হার্দিক পান্ডিয়া মাঠে নামেননি। ব্যাট করতে নামেননি ক্যাপ্টেন ক্রুণাল পান্ডিয়া। তা সত্ত্বেও টি-২০ ক্রিকেটে দুর্দান্ত বিশ্বরেকর্ড গড়ল বরোদা। বৃহস্পতিবার সিকিমের বিরুদ্ধে সৈয়দ মুস্তাক আলি ট্রফির ম্যাচে বিশাল ইনিংস গড়ে ইতিহাসে নাম নিখিয়ে নেয় তারা।
ঘরোয়া ও আন্তর্জাতিক মিলিয়ে টি-২০ ক্রিকেটের ইতিহাসে সব থেকে বেশি রানের দলগত ইনিংসের বিশ্বরেকর্ড গড়ে বরোদা। তারা ভেঙে দেয় জিম্বাবোয়ের নজির। বৃহস্পতিবার ইন্দোরে সিকিমের বিরুদ্ধে সৈয়দ মুস্তাক আলি ট্রফির ম্যাচে ২০ ওভারে ৫ উইকেটের বিনিময়ে ৩৪৯ রানের বিশাল ইনিংস গড়ে তোলে বরোদা।
এতদিন টি-২০ ক্রিকেটে সব থেকে বড় রানের দলগত ইনিংস ছিল জিম্বাবোয়ের। তারা এবছরেই (২০২৪ সালে) গাম্বিয়ার বিরুদ্ধে ৪ উইকেটে ৩৪৪ রান সংগ্রহ করে। সুতরাং, বৃহস্পতিবার জিম্বাবোয়ের সেই ইনিংসকে পিছনে ফেলে দেয় বরোদা।
টি-২০ ক্রিকেটে সব থেকে বেশি রানের দলগত ইনিংস
১. বরোদা- ৫ উইকেটে ৩৪৯ রান (বনাম সিকিম, ২০২৪)।
২. জিম্বাবোয়ে- ৪ উইকেটে ৩৪৪ রান (বনাম গাম্বিয়া, ২০২৪)।
৩. নেপাল- ৩ উইকেটে ৩১৪ রান (বনাম মঙ্গোলিয়া, ২০২৩)।
৪. ভারত- ৬ উইকেটে ২৯৭ রান (বনাম বাংলাদেশ, ২০২৪)।
৫. সানরাইজার্স হায়দরাবাদ- ৩ উইকেটে ২৮৭ রান (বনাম আরসিবি, ২০২৪)।
ব্যাট হাতে তাণ্ডব ভানু, বিষ্ণু, শিবালিক, অভিমন্যুসিংদের
সিকিমের বিরুদ্ধে এই ম্যাচে ভানু পানিয়া ৩টি চার ও ৫টি ছক্কার সাহায্যে ২০ বলে হাফ-সেঞ্চুরির গণ্ডি টপকান। তিনি ব্যক্তিগত শতরান পূর্ণ করেন মাত্র ৪২ বলে। সাহায্য নেন ৫টি চার ও ১০টি ছক্কার। শেষমেশ ৫১ বলে ১৩৪ রান করে অপরাজিত থাকেন ভানু। মারেন ৫টি চার ও ১৫টি ছক্কা।
অভিমন্যুসিং রাজপুত ৪টি চার ও ৫টি ছক্কার সাহায্যে মাত্র ১৪ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন। তিনি ১৭ বলে ৫৩ রান করে সাজঘরে ফেরেন। শিবালিক শর্মা ৩টি চার ও ৬টি ছক্কার সাহায্যে ১৬ বলে ব্যক্তিগত অর্ধশতরান পূর্ণ করেন। তিনি ১৭ বলে ৫৫ রান করে মাঠ ছাড়েন।
বিষ্ণু সোলাঙ্কি ২টি চার ও ৬টি ছক্কার সাহায্যে ১৫ বলে ৫০ রানের গণ্ডি টপকান। তিনি ১৬ বলে ৫০ রান করে আউট হয়ে বসেন। এছাড়া ৪টি চার ও ৪টি ছক্কার সাহায্যে ১৬ বলে ৪৩ রান করে মাঠ ছাড়েন শাশ্বত রাওয়াত।
বিরাট জয় বরোদার
পালটা ব্যাট করতে নেমে সিকিম ২০ ওভারে ৭ উইকেটের বিনিময়ে মাত্র ৮৬ রান সংগ্রহ করে। ২৬৩ রানের বিশাল ব্যবধানে ম্যাচ জেতে বরোদা। ক্রুণাল পান্ডিয়া ৪ ওভারে ২টি মেডেন-সহ মাত্র ৮ রানের বিনিময়ে ১টি উইকেট দখল করেন। ম্যাচের সেরা হন ভানু।