বৃষ্টির জন্য ভেস্তে গিয়েছে ভারত বনাম ইংল্যান্ড প্রথম ওয়ার্ম আপ ম্যাচ। গুয়াহাটির বর্ষাপাড়া স্টেডিয়ামে ম্যাচ শুরু হওয়ার আগে থেকেই বৃষ্টি শুরু হয়। বৃষ্টির পরিমান এতটাই বেশি হয়, যে কারণে আর কোনও ভাবেই ম্যাচ শুরু করা যায়নি। ফলে সেই ম্যাচ ভেস্তে যায়। আজ অর্থাৎ মঙ্গলবার তিরুবনন্তপুরমে নেদারল্যান্ডসের বিরুদ্ধে দ্বিতীয় প্রস্তুতি ম্য়াচে নামছে রোহিত শর্মার নেতৃত্বাধীন ভারত। এই ম্যাচেই বৃষ্টি চোখ রাঙাতে পারে বলে মনে করা হচ্ছে। কারণ বেশ কয়েক দিন ধরেই তিরুবনন্তপুরমে বৃষ্টি চলছে। ফলে ভারত-নেদারল্যান্ডস ম্যাচেও বৃষ্টি চাপে ফেলতে পারে দুই দলকে।
আবহাওয়া দফতর সূত্রে খবর, তিরুবনন্তপুরে বেলা বাড়তেই বৃষ্টি শুরু হবে। সেক্ষেত্রে দুপুর ২ টো থেকে ম্যাচ শুরু হওয়া কথা থাকলেও তখন আদৌ শুরু করা সম্ভব হবে কিনা তা সময় বলবে। যদিও বিকালের দিকে বৃষ্টির সেই রকম কোনও সম্ভাবনা নেই। তবে আকাশে মেঘ থাকবে। মেঘ জমে হালকা বৃষ্টি হলেও হতে পারে। তবে গুয়াহাটির মতো পরিস্থিতি এই ম্যাচ হবে না বলেই মনে করা হচ্ছে।
যদিও এই মুহূর্তে বেশ ছন্দেই রয়েছে টিম ইন্ডিয়া। সদ্য শেষ হওয়া অস্ট্রেলিয়া সিরিজ তারা জিতেছে। তার কয়েক দিন আগেই এশিয়া কাপ। সেদিক থেকে দেখতে গেলে এই মুহূর্তে বেশ ছন্দেই রয়েছে রাহুল দ্রাবিড়ের শিষ্যরা। তবে বিশ্বকাপের মূল পর্বে নামার আগে রোহিতদের কাছে এটাই শেষ প্রস্তুতি ম্যাচ। দুটি ম্যাচের মধ্যে একটি ম্যাচ ভেস্তে গিয়েছে। আজ শেষ প্রস্তুতি ম্যাচে নামছে। স্বাভাবিক ভাবেই নিজেদের ভালো ভাবে প্রস্তুতি করতে চায় টিম ইন্ডিয়া। তবে এই ম্যাচেও ভিলেন হয়ে দাঁড়াতে পারে বৃষ্টি।
কেমন হতে পারে তিরুবনন্তপুরমের পিচ?
তিরুবনন্তপুরমের গ্রিনফিল্ড স্টেডিয়ামে আগাগোড়াই সাহায্য পেয়ে থাকেন বোলাররা। তবে অনেক ক্ষেত্রেই দেখা গিয়েছে এই মাঠেই ক্রিকেটারদের বড় রান করতে। এখনও পর্যন্ত বিশ্বকাপের হাতে গোনা প্রস্তুতি ম্যাচ হয়েছে। তার মধ্যে অধিকাংশ ম্যাচেই ব্যাটাররা রান পেয়েছেন। এমনকী দলও বড় রান পেয়েছে।
সেদিক থেকে দেখতে গেলে এই ম্যাচেও তেমনটাই দেখা যেতে পারে। অর্থাৎ যদি বৃষ্টি না হয়, প্রথমে ব্যাটিং করতে পারলে ব্যাটাররা রান পেতে পারেন। ফলে বড় রান ওঠার সম্ভাবনা রয়েছে। আর যদি বৃষ্টি হয়, সেক্ষেত্রে বড় রান তোলা কঠিন হতে পারে বলে মনে করছে ক্রিকেট মহল। কারণ পিচে আদ্রতা থাকবে। ফলে বোলাররা সাহায্য পাবেন। এখন এটাই দেখার বৃষ্টি আদৌ হয় কিনা এই ম্যাচে।