India's likely XI vs Bangladesh in T20 World Cup: ভারত ও বাংলাদেশ এক মাসেরও কম সময়ের মধ্যে দ্বিতীয়বার একে অপরের মুখোমুখি হতে চলেছে। টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪-এর প্রস্তুতি ম্যাচে প্রথমবার তারা একে অপরের মুখোমুখি হয়েছিল, এবার তারা সুপার এইট পর্বে একে অপরের বিরুদ্ধে খেলতে নামবে। সেই কারণেই শনিবারের ম্যাচটি উল্লেখযোগ্যভাবে বেশি মূল্যবান। কারণ শনিবার সুপার এইটের লড়াইয়ে দুই দলই জিততে চাইবে, এখানে কোনও পরীক্ষা করার উপায় নেই। ভারত যদিও অপরাজিত রয়েছে তবু বাংলাদেশ সেমিফাইনালের দৌড়ে টিকে থাকার জন্য লড়াই করবে। এই কারণেই কেনসিংটন ওভালে একটি আকর্ষণীয় প্রতিযোগিতার মঞ্চ তৈরি হয়েছে।
ঐতিহাসিকভাবে, বাংলাদেশের উপর আধিপত্য বিস্তার করেছে ভারত। তবে যে কোনও সময়ে টাইগাররা টিম ইন্ডিয়ার উপর চাপ তৈরি করতে পারে। এই ম্যাচে ভারত চাইবে বাংলাদেশের বিরুদ্ধে নিজেদের সেরাটা দিয়ে ম্য়াচ জিততে এবং সেমিফাইনালের দিকে আরও একধাপ এগিয়ে যেতে। এই সময়ে রোহিত শর্মারা কোনও ভুল করতে চাইবেন না। তবে এই ম্যাচের পরেই টিম ইন্ডিয়াকে নামতে হবে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। তারপরে তারা যদি সেমির টিকিট পায় তো সেখানে খেলতে নামতে হবে। এই সময়ে নিজেদের সেরা কম্বিনেশনকে বাংলাদেশ ম্য়াচে নামাতে চাইবেন রোহিত শর্মা।
আরও পড়ুন… India vs Bangladesh Live Streaming T20 World Cup: কখন, কোথায়, কীভাবে ফ্রি-তে দেখবেন IND vs BAN ম্যাচ
সুযোগ পেতে পারেন সঞ্জু স্যামসন-
এখনও পর্যন্ত টি টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪-এ অপরাজিত রয়েছে ভারত। এমন অবস্থায় দলে কোনও পরিবর্তন করতে চাইবেন না রোহিত শর্মা। তবে মিডিল অর্ডারকে আরও মজবুত করতে চাইবেন তিনি। সেক্ষেত্রে সঞ্জু স্যামসনকে প্রথম একাদশে আনতে চাইবে টিম ইন্ডিয়ার ম্যানেজমেন্ট। কারণ সঞ্জু ব্যাটিংয়ে যেমন দলকে ভরসা দেন, তেমনই ফিল্ডিংয়েও দলকে এগিয়ে রাখতে পারেন। অন্যদিকে শিবম দুবে এখন সেভাবে নিজেকে তুলে ধরতে পারেননি। ফিল্ডিং মিস করার পাশাপাশি ব্যাট হাতেও বড় রান করতে পারেননি তিনি। এই সব দিক বিচার করেই বিশেষজ্ঞরা সঞ্জু স্যামসনকে এই ম্যাচে দলে দেখতে চান।
আরও পড়ুন… T20 WC 2024 Points Table: ইংল্যান্ডের চাপ বাড়াল ওয়েস্ট ইন্ডিজ! জমে উঠল সেমির রেস
কারণ এরপরের ম্যাচ থেকে দলে আর পরিবর্তন করার সুযোগ নাও পেতে পারেন রোহিত শর্মা। কারণ এরপর তো কঠিন লড়াই শুরু হয়ে যাবে। তবে রোহিত নিজের উইনিং কম্বিনেশন ভাঙবেন কিনা তা নিয়ে প্রশ্ন থাকতেই পারে। চলুন দেখে নেওয়া যাক কেমন হতে পারে ভারতের সম্ভাব্য প্রথম একাদশ-
সুপার এইটে বাংলাদেশের বিরুদ্ধে ভারতের সম্ভাব্য একাদশ-
ওপেনার: রোহিত শর্মা (অধিনায়ক), বিরাট কোহলি
মিডল অর্ডার: ঋষভ পন্ত (উইকেটরক্ষক), সূর্যকুমার যাদব, সঞ্জু স্যামসন/শিবম দুবে
অলরাউন্ডার: হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, রবীন্দ্র জাদেজা
বোলার: কুলদীপ যাদব, জসপ্রীত বুমরাহ, আর্শদীপ সিং