T20 WC Semi-Final match officials: ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল ম্যাচের জন্য ম্যাচ অফিসিয়ালের নাম ঘোষণা করেছে আইসিসি। এর মধ্য দিয়ে ভারত বনাম ইংল্যান্ডের সেমিফাইনাল ম্যাচে কারা কারা আম্পায়ারিং করতে যাচ্ছেন সেই তথ্য বেরিয়ে এসেছে। দক্ষিণ আফ্রিকা ও আফগানিস্তানের মধ্যে প্রথম ম্যাচে মাঠের আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করবেন রিচার্ড ইলিংওয়ার্থ এবং ভারতীয় আম্পায়ার নীতীন মেনন। একই সময়ে, ভারত বনাম ইংল্যান্ড টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪-এর দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচে অন-ফিল্ড আম্পায়ারিংয়ের দায়িত্ব থাকবে রড টাকার এবং ক্রিস গ্যাফনির উপর, তাদেরকেই ম্যাচ পরিচালন করার দায়িত্ব অর্পণ করা হয়েছে।
ত্রিনিদাদে ২৬ জুন দক্ষিণ আফ্রিকা বনাম আফগানিস্তানের ম্যাচটি অনুষ্ঠিত হবে। তবে ২৭ জুন সকাল ৬টা থেকে ভারতে এই ম্যাচ দেখা যাবে। দক্ষিণ আফ্রিকা দল প্রথমবারের মতো আইসিসি পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে উঠতে চাইবে। তবে আফগানিস্তান দলের আত্মবিশ্বাস আকাশচুম্বী, তারা প্রোটিয়াদের এক ইঞ্চিও জমি ছেড়ে দেবেন না। এমন পরিস্থিতিতে দক্ষিণ আফ্রিকার পথ কঠিন হতে পারে বলে মনে করা হচ্ছে। এই ম্যাচে টিভি আম্পায়ার হিসেবে থাকবেন রিচার্ড কেটলবোরো এবং চতুর্থ আম্পায়ারের দায়িত্ব পালন করবেন এহসান রাজা। প্রথম সেমিফাইনাল ম্যাচে ম্যাচ রেফারির দায়িত্ব পালন করতে দেখা যাবে রিচি রিচার্ডসনকে। মাঠে দুই আম্পায়ার থাকবেন রিচার্ড ইলিংওয়ার্থ ও নীতীন মেনন।
আরও পড়ুন… Copa America 2024: ১০ জনের পেরুকে হারিয়ে কানাডার চমক, পরের রাউন্ডের আশা বাঁচিয়ে রাখলেন জোনাথন ডেভিড
ভারত বনাম ইংল্যান্ড ম্যাচ সম্পর্কে কথা বলতে গেলে, ক্রিস গ্যাফনি এবং রডনি টাকার এই ম্যাচে মাঠে আম্পায়ারিংয়ের দায়িত্ব পালন করবেন। এই ম্যাচে তৃতীয় আম্পায়ার হিসাবে টিভির পিছনে থাকবেন জোয়েল উইলসন। একই সঙ্গে গায়ানায় ২৭ জুন রাত ৮টায় অনুষ্ঠিত এই ম্যাচে চতুর্থ আম্পায়ার হবেন পল রেইফেল। গত টি টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল ম্যাচটিও ভারত এবং ইংল্যান্ডের মধ্যে খেলা হয়েছিল, যেখানে ইংল্যান্ড ১০ উইকেটে জিতেছিল। এমন পরিস্থিতিতে বিশেষজ্ঞরা বলছেন ভারতের সামনে প্রতিশোধ নেওয়ার বড় সুযোগ রয়েছে এবং তৃতীয়বারের মতো ফাইনাল খেলার সুযোগ পাবে তারা। জেফ ক্রো দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচে ম্যাচ রেফারির দায়িত্ব পালন করবেন।
টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪ এর দুটি সেমিফাইনালের জন্য ম্যাচ অফিসিয়াল করা হচ্ছেন-
২৬ জুন: দক্ষিণ আফ্রিকা বনাম আফগানিস্তান (ত্রিনিদাদ)
রেফারি: রিচি রিচার্ডসন
মাঠের আম্পায়ার: রিচার্ড ইলিংওয়ার্থ এবং নীতীন মেনন
টিভি আম্পায়ার: রিচার্ড কেটলবরো
চতুর্থ আম্পায়ার: আহসান রাজা
২৭ জুন: ভারত বনাম ইংল্যান্ড (গিয়ানা)
রেফারি: জেফরি ক্রো
মাঠের আম্পায়ার: ক্রিস গ্যাফনি এবং রডনি টাকার
টিভি আম্পায়ার: জোয়েল উইলসন
চতুর্থ আম্পায়ার: পল রেইফেল