টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪-এ ভারতীয় ফাস্ট বোলার আর্শদীপ সিংকে নিয়ে আপত্তিকর মন্তব্য করেছিলেন পাকিস্তানের প্রাক্তন উইকেটরক্ষক কামরান আকমল। তিনি আর্শদীপের শিখ ধর্ম নিয়ে মজা করেছিলেন। তখন কামরানের মন্তব্য নিয়ে তুমুল বিতর্ক হয়েছিল। প্রাক্তন ভারতীয় স্পিনার হরভজন সিং কামরানকে বাজেভাবে তিরস্কার করেছিলেন। ভাজ্জির কড়া প্রতিক্রিয়ার পর সোশ্যাল মিডিয়ায় ক্ষমা চেয়েছিলেন কামরান। একই সময়ে, শনিবার (৬ জুলাই) বিশ্ব চ্যাম্পিয়নশিপে লিজেন্ডস ২০২৪-এ যখন কামরান আকমল এবং হরভজন সিং একে অপরের মুখোমুখি হয়েছিল, তখন উভয়কে দীর্ঘক্ষণ কথা বলতে দেখা যায়।
কিংবদন্তিদের বিশ্ব চ্যাম্পিয়নশিপের অষ্টম ম্যাচে ভারত চ্যাম্পিয়ন পাকিস্তান চ্যাম্পিয়নদের কাছে ৬৮ রানে পরাজিত হয়। ম্যাচের পর ভারতীয় চ্যাম্পিয়নদের অধিনায়ক হরভজন পাকিস্তানের কামরান আকমলের সঙ্গে কথা বলেন, যার ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে। ভিডিয়োতে ভাজ্জিকে কামরানকে কড়া সুরে বোঝাতে দেখা গিয়েছে। হরভজনের সঙ্গে এই ‘গোপন কথোপকথন’ নিয়ে এবার নীরবতা ভেঙেছেন কামরান। তিনি বলেন, ‘আমি যে ভুল করেছি তা নিয়ে হরভজনের সঙ্গে আলোচনা হচ্ছিল।’ কামরান আকমল তাঁর ভুল স্বীকার করেছেন এবং অন-এয়ার তাঁর মন্তব্যের জন্য আবার হরভজনের কাছে ক্ষমাও চেয়েছেন। হরভজন সিংয়ের প্রশংসাও করেছেন পাকিস্তানের এই প্রাক্তন ক্রিকেটার।
কামরান আকমল পাকটিভি ডটটিভিকে বলেন, ‘আমি একটি ভুল করেছি এবং এটিই আমাদের মধ্যে চলছিল। আমি একটি ভুল করেছি, কাউকে আঘাত করার কোনও উদ্দেশ্য ছিল না। আমি কখনওই কারোর ধর্ম নিয়ে নেতিবাচক চিন্তা করি না।’ তিনি আরও বলেন, ‘হরভজন ভারতীয় এবং বিশ্ব ক্রিকেটে একজন দুর্দান্ত অফ স্পিনার।’ বিশ্বকাপে পাকিস্তানের ইনিংসের সময় বিতর্কিত মন্তব্য করেছিলেন কামরান। ১২০ রানের লক্ষ্য তাড়া করতে গিয়ে শেষ ওভার থেকে পাকিস্তানের প্রয়োজন ১৭ রান। আর্শদীপ তার ভূমিকা ভালভাবে পালন করেন এবং ভারত ছয় রানে ম্যাচটি জিতে নেয়। এই ওভারের আগে আর্শদীপকে নিয়ে খারাপ মন্তব্য করেছিলেন আকমল।
এটি উল্লেখযোগ্য যে গত মাসে বিতর্কের পর, কামরান হরভজনকে 'এক্স'-এ ট্যাগ করেছিলেন এবং লিখেছিলেন, ‘আমি আমার সাম্প্রতিক মন্তব্যে গভীরভাবে অনুতপ্ত এবং আমি হরভজন সিং এবং শিখ সম্প্রদায়ের কাছে আন্তরিকভাবে ক্ষমাপ্রার্থী। আমার কথাগুলো অনুপযুক্ত এবং অপমানজনক ছিল। সারা বিশ্বের শিখদের প্রতি আমার অনেক শ্রদ্ধা আছে এবং আমি কখনও কাউকে আঘাত করার উদ্দেশ্য এটা করিনি। আমি সত্যিই দুঃখিত।’
আরও পড়ুন… ছাত্রীদের থেকে চাইতেন নগ্ন ছবি, দেখাতেন অশ্লীল ভিডিয়ো! POCSO আইনে গ্রেপ্তার KCA-র ক্রিকেট কোচ
আর্শদীপ সিংকে নিয়ে কী বলেছিলেন কামরান আকমল?
টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচের পরেই পাকিস্তানি সংবাদমাধ্যম এআরআই নিউজের একটি অনুষ্ঠানে কামরান বলেন, 'যে কোনও কিছু হতে পারে। ইতিমধ্যে ১২ টা বেজে গিয়েছে।' অপর একজন অতিথি বলে ওঠেন, 'রাত ১২ টায় কোনও শিখকে বল করতে দেওয়া উচিত নয়।' আর সেই মন্তব্য শুনে বাকিরা অট্টহাসিতে ফেটে পড়েন।
আরও পড়ুন… IND vs ZIM 3rd T20I: টি টোয়েন্টিতে এত ধীর গতিতে পঞ্চাশ! লজ্জার নজির গড়লেন অধিনায়ক শুভমন গিল
আর সেই ভিডিয়ো ভাইরাল হতেই তুমুল সমালোচনার মুখে পড়েন পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার। এক নেটিজেন বলেন, 'এসব মন্তব্য থেকেই বোঝা যাচ্ছে যে পাকিস্তানে সংখ্যালঘুদের এরকম ভয়াবহ অবস্থা কেন।' অপর একজন বলেন, 'জঘন্য মনোবৃত্তি।' এক নেটিজেন আবার বলেন, 'এরকম মন্তব্যের নিন্দা করা উচিত। এটাই অনেক পাকিস্তানি ক্রিকেটারের সমস্যা। তাঁরা শিক্ষিত নন এবং সমাজে কীভাবে কথা বলতে হয়, সেটা তাঁদের শেখানো হয়নি।'