গুজরাট জায়ান্টসকে ৪৭ রানে হারিয়ে ২০২৫ মহিলা প্রিমিয়ার লিগের ফাইনালে পৌঁছে গেল হরমনপ্রীত কৌরের মুম্বই ইন্ডিয়ান্স। প্রথমে ব্যাট করতে নেমে রেকর্ড রান করেছিল আরব সাগরের পাড়ের দলটি। সেই রান তাড়া করতে নেমে চার বল বাকি থাকতেই গুজরাটের ইনিংস গুটিয়ে দিয়ে বড় জয় ছিনিয়ে নিল মুম্বই ইন্ডিয়ান্স। এই নিয়ে দ্বিতীয় বার মহিলা প্রিমিয়ার লিগের ফাইনালে উঠল মুম্বই ইন্ডিয়ান্স। আর ফাইনালে তারা মুখোমুখি হবে দিল্লি ক্যাপিটালসের। দিল্লির দলটি লিগ টেবলের শীর্ষে শেষ করে সরাসরি ফাইনালে ওঠে।
সর্বোচ্চ স্কোরের নজির গড়ল মুম্বই
বৃহস্পতিবার মুম্বইয়ের ব্র্যাবোর্ন স্টেডিয়ামে গুজরাট জায়ান্টসের বিরুদ্ধে মহিলা প্রিমিয়ার লিগের এলিমিনেটর ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্স নিজেদের সর্বোচ্চ স্কোর করে নতুন রেকর্ড করেছে। তারা ৪ উইকেটে এদিন ২১৩ রান করে। এটি মহিলা প্রিমিয়ার লিগে মুম্বইয়ের সর্বোচ্চ স্কোর।
আরও পড়ুন: কেন রোহিত অবসর নেবেন? নিন্দুকদের মুখে ঝামা ঘষে ভারত অধিনায়ককে নিয়ে বড় দাবি করলেন প্রোটিয়া তারকা
এদিন টস জিতে মুম্বই ইন্ডিয়ান্সকে ব্যাট করতে পাঠিয়েছিল গুজরাট জায়ান্টস। শুরুতেই তারা একটি ধাক্কা খেয়েছিল। পঞ্চম ওভারের দ্বিতীয় বলে ইয়াস্তিকা ভাটিয়াকে ফেরান জিজি-র ড্যানিয়েল গিবসন। তখন মুম্বইয়ের স্কোর মাত্র ২৬। ইয়াস্তিকার সংগ্রহ ১৪ বলে ১৫। এর পরেই শুরু হয় হেইলি ম্যাথিউস এবং ন্যাট সিভার ব্র্যান্টের ঝড়। তাঁদের দুরন্ত পারফরম্যান্সের হাত ধরে রানের পাহাড়ে চড়ে মুম্বই ইন্ডিয়ান্স। দ্বিতীয় উইকেটে তাঁরা ১৩৩ রান যোগ করেন। এখানেই বদলে যায় পুরো ম্যাচের রং।
আরও পড়ুন: BCCI-এর কেন্দ্রীয় চুক্তি হারাতে পারে বেশ কিছু বড় নাম, ২ কোটির ক্ষতি হতে পারে রোহিত, জাদেজাদের
১০টি চার এবং তিনটি ছক্কার হাত ধরে ম্যাথিউস করেন ৫০ বলে ৭৭ রান। আর ন্যাট সিভার-ব্র্যান্ট করেন ৪১ বলে ৭৭ রান। তিনি হাঁকান ১০টি চার এবং ২টি ছয়। চারে নেমে হরমনপ্রীত কৌর চারটি ছক্কা এবং ২টি চারের হাত ধরে করেন ১২ বলে ৩৬ রান। ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ২১৩ রান করে মুম্বই ইন্ডিয়ান্স। গুজরাটের গিবসন ২ উইকেট নেন। কাশভি গৌতম এক উইকেট নেন।
আরও পড়ুন: IPL জয়ের পরেও যোগ্য স্বীকৃতি আমি পাইনি… KKR-এর অবহেলা নিয়ে অভিমানী শ্রেয়স
গুজরাটের ইনিংস
মুম্বইয়ের দেওয়া ২১৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে গুজরাট পুরো ওভারও খেলতে পারেনি। ১৯.২ ওভারে ১৬৬ রানে অলআউট হয়ে যায় তারা। ব্যাটের পর হেইলি ম্যাথিউস বল হাতেও সফল। পাশাপাশি গুজরাট তাড়াহুড়ো করতে গিয়ে যেমন ভুল করেছে, তেমনই ভালো ফিল্ডিং করেছে মুম্বই। গুজরাটের হয়ে সর্বোচ্চ রান করেছেন গিবসন। ২৪ বলে ৩৪ রান করেছেন তিনি। মেরেছেন পাঁচটি চার, একটি ছক্কা। এছাড়া ফোবি লিচফিল্ড করেছেন ২০ বলে ৩১ রান। ২০ ৩০ রান করেছেন ভারতী ফুলমালি। বাকিরা কেউ ২০ রানের গণ্ডিও টপকাতে পারেননি। ৪ বল বাকি থাকতেই ১৬৬ রানে অলআউট হয়ে যায় গুজরাট জায়ান্টস। সেই সঙ্গে তাদের প্রথম বার মহিলা প্রিমিয়ার লিগের স্বপ্নটাও ভেঙে চুরমার হয়ে যায়।
মুম্বইয়ের হয়ে ৩ উইকেট নিয়েছেন হেইলি ম্যাথিউস। ২ উইকেট নিয়েছেন অ্যামেলিয়া কের। ১টি করে উইকেট নিয়েছেন শবনিম ইসমাইল এবং ন্যাট সিভার-ব্র্যান্ট। ব্যাটে-বলে সফল হয় ম্যাচের সেরা হয়েছেন হেইলি।