পরাজয়ের দ্বারপ্রান্তে থাকা সত্ত্বেও টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪ শিরোপা জেতা ভারতীয় ক্রিকেট দলের লড়াইয়ের মনোভাবের প্রশংসা করতে গিয়ে গ্রেট ব্যাটসম্যান ভিভিএস লক্ষ্মণ বলেছেন, খেলোয়াড় ও প্রাক্তন প্রধান কোচ রাহুল দ্রাবিড়ের সেলিব্রেশনের স্টাইলই প্রমাণ করে যে তাদের কাছে এই বিজয়ের মানেটা কী? ২৯ জুন বার্বাডোজে খেলা ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে সাত রানে হারিয়ে ১১ বছরের মধ্যে প্রথমবারের মতো আইসিসি শিরোপা জিতেছিল ভারত, আর সেই ম্যাচ নিয়ে মুখ খুললেন ভিভিএস লক্ষ্মণ।
BCCI-এর এক্স-এ পোস্ট করা ভিডিয়োতে ভিভিএস লক্ষ্মণ বলেছেন, ‘দক্ষিণ আফ্রিকার শেষ পাঁচ ওভারে ৩০ রান দরকার ছিল। এরপর থেকে লড়াকু মনোভাব, দৃঢ় সংকল্প ও আত্মবিশ্বাস দেখিয়ে পরাজয়ের দ্বারপ্রান্ত থেকে জয় ছিনিয়ে আনাই বোঝায় এই দল কতটা শক্তিশালী। প্রত্যেকেই কঠোর পরিশ্রম করেছিল এবং জয়ের পর তাদের সেলিব্রেশন এই সাফল্যের পিছনের একটি বড় গল্পকে বলে দিচ্ছিল।’
আরও পড়ুন… আমি অবাক হয়ে গিয়েছিলাম! সে তো আমাকে দেখেওনি, তাহলে… SRH ক্যাপ্টেন কামিন্সের অজানা গল্প শোনালেন নীতীশ
বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির প্রধান ভিভিএস লক্ষ্মণ বলেছেন, ‘বিশ্বকাপ জেতাটা বিশেষ। আপনি যখন সেরাদের বিরুদ্ধে খেলে ট্রফি জিতেন, তখন এর অর্থ আরও বেশি হয়ে যায়। ম্যাচ জেতার পরে সকলেই তাদের আবেগ প্রকাশ করেছে এবং এটি দেখায় যে এই জয়টি প্রতিটি খেলোয়াড় এবং সাপোর্ট স্টাফদের জন্য কতটা গুরুত্বপূর্ণ ছিল। আপনি হার্দিক পান্ডিয়াকে শেষ বল করার পর কাঁদতে দেখেছেন। ম্যাচের পরে মাঠে অন্য রকম রোহিত শর্মাকে দেখা গিয়েছে।’
ভিভিএস লক্ষ্মণ বলেন, ‘পুরো দেশ জয় সেলিব্রেশন করছিল। আমরাও ছয় মাস আগে জয়ের কাছাকাছি এসেছিলাম, তাই এই জয়টা বিশেষ ছিল। আমাদের ওয়ানডে বিশ্বকাপ জেতা উচিত ছিল কারণ পুরো টুর্নামেন্টে সেরা হওয়ার পর আমরা ফাইনালে হেরেছিলাম।’ রাহুল দ্রাবিড়ের সেলিব্রেশনের সম্পর্কে খোলামেলাভাবে কথা বলতে গিয়ে ভিভিএস লক্ষ্মণ বলেছিলেন, ‘আমি তাঁর সঙ্গে অনেক ক্রিকেট খেলেছি এবং তাঁকে এত বছর ধরে চিনি এবং তাঁকে কখনও এভাবে সেলিব্রেশন করতে দেখিনি। যখন শেষ বলটি করা হয়েছিল বা দলের সদস্যদের সঙ্গে আলাপচারিতার সময় বা ট্রফিটি ধরার সময়, একেবারে আলাদা দ্রাবিড়কে দেখেছিলাম আমরা।’
আরও পড়ুন… ওকে কখনও খারাপ বল করা যেত না- কোহলি বা স্মিথ নয়, ভারতের এই ক্রিকেটারকে ভয় পেতেন অ্যান্ডারসন
ভিভিএস লক্ষ্মণ আরও বলেন, ‘রোহিত এবং বিরাট কোহলি তার হাতে ট্রফি তুলে দেওয়ার জন্য দুর্দান্ত কাজ করেছিলেন এবং ট্রফিটি ধরে রাখার পরে দ্রাবিড় যেভাবে সেলিব্রেশন করেছিলেন তা প্রমাণ করে যে এই জয়টি সকলের কাছে কতটা অর্থবহ ছিল।’ লক্ষ্মণ টি-টোয়েন্টি ফর্ম্যাটে বিরাট, রোহিত এবং রবীন্দ্র জাদেজার অবদানের প্রশংসা করেছেন। তিনজনই এই ফর্ম্যাটকে বিদায় জানিয়েছেন। ভিভিএস লক্ষ্মণ বলেছেন, ‘আমি এই দুর্দান্ত খেলায় অবদানের জন্য গেমের তিন কিংবদন্তী, বিরাট, রোহিত এবং জাদেজাকে অভিনন্দন জানাই। তাঁরা যে আবেগ প্রদর্শন করেছেন তা তুলনাহীন। আমি আশা করি তাঁরা অন্যান্য ফর্ম্যাটেও দেশের গৌরবকে এগিয়ে নিয়ে যাবেন।’