উইমেন্স প্রিমিয়র লিগের প্রথম ২টি মরশুমে যে কৃতিত্ব কেউ অর্জন করতে পারেননি, ঠিক তেমনই নজির গড়লেন ন্যাট সিভার ব্রান্ট। মুম্বই ইন্ডিয়ান্সের ব্রিটিশ অল-রাউন্ডার ডব্লিউপিএলের ইতিহাসে প্রথম ও একমাত্র ক্রিকেটার হিসেবে এক মরশুমে ৫০০ রানের গণ্ডি টপকে যান। সেদিক থেকে রেকর্ড গড়ে এবার উইমেন্স প্রিমিয়ির লিগের অপেঞ্জ ক্যাপ জিতে নেন ন্যাট সিভার।
এবারের উইমেন্স প্রিমিয়র লিগে সব থেকে বেশি রান করা ব্যাটারদের তালিকায় কার্যত বাকিদের ধরাছোঁয়ার বাইরে ছিলেন ন্যাট সিভার। টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রহকারী হওয়ায় সিভার জিতে নেন ৫ লক্ষ টাকা পুরস্কার ও অরেঞ্জ ক্যাপের স্মারক। সিভার এবছর ডব্লিউপিএলে মোট ৫২৩ রান সংগ্রহ করেন।
উল্লেখ্য, ২০২৩ সালে উইমেন্স প্রিমিয়র লিগের উদ্বোধনী মরশুমে ৩৪৫ রান সংগ্রহ করে অরেঞ্জ ক্যাপ জেতেন মেগ ল্যানিং। সেবার টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ রান (৩৩২) ছিল ন্যাট সিভারের দখলে। ২০২৪ সালে উইমেন্স প্রিমিয়র লিগের দ্বিতীয় মরশুমে ন্যাট সিভার ১৭২ রান সংগ্রহ করেন। সেবার ৩৪৭ রান সংগ্রহ করে অরেঞ্জ ক্যাপ জেতেন এলিস পেরি।
ডব্লিউপিএল ২০২৫-এ সব থেকে বেশি রান করা ৫ ব্যাটার
১. ন্যাট সিভার ব্রান্ট (মুম্বই ইন্ডিয়ান্স)- ন্যাট সিভার মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে ১০টি ইনিংসে ব্যাট করে ৬৫.৩৭ গড়ে ৫২৩ রান সংগ্রহ করেন। তিনি হাফ-সেঞ্চুরি করেন ৫টি। তাঁর সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস অপরাজিত ৮০ রানের। সিভার ১৫২.৪৭ স্ট্রাইক-রেটে রান সংগ্রহ করেন।
২. এলিস পেরি (আরসিবি)- রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে এলিস পেরি ৮টি ইনিংসে ব্যাট করতে নেমে ৯৩.০০ গড়ে ৩৭২ রান সংগ্রহ করেন। তিনি হাফ-সেঞ্চুরি করেন ৪টি। তাঁর সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস অপরাজিত ৯০ রানের। পেরি ১৪৮.৮০ স্ট্রাইক-রেটে রান সংগ্রহ করেন।
৩. হেইলি ম্যাথিউজ (মুম্বই ইন্ডিয়ান্স)- মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে হেইলি ম্যাথিউজ ১০টি ইনিংসে ব্যাট করতে নেমে ৩০.৭০ গড়ে ৩০৭ রান সংগ্রহ করেন। তিনি হাফ-সেঞ্চুরি করেন ৩টি। তাঁর সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস ৭৭ রানের। ম্যাথিউজ ১২২.৮০ স্ট্রাইক-রেটে রান সংগ্রহ করেন।
৪. শেফালি বর্মা (দিল্লি ক্যাপিটালস)- দিল্লি ক্যাপিটালসের হয়ে শেফালি বর্মা ৯টি ইনিংসে ব্যাট করতে নেমে ৩৮.০০ গড়ে ৩০৪ রান সংগ্রহ করেন। তিনি হাফ-সেঞ্চুরি করেন ১টি। তাঁর সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস অপরাজিত ৮০ রানের। শেফালি ১৫২.৭৬ স্ট্রাইক-রেটে রান সংগ্রহ করেন।
আরও পড়ুন:- IML 2025: ৫ ম্যাচে ১টি হাফ-সেঞ্চুরি, মাস্টার্স লিগে সচিনের পারফর্ম্যান্স কেমন?
৫. হরমনপ্রীত কৌর (মুম্বই ইন্ডিয়ান্স)- মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে হরমনপ্রীত কৌর ১০টি ইনিংসে ব্যাট করতে নেমে ৩৩.৫৫ গড়ে ৩০২ রান সংগ্রহ করেন। তিনি হাফ-সেঞ্চুরি করেন ৩টি। তাঁর সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস ৬৬ রানের। হরমনপ্রীত ১৫৪.৮৭ স্ট্রাইক-রেটে রান সংগ্রহ করেন।