বেজে গিয়েছে বিশ্বকাপের ঘন্টা। ইতিমধ্যেই চলছে ওয়ার্ম ম্যাচ পর্ব। তার মধ্যেই টিম ইন্ডিয়ার স্কোয়াড নিয়ে ফের মুখ খুললেন ভারতীয় ক্রিকেটের প্রাক্তন তারকা যুবরাজ সিং। এদিন আসন্ন বিশ্বকাপে অক্ষর প্যাটেলের জায়গায় অশ্বিনকে নেওয়া নিয়ে বড়ো মন্তব্য করলেন তিনি। বিশ্বকাপের প্রাথমিক দলে অক্ষর প্যাটেল থাকলেও চূড়ান্ত দলে রাখা হয়নি। কারণ তিনি এই মুহূর্তে চোটের কবলে রয়েছেন। ফলে বিশ্বকাপে তিনি খেলতে পারবেন না। তার জায়গায় দলে এসেছেন অশ্বিন।
দিল্লিতে একটি অনুষ্ঠানে গিয়ে যুবরাজ বলেন, 'দলে অক্ষর প্যাটেল না থাকায় এখন চিন্তার বিষয় কে ৭ নম্বর পজিশনে ব্যাট করবে। যদি ওয়াশিংটন সুন্দর খেলতো তাহলে টিম ইন্ডিয়া আরেকটা বাঁ-হাতি ব্যাটার পেতো। কিন্তু দুঃখের বিষয় ওকে নেওয়া হয়নি। এবং যুজবেন্দ্র চাহালকেও নেওয়া হয়নি। তাছাড়া দেখতে গেলে দলের কম্বিনেশন খুবই ভালো।'
এখানেই শেষ নয়। বরাবরই চার নম্বর পজিশনে কে ব্যাট করবে তা নিয়ে সমস্যা ছিল টিম ইন্ডিয়ার। এবারেও সেই সমস্যা নিয়েই টিম ইন্ডিয়া বিশ্বকাপের ময়দানে নামবে। এবং সেই বিষয়েও টিম ইন্ডিয়াকে সতর্ক করলো যুবরাজ সিং। তিনি মনে করেন কেএল রাহুল এবং শ্রেয়স আইয়ারের মধ্যে যেই চার নম্বর পজিশনে ব্যাট করুক না কেন টিম ম্যানেজমেন্টের উচিত সেটা নিয়ে বেশি পরীক্ষা-নিরীক্ষা না করা। প্রাক্তন তারকা বলেন, ‘দেখুন কেএল রাহুল আর শ্রেয়সের মধ্যে যেই ব্যাট করুক না কেন চার নম্বর পজিশনে, সেটা নিয়ে বেশি পরীক্ষা করা উচিত নয়। কারণ দু’জনেই চোট সারিয়ে দলে জায়গা করেছেন। আর দু'জনেরই রান করতে হলে ক্রীজে সময় কাটাতে হবে।'
প্রসঙ্গত, সম্প্রতি বর্তমানে ভারতীয় ক্রিকেটের নক্ষত্র এবং ওপেনার শুভমন গিলের প্রশংসা করেন যুবরাজ সিং। তিনি মনে করেন এই প্রজন্মের সেরা ক্রিকেটার হওয়ার মতো ক্ষমতা আছে শুভমন গিলের। গিলকে নিয়ে তিনি বলেন, 'গিল একজন অত্যন্ত সাহসী খেলোয়াড় এবং এই মুহূর্তে ও যা ফর্মে রয়েছে তাতে যে কোনও বিধ্বংসী বোলারকে চাপে ফেলে দিতে পারে এবং অস্ট্রেলিয়া বা দক্ষিণ আফ্রিকাতেও যেমন রান পেয়েছে, এমনি ইংল্যান্ডেও রান পাবে গিল।'
উল্লেখ্য, ২০১১ বিশ্বকাপের বিজয়ী দলের সদস্য ছিল যুবরাজ সিং। তিনি ব্যাট হাতে রান এবং বল হাতে উইকেট নিয়েছিলেন টিম ইন্ডিয়ার হয়ে এবং যে দলকে সাহায্য করেছিলেন। ভারতের বিশ্বকাপ জয়ের পিছনে পিছনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তিনি। এবার দেখার বিষয় কে এই বিশ্বকাপে যুবরাজ সিংয়ের ভূমিকা পালন করতে পারে এবং দলকে বিশ্বকাপ জেতাতে পারে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড বিস্তারিত ক্রীড়াসূচি - এর জন্য চোখুন HT Bangla - তে