সিনেমা, কারা ছিলেন তাতে নতুন টুইস্ট! জোর চর্চা যিশু-নীলাঞ্জনার বিয়ে ভাঙার নেপথ্যে ১ নয়, জোড়া ব্যক্তি?

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.