শেষ মুহূর্ত পর্যন্ত উৎকণ্ঠায় থাকার পরে অবশেষে ভিসা সমস্যা মিটে গেল পাকিস্তানের। আইসিরি তরফে নিশ্চিত করা হয়েছে যে, বিশ্বকাপ খেলতে ভারতে আসার জন্য পাকিস্তান ক্রিকেট দলের ভিসা মঞ্জুর করেছে ভারত সরকার।
বুধবার দুবাই হয়ে ভারতে পা দেওয়ার কথা বাবর আজমদের। ৪৮ ঘণ্টা আগেও ভিসা না পেয়ে আইসিসির দ্বারস্ত হয় ক্ষুব্ধ পিসিবি। ভিসা মঞ্জুরিতে দেরি হওয়ার কারণে পাকিস্তান ক্রিকেট দলকে আমিরশাহিতে টিম বন্ডিং সেশনের পরিকল্পনা বাতিল করতে হয়। আইসিসি কাছে লিখিতভাবে বিষয়টি উপস্থাপন করার কয়েক ঘণ্টার মধ্যেই পাকিস্তান দল সবুজ সংকেত পেয়ে যায় ভারত সরকারের।
যদিও পাক তারকারা তড়িঘড়ি ভিসা হাতে পাননি। স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে ভিসা ইস্যু করার জন্য নিরাপত্তাজনীত ছাড়পত্র দেওয়া হয়েছে বলে খবর ইএসপিএন-ক্রিকইনফোর। অর্থাৎ, সবুজ সংকেত মিললেও প্রক্রিয়া এখনও শেষ হয়নি।
সোমবারই পাকিস্তান ক্রিকেট বোর্ডের তরফে আইসিসির কাছে লিখিত নালিশ করা হয়। অন্য কোনও দলের ভিসা অনুমোদনে কালবিলম্ব না হলেও পাকিস্তান ক্রিকেট দলের সঙ্গে এমন আচরণ মেনে নেওয়া হবে না বলে কার্যত হুঁশিয়ারিও দেওয়া হয়। পিসিবির তরফে বিষয়টিতে আইসিসির হস্তক্ষেপের দাবি জানানো হয়। উল্লেখ্য, গত জুলাইয়ে ডারবানে আইসিসির বার্ষিক সভায় বিসিসিআইয়ের তরফে আশ্বাস দেওয়া হয়েছিল যে, বিশ্বকাপ খেলতে ভারতে আসার জন্য পাকিস্তান ক্রিকেট দলের হাতে যথা সময়ে ভিসা পৌঁছে যাবে।
এদিকে বিসিসিআইয়ের তরফে বিজ্ঞপ্তি জারি করে নিশ্চিত করা হয়েছে যে, নিউজিল্যান্ডের বিরুদ্ধে পাকিস্তানের প্রস্তুতি ম্যাচটি দর্শকশূন্য স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। আগামী ২৯ সেপ্টেম্বর হায়দরাবাদের রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে অনুষ্ঠিত হওয়ার কথা ম্যাচটি।
হায়দরাবাদ পুলিশের তরফে আগেই জানিয়ে দেওয়া হয়েছিল, গণেশ বিসর্জন ও নবি দিবসের জন্য পাকিস্তানের প্রস্তুতি ম্যাচটিতে নিরাপত্তা দেওয়া সম্ভব হবে না তাদের পক্ষে। হায়দারাবাদ ক্রিকেট সংস্থার তরফে বিষয়টি জানানো হয় বিসিসিআইকে। ম্যাচটি যে রুদ্ধদ্বার স্টেডিয়ামে খেলা হবে, তা স্থির হয় আগেই। সোমবার ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফে সরকারিভাবে সিলমোহর দেওয়া হয় সেই সম্ভাবনায়।
ইতিমধ্যেই প্রস্তুতি ম্যাচটি দেখার জন্য টিকিট কেটে ফেলা ক্রিকেটপ্রেমীরা সঙ্গত কারণেই দুশ্চিন্তায় পড়ে গিয়েছিলেন। ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফে তাঁদের আশ্বস্ত করা হয়। বিজ্ঞপ্তিতে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়, টিকিটের পুরো টাকা তাঁদের ফিরিয়ে দেওয়া হবে। যদিও কবে ও কীভাবে ফেরানো হবে টিকিটমূল্য, সে বিষয়ে আলাদা করে কিছু জানানো হয়নি।