বাংলা নিউজ > ক্রিকেট > World Record: টানা ১৪ বলে চার-ছক্কা, পাওয়ার প্লে-তেই বিশ্বরেকর্ড অস্ট্রেলিয়ার, হেড-মার্শের তাণ্ডবে বিধ্বস্ত স্কটল্যান্ড

World Record: টানা ১৪ বলে চার-ছক্কা, পাওয়ার প্লে-তেই বিশ্বরেকর্ড অস্ট্রেলিয়ার, হেড-মার্শের তাণ্ডবে বিধ্বস্ত স্কটল্যান্ড

হেড-মার্শের তাণ্ডবে পাওয়ার প্লে-তেই বিশ্বরেকর্ড অজিদের। ছবি- এএফপি।

Scotland vs Australia 1st T20I: স্কটল্যান্ডের বিরুদ্ধে সিরিজের প্রথম টি-২০ ম্যাচে মাত্র ১৭ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন ট্র্যাভিস হেড।

এ বলে আমায় দেখ, ও বলে আমায়। স্কটল্যান্ডের বিরুদ্ধে সিরিজের প্রথম টি-২০ ম্যাচে দুই অজি তারকা যে রকম চার-ছক্কা মারার পারস্পরিক প্রতিযোগিতায় নামেন, তা এককথায় নজিরবিহীন। শেষমেশ এই লড়াইয়ে ক্যাপ্টেন মিচেল মার্শকে পিছনে ফেলে দেন ওপেনার ট্র্য়াভিস হেড।

দুই ব্যাটারের ধুন্ধুমার ব্যাটিংয়ে অস্ট্রেলিয়া ২০ ওভারের ম্যাচ জিতে যায় ১০ ওভারের মধ্যেই। সেই সঙ্গে অস্ট্রেলিয়া এমন এক কাণ্ড ঘটায়, আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটের ইতিহাসে যা আগে কখনও দেখা যায়নি। সেদিক থেকে বিরল বিশ্বরেকর্ড গড়ে অস্ট্রেলিয়া।

বুধবার এডিনবার্গে টস হেরে শুরুতে ব্যাট করতে নামে স্কটল্যান্ড। তারা নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটের বিনিময়ে ১৫৪ রান তোলে। জর্জ মুনসি ২৮, ব্র্যান্ডন ম্যাকমুলেন ১৯, রিচি বেরিংটন ২৩, ম্যাথিউ ক্রস ২৭, মার্ক ওয়াট ১৬ ও জ্যাক জার্ভিস ১০ রান করেন।

অস্ট্রেলিয়ার হয়ে ৩৯ রানে ৩ উইকেট নেন শন অ্যাবট। ২টি করে উইকেট নেন জেভিয়ার বার্টলেট ও অ্যাডাম জাম্পা। ১টি করে উইকেট দখল করেন রিলি মেরেডিথ ও ক্যামেরন গ্রিন। উইকেট পাননি মার্কাস স্টইনিস।

আরও পড়ুন:- Rinku Singh Takes 3 Wickets: রিঙ্কু সিংয়ের এক ওভারে ৩ উইকেটেই ঘুরে গেল ম্যাচ, হারতে হারতে জিতল KKR তারকার দল

অস্ট্রেলিয়ার হয়ে এই ম্যাচে টি-২০ অভিষেক হয় জ্যাক ফ্রেজার ম্যাকগার্কের। তিনি নিজের প্রথম ম্যাচে শূন্য রানে আউট হন। প্রথম ওভারেই উইকেট খোয়ানো অস্ট্রেলিয়া এর পরে রীতিমতো ঝড় তোলে। তারা ৬ ওভারের পাওয়ার প্লে-তে ১ উইকেটের বিনিময়ে ১১৩ রান তুলে ফেলে। আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে পাওয়ার প্লে-তে তোলা সব থেকে বেশি রানের বিশ্বরেকর্ড এটি।

এর আগে এই রেকর্ড ছিল দক্ষিণ আফ্রিকার। তারা ২০২৩ সালে সেঞ্চুরিয়নে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে পাওয়ার প্লে-তে কোনও উইকেট না হারিয়ে ১০২ রান তোলে।

আরও পড়ুন:- ICC Test Ranking Updates: টেস্ট ব়্যাঙ্কিংয়ে সেরা দশের বাইরে ছিটকে গেলেন বাবর-আফ্রিদি, বিরাট লাফ লিটন দাসের, অশ্বিন একেই

