ডব্লিউপিএল (উইমেনস প্রিমিয়ার লিগ) ২০২৫-এ দিল্লি ক্যাপিটালস এবং ইউপি ওয়ারিয়র্স মুখোমুখি হয়েছিল। বুধবার, ১৯ ফেব্রুয়ারি, বড়োদরায় কোটাম্বি স্টেডিয়ামে এই ম্যাচটি অনুষ্ঠিত হয়েছিল। টস হেরে প্রথমে ব্যাট করতে নেমেছিল ইউপি ওয়ারিয়র্স। দলটির ইনিংস শুরু করেন কিরণ নবগিরে ও দীনেশ বৃন্দা। বৃন্দা ১৬ রান করে আউট হলেও নবগিরের দুর্দান্ত ব্যাটিং নজর কাড়ে। তিনি মাত্র ২৭ বলে ৫১ রান করে ডব্লিউপিএল ইতিহাসের ষষ্ঠ দ্রুততম অর্ধশতক করেন।
এছাড়া, শ্বেতা সেহরাওয়াত ৩৭ রান করেন এবং চিনেল হেনরি অপরাজিত থেকে ৩৩ রান করেন। প্রথম ইনিংসে ইউপি ওয়ারিয়র্স ১৬৬ রান সংগ্রহ করে। দিল্লি ক্যাপিটালসের পক্ষে সর্বোচ্চ উইকেট নেন আনাবেল সাদারল্যান্ড ২টি। মারিজান ক্যাপ, জেস জনাসেন, অরুন্ধতী রেড্ডি ও মিনু মানি প্রত্যেকে একটি করে উইকেট নেন।
আরও পড়ুন … PAK vs NZ: শাহিন আফ্রিদি ও মহম্মদ রিজওয়ানের ঝামেলা! ম্যাচের মাঝেই দুই তারকার তর্ক, সামনে এল ভিডিয়ো
১৬৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে দিল্লি ক্যাপিটালসের ইনিংস শুরু করেন শেফালি বর্মা ও মেগ ল্যানিং। শেফালি ২৬ রান করেন, আর ল্যানিং করেন ৬৯ রান, যা দলকে দুর্দান্ত শুরু এনে দেয়। এরপর জেমিমা রদরিগেজ ব্যাট করতে নামেন, কিন্তু কোনও রান না করেই আউট হন।
আরও পড়ুন … Champions Trophy-র এক ইনিংসে দুই সেঞ্চুরিয়ান! সৌরভ-সেহওয়াগের ক্লাবে জায়গা করলেন ইয়ং-লাথাম
শেষ দিকে আনাবেল সাদারল্যান্ড (৩৫ বলে ৪১*) ও মারিজান ক্যাপ (১৭ বলে ২৯*) দলকে জয়ের লক্ষ্যে পৌঁছে দেন। দিল্লি ক্যাপিটালস এক বল বাকি থাকতে ৭ উইকেটে ম্যাচ জিতে নেয়। এই জয়ের ফলে দিল্লি ক্যাপিটালস তিন ম্যাচে চার পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে উঠে আসে। অন্যদিকে, ইউপি ওয়ারিয়র্স তাদের প্রথম দুই ম্যাচেই হেরে টেবিলের শেষ স্থানে রয়েছে। পরবর্তী ম্যাচে তারা ভালো পারফর্ম করার আশায় থাকবে।