২০২৩ বিশ্বকাপটি টিম ইন্ডিয়া তিক্ত এবং মধুর স্মৃতি নিয়ে শেষ হয়েছে। সকলের চোখ এখন আইসিসির আরেকটি বড় টুর্নামেন্টের দিকে চলে গিয়েছে। আগামী বছর অনুষ্ঠিত হতে চলেছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। এই টুর্নামেন্টের আগে, ভক্তদের মনে একটাই প্রশ্ন জাগছে, সেটি হল রোহিত শর্মা এবং বিরাট কোহলি আসন্ন টুর্নামেন্টে অংশ নেবেন কিনা। আসলে, রোহিত শর্মার বর্তমান বয়স ৩৬ বছর। যেখানে বিরাট কোহলির বয়স ৩৫ বছর। ভক্তদের এই প্রশ্নের খুব সুন্দর উত্তর দিয়েছেন পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক ওয়াসিম আক্রম।
স্পোর্টসক্রিডার সঙ্গে একটি বিশেষ কথোপকথনের সময়, ওয়াসিম আক্রম তার মতামত দিয়েছেন এবং বলেছেন যে আমি বিশ্বাস করি তার মধ্যে এখনও অনেক ক্রিকেট বাকি রয়েছে। এই দুই খেলোয়াড়ের অবশ্যই আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণ করা উচিত। ওয়াসিম আক্রম বলছেন, ‘বর্তমানে টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে পাঁচ থেকে ছয় মাস বাকি রয়েছে। আমি বিশ্বাস করি এই দুই খেলোয়াড়ের অবশ্যই টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলা উচিত। বর্তমানে এই দুই খেলোয়াড়ই ভারতের সবচেয়ে গুরুত্বপূর্ণ খেলোয়াড়। বিশ্বকাপে তাঁরা দেখিয়েছেন এখনও রান করার অনেক ক্ষুধা আছে তাদের মধ্যে।’
পাকিস্তানের প্রাক্তন এই ক্রিকেটার বোঝাতে চান যে বড় টুর্নামেন্টে নামতে গেলে দলের মধ্যে অভিজ্ঞতার দরকার রয়েছে। রোহিত ও কোহলি যদি আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪ খেলেন তাহলে দলের মধ্যে ভারসাম্য চমৎকার হতে পারে। বড় টুর্নামেন্টে অনেক তরুণ খেলোয়াড়কে একসঙ্গে রাখাটা ঠিক হবে না। তরুণদের সঙ্গে অভিজ্ঞতার প্রয়োজন হবে। সেই ক্ষেত্রেই দলে এই ক্রিকেটারদের প্রয়োজন হবে বলে মনে করেন ওয়াসিম আক্রম। পাকিস্তানের প্রাক্তন এই ক্রিকেটার বলেন, ‘দলের অভিজ্ঞতা দরকার। রোহিত ও কোহলির খেলায় দলের ভারসাম্য চমৎকার হবে। বড় টুর্নামেন্টে অনেক তরুণ খেলোয়াড়কে একসঙ্গে রাখতে পারবেন না। দলের সেখানে এই ক্রিকেটারদের প্রয়োজন হবে।’
ওয়াসিম আক্রমের এই ধারণার সঙ্গে একমত হয়েছেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার গৌতম গম্ভীর। তিনি বলেন, ‘অবশ্যই দুই খেলোয়াড়েরই টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণ করা উচিত। সবচেয়ে বড় কথা, আমি রোহিতকে টি-টোয়েন্টি বিশ্বকাপে অধিনায়কত্ব দেখতে চাই। হার্দিক পান্ডিয়া টি-টোয়েন্টিতে অধিনায়কত্ব করেছেন, কিন্তু আমি বিশ্বাস করি যে শুধুমাত্র রোহিত শর্মার টি-টোয়েন্টি বিশ্বকাপে অধিনায়কত্ব করা উচিত।’ গৌতম গম্ভীর আরও বলেন, ‘ব্যাটসম্যান হিসেবে তাঁকে দলে রাখা উচিত নয়। অধিনায়ক হিসেবে তিনি দলের জন্য এক্স ফ্যাক্টর। ২০২৩ সালের বিশ্বকাপে তিনি তার অধিনায়কত্ব এবং ব্যাটিং দিয়ে নিজেকে প্রমাণ করেছেন। আপনি যদি তাঁকে দলে অন্তর্ভুক্ত করেন তবে তাঁকে কেবল অধিনায়ক হিসাবে অন্তর্ভুক্ত করুন।’
এই বিষয়ে আশিস নেহরা বলেছেন, ‘বিরাট কোহলি ৮০০ রান করেছেন, এক ক্যালেন্ডার বছরে ১০০০ রান করেছেন। রোহিত শর্মা যেভাবে ব্যাটিং করছেন, যে কোনও নির্বাচকই তাঁকে পছন্দ করবেন। তবে কোহলি ও রোহিত এই ফর্ম্যাটে খেলতে চান কি না তা নিয়ে তাদের মধ্যে আলোচনা হতে পারে। আশা করি এমন হবে না। রোহিত এবং কোহলি উভয়েই যে কোনও ফর্ম্যাটে খেলতে স্বাচ্ছন্দ্য বোধ করেন, যতক্ষণ তারা রান করছেন এবং খেলা উপভোগ করছেন।’