যে নিউজিল্যান্ডের কাছে হোয়াইটওয়াশের জেরে কাজটা কঠিন হয়েছিল, সেই কিউয়িরাই ‘লাইফলাইন’ দিল ভারতকে। ইংল্যান্ডের বিরুদ্ধে নিউজিল্যান্ড প্রথম টেস্টে হেরে যাওয়ার ফলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছানোর ক্ষেত্রে ভারতের কাজটা কিছুটা সহজ হল। একেবারে জলের মতো সোজা না হলেও কিছুটা স্বস্তি পাবে ভারত। এমনকী অস্ট্রেলিয়ায় একটি টেস্টে হারলেও বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছে যেতে পারবে। আর কোন অঙ্কে সেটা সম্ভব হবে, সেটা পুরোটা দেখে নিন।
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকা
অস্ট্রেলিয়ায় ৩-০ ব্যবধানে জিতলেই ফাইনালে ভারত
আপাতত যা পরিস্থিতি, তাতে ভারত যদি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৫-০ বা ৪-১ বা ৪-০ বা ৩-০ ব্যবধানে জেতে, তাহলে অন্য কোনও দলের দিকে না তাকিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছে যেতে পারবে। ভারত যদি অস্ট্রেলিয়া সিরিজে ৩-০ ব্যবধানে জেতে, ভারতের পয়েন্ট পার্সেন্টেজ হবে ৬২.২২ শতাংশ। ভারতের থেকে বেশি পার্সেন্টেজ হতে পারে শুধুমাত্র দক্ষিণ আফ্রিকা। স্বভাবতই ৩-০ ব্যবধানে অস্ট্রেলিয়া জিতলেই ভারত বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছে যাবে।
ভারত ৩-১ ব্যবধানে জিতলে কীভাবে পৌঁছাবে ফাইনালে?
১) ভারত যদি ৩-১ ব্যবধানে জেতে, তাহলে পয়েন্ট পার্সেন্টেজ দাঁড়াবে ৬০.৫২ শতাংশ। অজিদের পয়েন্ট পার্সেন্টেজ ৫৮.৭৭ শতাংশ হবে (শ্রীলঙ্কার বিরুদ্ধে দুটি টেস্টে জিতবে ধরে)। আর সেক্ষেত্রে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছে যাবে দক্ষিণ আফ্রিকা এবং ভারত।
২) অস্ট্রেলিয়া যদি শ্রীলঙ্কার কাছে ০-২ ব্যবধানে হেরে যায়, তাহলে অঙ্কটা জটিল হয়ে যাবে। কারণ শ্রীলঙ্কা যদি দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধেও শেষ টেস্টে জিতে যায়, তাহলে দ্বীপরাষ্ট্রের পিসিটি হবে ৬১.৫৩ শতাংশ। আর দক্ষিণ আফ্রিকা যদি পাকিস্তানকে হারিয়ে দেয়, তাহলে প্রোটিয়াদের পিসিটি ৬১.১১ শতাংশ হবে। তাই ভারতীয়দের প্রার্থনা করতে হবে যে শ্রীলঙ্কার বিরুদ্ধে শেষ টেস্টে যেন হেরে যায় অথবা পাকিস্তানের কাছে একটি টেস্টে যেন হেরে যায় দক্ষিণ আফ্রিকা।
আরও পড়ুন: PMXI vs IND: ৬ বলে চার উইকেট! হর্ষিতের আগুনের বোলিংয়ের সামনে ধ্বংস হয়ে গেল অজি ব্যাটিং লাইনআপ
৩-২ ব্যবধানে জিতলে কীভাবে ফাইনালে পৌঁছাবে ভারত?
ভারত যদি ৩-২ ব্যবধানে জেতে, তাহলে পিসিটি দাঁড়াবে ৫৮.৭৭ শতাংশ। তখন প্রচুর অঙ্কের উপরে নির্ভর করতে হবে টিম ইন্ডিয়াকে।
১) দক্ষিণ আফ্রিকা তিনটি টেস্টেই জিতল, শ্রীলঙ্কা দুটি টেস্টে জিতল: সেক্ষেত্রে প্রোটিয়াদের পিসিটি হবে ৬৯.৪৪ শতাংশ। আর শ্রীলঙ্কা ৫৩ শতাংশের আশপাশে থাকবে। সেক্ষেত্রে ফাইনালে উঠে যাবে ভারত এবং দক্ষিণ আফ্রিকা।
আরও পড়ুন: প্রধানমন্ত্রী একাদশের বিরুদ্ধে জয়ের পরেও ব্যাটিং ভারতের! কেন এমন করলেন রোহিতরা?
২) তিনটি টেস্টেই জিতল শ্রীলঙ্কা: সেক্ষেত্রে শ্রীলঙ্কার পিসিটি ৬১.৫৩ শতাংশ হবে। আর দক্ষিণ আফ্রিকা বাকি দুটি টেস্টে জিতে যায়, তাহলে পিসিটি হবে ৬১.১১ শতাংশ। তাই ওরকম পরিস্থিতি তৈরি হলে পাকিস্তানের সাহায্য লাগবে ভারতের। পাকিস্তান যদি দক্ষিণ আফ্রিকার সঙ্গে একটি টেস্টও ড্র করে দিতে পারে, তাহলে প্রোটিয়াদের পিসিটি হবে ৫৮.৩৩ শতাংশ।