ট্র্যাভিস হেড ইনিংসের তৃতীয় ওভারে ২টি চার ও ২টি ছক্কা মারেন। চতুর্থ ওভারের শেষ ২টি বল এবং ষষ্ঠ ওভারের ৬টি বলকে একটানা মাঠের বাইরে পাঠান হেড। অর্থাৎ, তিনি টানা ৮টি বলে বাউন্ডারি মারেন। চতুর্থ ওভারের শেষ ২টি বলে যথাক্রমে ৬ ও ৪ মারেন হেড। ষষ্ঠ ওভারে ব্র্যাড হোয়েলের ৬টি বলে যথাক্রমে ৪, ৬, ৪, ৪, ৪ ও ৪ রান সংগ্রহ করেন তিনি।

হেড ৮টি চার ও ৩টি ছক্কার সাহায্যে মাত্র ১৭ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন। তিনি শেষমেশ ২৫ বলে ৮০ রানের ধুমধাড়াক্কা ইনিংস খেলে সাজঘরে ফেরেন। মারেন ১২টি চার ও ৫টি ছক্কা।

আরও পড়ুন:- ২০২৪-এ ক্রিকেটারদের মধ্যে সব থেকে বেশি আয়কর দিয়েছেন কোহলি, সেরা ৫-এ রয়েছেন কারা?

মাঝে ইনিংসের পঞ্চম ওভারে জ্যাক জার্ভিসের ৬টি বলে যথাক্রমে ৬, ৬, ৪, ৬, ৪ ও ৪ রান সংগ্রহ করেন মার্শ। সেই ওভারে ৩০ রান ওঠে। ৩.৫ ওভার থেকে ৫.৬ ওভার পর্যন্ত টানা ১৪টি বলে বাউন্ডারি মারেন অস্ট্রেলিয়ার দুই ব্যাটার। এই ১৪টি বলে ৫টি ছক্কা ও ৯টি চার মারেন হেড ও মার্শ।

মিচেল মার্শ শেষ পর্যন্ত ১২ বলে ৩৯ রান করে আউট হন। তিনি ৫টি চার ও ৩টি ছক্কা মারেন। ১৩ বলে ২৭ রান করে অপরাজিত থাকেন জোশ ইংলিস। তিনি ৩টি চার ও ১টি ছক্কা মারেন। ১টি ছক্কার সাহায্যে ৫ বলে ৮ রান করে নট-আউট থাকেন মার্কাস স্টইনিস।

অস্ট্রেলিয়া ৯.৪ ওভারে ৩ উইকেটের বিনিময়ে ১৫৬ রান তুলে ম্যাচ জিতে যায়। ৬২ বল বাকি থাকতে ৭ উইকেটে ম্যাচ জিতে ৩ ম্যাচের টি-২০ সিরিজে ১-০ লিড নেয় তারা। ম্যাচের সেরা হন হেড।

ক্রিকেট খবর

Latest News

'দরজা ভেঙে ঘুমন্ত কলেজ ছাত্রীকে তুলে নিয়ে গিয়েছে পুলিশ', দাবি দীপ্সিতার, কেন? ৪৫ রানে অল-আউট থেকে শেষ বলের থ্রিলারে জয়, ইংল্যান্ডকে হারিয়ে ইতিহাস আইরিশদের একটা সময় ৩ শিফটে ৩ টে ছবির কাজ করেছেন অমিতাভ! KBC-তে বললেন, ‘টানা ২৩ ঘণ্টা…’ SRK-কে দেখার আশায় মন্নতের সামনে ৩৫দিন অপেক্ষারত ১ব্যক্তি!ভক্তকে দেখা দিলেন কিং? রাজেশ খান্নার সঙ্গে একটা সময়ের পর আর কাজ করা যেত না! দাবি জাভেদ আখতারের মোদীর সমালোচনা করায় ইস্তফা মলদ্বীপের দুই মন্ত্রীর, ভারত সফরে আসবেন মুইজ্জু প্রধান বিচারপতির বাসভবনে গণেশ পুজোয় আরতি করলেন মোদী, দেখুন Video তর্ক করতে আসা ল্যাবুশানকে ভাগিয়ে দিলেন আম্পায়াররা, নির্বাসিত হতে পারেন মার্নাস আজ শুরু মহালক্ষ্মী ব্রত, অর্থ সংকট দূর করতে কী করবেন জেনে নিন সিবিআই দফতরে রাজ্য পুলিশের কর্তা, সেই ডিসি নর্থ! বেরোলেন ঘণ্টাখানেক পরে

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.