উদ্বেগ প্রকাশ করেছে ওয়ার্ল্ড ক্রিকেট অ্যাসোসিয়েশন। আসলে তাদের কাছে বেশ কিছু অভিযোগ জমা পড়েছে, যা দেখলে অবাক হতে হবে। বিষয়টি হল বেশ কয়েক মাস আগে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ওয়েস্ট ইন্ডিজে পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪ শেষ হয়েছে, তবে এর পরে বহু দিন কেটে গেলেও, টুর্নামেন্টে অংশ নেওয়া বহু খেলোয়াড় নাকি এখনও তাদের পুরো পুরস্কারের অর্থ পাননি। বলা হচ্ছে প্রাপ্য অর্থ চাইলে হুমকি দেওয়া হচ্ছে। এই রিপোর্ট পাওয়ার পরেই ওয়ার্ল্ড ক্রিকেট অ্যাসোসিয়েশন উদ্বেগ প্রকাশ করেছে।
ইএসপিএনক্রিকইনফোর একটি রিপোর্টে দাবি করা হয়েছে বিশ্বকাপে অংশগ্রহণকারী ২০ টি দলের (যার মধ্যে আটটি সহযোগী দেশও অন্তর্ভুক্ত ছিল) পাঁচটি দেশের খেলোয়াড়দের অর্থ প্রদান করা হয়নি। অবাক করা বিষয় যে টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪ শেষ হয়েছে গত ২৯ জুন। চার মাসেরও বেশি সময় কেটে গিয়েছে। কিন্তু এরপরও কেন একাধিক দেশের ক্রিকেটার এখনও তাঁদের পুরস্কারের অর্থ হাতে পেলেন না। অভিযোগ তুলেছেন ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনের (ডব্লিউসিএ)। গোটা বিষয়টি নিয়ে চিন্তা প্রকাশ করেছে পেশাদার ক্রিকেটারদের বিশ্ব সংস্থা।
এক বিবৃতিতে ডব্লিউসিএর চিফ এক্সিকিউটিভ টম মোফাট বলেছেন, ‘আমরা জানতে পেরেছি, কয়েকটি বোর্ড ক্রিকেটারদের এখনও টি-টোয়েন্টি বিশ্বকাপের আর্থিক পুরস্কারের সম্পূর্ণ বা আংশিক দেয়নি। আবেদন করে কোনও কোনও দেশের খেলোয়াড়দের হুমকির মুখেও পড়তে হয়েছে।’ তিনি আরও বলেছেন, ‘কয়েকটি দেশের ব্যাপারে আমরা চিন্তিতো। তারা এখনও টি-টোয়েন্টি বিশ্বকাপের পুরস্কারের অর্থ ক্রিকেটারদের দেয়নি। এটা ক্রিকেটারদের প্রাপ্য। আন্তর্জাতিক ক্রিকেটারদের আয় বৃদ্ধির ব্যাপারে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) চেষ্টা করছে। তার সুফল ক্রিকেটারদের পাওয়া উচিত। আশা করি, এই ধরনের ঘটনার ক্ষেত্রে আইসিসি সংশ্লিষ্ট বোর্ডগুলির বিরুদ্ধে পদক্ষেপ করবে।’
কোন কোন দেশ ক্রিকেটারদের পুরস্কার মূল্য যথাযথ ভাবে বিতরণ করেনি, তা বলতে চাননি ডব্লিউসিএর চিফ এক্সিকিউটিভ টম মোফাট। তাঁর আশা, ক্রিকেটের ভবিষ্যত সুরক্ষিত করতে বোর্ডগুলি উদ্যোগী হবে। সংশ্লিষ্ট দেশের ক্রিকেট কর্তাদের চিঠি দিয়ে তাঁরা সমস্যার সমাধানের আবেদন করবেন বলেও জানিয়েছেন।
রিপোর্টে বলা হয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেওয়া অন্তত পাঁচটি দেশের ক্রিকেট বোর্ড টি-টোয়েন্টি বিশ্বকাপের পুরস্কারের অর্থ ক্রিকেটারদের দেয়নি। আরও কয়েকটি দেশের বোর্ড আবার আর্থিক পুরস্কারের আংশিক দিয়েছে ক্রিকেটারদের। অথচ পুরো অর্থই ক্রিকেটারদের মধ্যে ভাগ হওয়ার কথা। পুরস্কারের অর্থ ঠিক মতো না পাওয়া ক্রিকেটারেরা অভিযোগ জানিয়েছেন ডব্লিউসিএকে। ক্রিকেট বোর্ডগুলির এমন ভূমিকায় অসন্তুষ্ট ডব্লিউসিএ।