গুজরাট জায়ান্টসের ক্যাপ্টেন অ্যাশলে গার্ডনারের ব্যাট এবং বল হাতে দুর্দান্ত পারফরম্যান্স। ইউপি ওয়ারিয়র্সকে ৬ উইকেটে হারিয়ে দিল গুজরাট। এর ফলে চলতি উইমেন্স প্রিমিয়ার লিগ ২০২৫-এ নিজেদের প্রথম জয় নিশ্চিত করল গুজরাট জায়ান্টস। রবিবার, ১৮ ফেব্রুয়ারি উইমেন্স প্রিমিয়ার লিগ ২০২৫-এর তৃতীয় ম্যাচে গুজরাট জায়ান্টসের মুখোমুখি হয়েছিল ইউপি ওয়ারিয়র্স।
এই ম্যাচে অ্যাশলে গার্ডনার প্রথমে কোটার চার ওভার বল করে ৩৯ রান খরচ করে ২ উইকেট শিকার করেছিলেন। বোলিংয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার পরে ব্যাট হাতে ৩২ বলে ৫২ রানের ঝোড়ো ইনিংস খেলেন তিনি। এবং এদিনের জয়ের পিছনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। এটি ছিল অ্যাশলে গার্ডনারের টানা দ্বিতীয় অর্ধশতক। গুজরাট জায়ান্টস, চলতি লিগের প্রথম ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর কাছে পরাজিত হয়েছিল, এবারের উইপিএলে তাদের প্রথম জয় নিশ্চিত করল গুজরাট। এই সময়ে ম্যাচে বেশ কিছু দুরন্ত ক্যাচও দেখা যায়।
প্রথম ইনিংস: ইউপি ওয়ারিয়র্সের সংগ্রাম
টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয় গুজরাট। তাদের স্পিনার প্রিয়া মিশ্রা ৪ ওভারে মাত্র ২৫ রান খরচ করে ৩টি গুরুত্বপূর্ণ উইকেট নিয়ে নজর কেড়েছেন। অধিনায়ক গার্ডনার, দিয়ান্দ্রা ডটিন (২/৩৪), এবং কাশভী গৌতম (১/১৫) বল হাতে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে ইউপি ওয়ারিয়র্সকে ৯ উইকেটে ১৪৩ রানে সীমাবদ্ধ করতে সফল হন।
ইউপি ওয়ারিয়র্সের হয়ে অধিনায়ক দীপ্তি শর্মা ২৭ বলে ৩৯ রান করেন, উমা চেত্রি করেন ২৪ রান ও শ্বেতা সেহরাওয়াত ১৬ রান করে মাঝের ওভারে দলকে কিছুটা ভরসা দেন। শেষে অ্যালানা কিং (১৯) ও সাইমা ঠাকুর (১৫) ১৩ বলে ২৬ রানের ঝোড়ো পার্টনারশিপ গড়ে দলকে ১৪০ রানের ওপারে নিয়ে যান।
কিন্তু ইউপি ওয়ারিয়র্স শুরু থেকেই চাপে পড়ে যায়। কিরণ নবগিরে ও বৃন্দা দীনেশ দ্রুত আউট হন ডটিন ও গার্ডনারের বলে। প্রথম তিন ওভারেই ইউপি ওয়ারিয়র্সে ২২/২ স্কোরে নেমে আসে। চেত্রি ও দীপ্তি চেষ্টা করলেও গুজরাটের আঁটসাঁট বোলিংয়ের কারণে প্রথম পাওয়ারপ্লেতে দলটি মাত্র ৪১ রান সংগ্রহ করে।
আরও পড়ুন… Champions Trophy 2025 শুরুর আগেই পাকিস্তান দলে খুশির খবর! সম্পূর্ণ সুস্থ টিমের গুরুত্বপূর্ণ পেসার
ডটিন ১১তম ওভারে চেত্রিকে আউট করে এই জুটি ভেঙে দেন। এরপর মিশ্রা এক ওভারেই তিন বলে দুটি উইকেট তুলে নেন, তাতে অস্ট্রেলিয়ান তারকা তাহিলা ম্যাকগ্রা ও গ্রেস হ্যারিস বিদায় নেন, ফলে ইউপি ওয়ারিয়র্সে ৭৮/৫ স্কোরে পরিণত হয়।
সেহরাওয়াত ও দীপ্তি ইনিংস মেরামতের চেষ্টা করলেও, গার্ডনারের দুর্দান্ত ক্যাচে দীপ্তি ফিরে গেলে ইউপিডব্লিউ ১৮তম ওভারে ১১৭/৮ হয়ে পড়ে। এর পরে দলটি ৯ উইকেট হারিয়ে স্কোর বোর্ডে ১৪৩ রান তোলে।
দ্বিতীয় ইনিংস: গার্ডনারের ঝোড়ো ব্যাটিংয়ে গুজরাটের সহজ জয়
১৪৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে গুজরাটের শুরুটা ভালো হয়নি। ওপেনার বেথ মুনি ও দয়ালন হেমলতা ফিরে গেলে দলটি মাত্র ২২ রানে ২ উইকেট হারিয়ে ফেলে। এই সময় অধিনায়ক গার্ডনার দায়িত্ব নেন এবং লরা উলভারডটের (২২) সঙ্গে ৫৫ রানের গুরুত্বপূর্ণ জুটি গড়েন। গার্ডনার ক্রান্তি গৌড়ের বলে টানা দুটি চার মারেন এবং এরপর সাইমা ঠাকুরের এক ওভারেই দুটি ছক্কা হাঁকান। সেই ওভারে উলভারডটও একটি ছক্কা মারেন, ফলে মাত্র ৬ ওভারেই গুজরাট ৪১/২ স্কোরে পৌঁছে যায়।
গার্ডনার ১২তম ওভারে তাহিলা ম্যাকগ্রার বলে আউট হওয়ার আগে ৫টি চার ও ৩টি ছক্কার সাহায্যে ৫২ রান করে ফেলেন। তবে তার আউটে ম্যাচের ফলাফলে তেমন প্রভাব পড়েনি। হরলিন দেওল (৩৪) ও ডটিন (৩৩) মাত্র ৩৭ বলে ৫৮ রানের ঝোড়ো পার্টনারশিপ গড়ে ১৮তম ওভারেই গুজরাটকে সহজ জয় এনে দেন। এই জয়ের ফলে গুজরাট জায়ান্টস উইপিএল ২০২৫-এ প্রথম জয় তুলে নিল।