শুভব্রত মুখার্জি:- ২০০৭ সাল থেকে শুরু হয়েছে টি-২০ বিশ্বকাপের পথচলা। ২০২৪ সালে দাঁড়িয়ে এই ফর্ম্যাটের বিশ্বকাপ পা রেখেছে তার নবম সংস্করণে। সেই সংস্করণের ফাইনালে শনিবার মুখোমুখি হয়েছিল ভারত এবং দক্ষিণ আফ্রিকা। বার্বাডোজের আইকনিক কেনসিংটন ওভালে মুখোমুখি হয় দুই দেশ। আর এমন আবহেই উঠে এসেছে এক গুরুত্বপূর্ণ তথ্য। গোটা ক্রিকেট বিশ্ব জুড়েই এই মুহূর্তে জনপ্রিয়তার শিখরে টি-২০ ফর্ম্যাটের ক্রিকেট। কার্যত সেই তথ্য এবার উঠে এল সামনে। বিশ্ব ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন যা পূর্বে পরিচিত ছিল ফিকা নামে তারাই সম্প্রতি একটি সার্ভে করেছে। আর সেই সার্ভেতে যে তথ্য উঠে এসেছে তা বেশ চমকপ্রদ।
আরও পড়ুন… T20 WC 2024 Final IND vs SA: এমএস ধোনিও পারেননি! ICC Trophy জয়ে নয়া নজির বিরাট কোহলির
২০১৯ সালে বিশ্ব ক্রিকেটে ক্রিকেটারদের মধ্যে ৮৫ শতাংশ ক্রিকেটার মনে করেছিলেন ওয়ানডে বিশ্বকাপ হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ আইসিসি টুর্নামেন্ট। সেই সময়ে ১৫ শতাংশ ক্রিকেটার মত দিয়েছিলেন আইসিসির সবথেকে গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট টি-২০ বিশ্বকাপ। তবে ২০২৪ সালে এসে বদলে গিয়েছে সব পরিসংখ্যান।সব সমীকরণ। এই মুহূর্তে দাঁড়িয়ে ক্রিকেটারদের ৫০ শতাংশ ক্রিকেটার মনে করেন সবথেকে গুরুত্বপূর্ণ আইসিসি টুর্নামেন্ট ওয়ানডে বিশ্বকাপ। ৩৫ শতাংশ ক্রিকেটার এই মুহূর্তে দাঁড়িয়ে মনে করেন আইসিসির সবথেকে গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট টি-২০ বিশ্বকাপ। ফলে পাঁচ বছরের মধ্যে শতাংশের হিসেবে ক্রিকেটারদের মধ্যে আইসিসির গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট হওয়ার পথে অনেকটাই উঠে এসেছে টি-২০ বিশ্বকাপ।
আরও পড়ুন… T20 WC 2024 নিয়ে যা ভবিষ্যদ্বাণী করেছিলেন সেটাই হল! BCCI সচিব জয় শাহকে নতুন নাম দিলেন রবি শাস্ত্রী
এবারের টুর্নামেন্টকে বলা ভালো ক্রিকেটকে আরও ছড়িয়ে দিতে, ক্রিকেটের প্রসারে টি-২০ বিশ্বকাপকে যৌথভাবে আয়োজন করার দায়িত্ব পেয়েছিল আমেরিকা যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজ। আমেরিকার নিউ ইয়র্ক, ফ্লোরিডা এবং ডালাসে এবারের বিশ্বকাপের আয়োজন করা হয়েছিল। এমন আবহে যে সার্ভে আয়োজন করেছিল ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন তাতে দেখা গিয়েছে অনূর্ধ্ব ২৬ ক্রিকেটারদের মধ্যে টি-২০ বিশ্বকাপ গুরুত্বের দিক থেকে অগ্রাধিকার পেয়েছে আগের থেকে অনেকটাই বেশি। ৪১ শতাংশ ক্রিকেটার টি-২০ বিশ্বকাপকে গুরুত্বপূর্ণ হিসেবে বেছে নিয়েছেন। যখন ৪৯ শতাংশ মনে করেছে ওয়ানডে বিশ্বকাপ বেশি গুরুত্বপূর্ণ। সব মিলিয়ে পরিসংখ্যান এবং সংখ্যার বিচারে এটা স্পষ্ট যে টি-২০ ফর্ম্যাটের বিশ্বকাপের জনপ্রিয়তা অনেকটাই বেড়েছে। যদিও এখন ও পর্যন্ত তা ছাড়িয়ে যায়নি ওডিআই বিশ্বকাপের জনপ্রিয়তাকে।