আবদার রাখতে পারেন, যিদি মেলে ভিসা। ইডেনে অনুরাগীদের এমনটাই জানিয়ে গেলেন মহম্মদ রিজওয়ান। কলকাতার ইডেন গার্ডেন্সে ইংল্যান্ডের বিরুদ্ধে লিগের ম্যাচে হার দিয়ে এবারের মতো বিশ্বকাপ অভিযান শেষ করে পাকিস্তান। ব্যর্থতা সঙ্গে নিয়ে বাবর আজমরা দেশে ফিরলেও ভারতীয় অনুরাগীদের ভালোবাসাই সব থেকে বড় প্রাপ্তি হতে পারে পাকিস্তান ক্রিকেট দলের।
বিশ্বকাপ খেলতে ভারতের পা দেওয়ার পর থেকে এদেশের আতিথেয়তায় আপ্লুত দেখায় পাক ক্রিকেটারদের। হায়দরাবাদ থেকে কলকাতা, যেখানেই খেলতে নেমেছে পাকিস্তান ক্রিকেট দল, গ্যালারির সমর্থন পেয়েছে বিস্তর। পাক তারকারা নিজেরাই স্বীকার করেছেন যে, ভারতে এসে মনেই হয়নি তাঁরা বিদেশে খেলছেন। বরং হায়দরাবাদকে একসময় লাহোর-ইসলামাবাদ বলে মনে হচ্ছিল তাঁদের।
অনুরাগীদের পালটা উপহার দিতে ভোলেননি পাক ক্রিকেটাররা। দেদার বিলিয়েছেন অটোগ্রাফ। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিয়ো ছড়িয়ে পড়ে, যেখানে ইডেনে গার্ডেন্সে অনুরাগীদের অটোগ্রাফ দিতে দেখা যায় রিজওয়ানকে। পাক তারকার কাছে এক ক্রিকেটপ্রেমীকে ফের ভারতে এসে ক্রিকেট খেলার অনুরোধ করতে শোনা যায়। সংশ্লিষ্ট অনুরাগীকে বলতে শোনা যায় যে, ‘আপনারা ভারতে আসবেন মাঝে মাঝে।’ জবাবে রিজওয়ান বলেন, ‘আপনারা যদি ভিসা দেন তবেই না আসব।’
উল্লেখ্য, পাকিস্তান এবার নেদারল্যান্ডস ও শ্রীলঙ্কার বিরুদ্ধে জোড়া জয় দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করে। তবে তৃতীয় ম্যাচে ভারতের কাছে পরাজিত হওয়ার পরেই খেই হারান বাবর আজমরা। শেষমেশ ৯ ম্যাচে ৪টি জয়-সহ ৮ পয়েন্ট নিয়ে বিশ্বকাপের গ্রুপ লিগ থেকেই বিদায় নিতে হয় তাঁদের।
শ্রীলঙ্কা ও নেদারল্যান্ডস ছাড়াও পাকিস্তান এবার বিশ্বকাপে হারিয়ে দেয় বাংলাদেশ ও নিউজিল্যান্ডকে। যদিও কিউয়িদের হারাতে ভাগ্যের সাহায্য পান বাবর আজমরা। পাকিস্তান বিশ্বকাপে পরাজিত হয় ভারত, অস্ট্রেলিয়া, আফগানিস্তান, দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ডের কাছে। এই প্রথমবার বিশ্বকাপের একটি আসরে ৫টি ম্যাচ হারার হতাশাজনক নজির গড়ে পাকিস্তান।
এবারের বিশ্বকাপে পাকিস্তানের হয়ে সব থেকে বেশি রান করেন মহম্মদ রিজওয়ান। তিনি ৮টি ইনিংসে ব্যাট করতে নেমে ৩৯৫ রান সংগ্রহ করেন। ১টি সেঞ্চুরি ও ১টি হাফ-সেঞ্চুরি করেন রিজওয়ান। বাবর আজম করেন ৯ ম্যাচে ৩২০ রান। তিনি ৪টি হাফ-সেঞ্চুরি করেছেন। সব থেকে বেশি উইকেট নিয়েছেন শাহিন আফ্রিদি। ৯ ম্যাচে ১৮টি উইকেট সংগ্রহ করেছেন তিনি। ৯ ম্যাচে ১৬টি উইকেট নিয়েছেন হ্যারিস রউফ।