ভারতীয় মহিলা ক্রিকেট দলের ক্যাপ্টেন হরমনপ্রীত কৌর মনে করেন, আসন্ন উইমেন্স প্রিমিয়ার লিগ (WPL) এ বছরের ওয়ানডে বিশ্বকাপের প্রস্তুতিতে বড় ভূমিকা পালন করবে। টি-টোয়েন্টি লিগটি ভারতীয় খেলোয়াড়দের তাদের খেলা শাণিত করতে এবং ফিটনেসের উন্নতি ঘটাতে সাহায্য করবে। বিশেষ করে লিগের পর যে ফাঁকা সময় থাকবে তা কাজে লাগানো যাবে। এবারের বিশ্বকাপে প্রথমবারের মতো ভারতের ক্যাপ্টেন হিসেবে ৫০ ওভারের টুর্নামেন্টে দলকে নেতৃত্ব দেবেন হরমনপ্রীত কৌর।
৫ দলের অংশগ্রহণে WPL চলবে ১৪ ফেব্রুয়ারি থেকে ১৫ মার্চ পর্যন্ত। ভারতের চারটি শহরে ২০টি লিগ ম্যাচ ও দুটি নকআউট ম্যাচ অনুষ্ঠিত হবে। এরপর ভারতীয় খেলোয়াড়দের হাতে তিন মাসের বেশি সময় থাকবে, তারপর তারা ইংল্যান্ড সফরে পাঁচটি টি-টোয়েন্টি ও তিনটি ওয়ানডে খেলবে। এরপর দুই মাসের বিরতি পাবে দল। সেপ্টেম্বরে বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিনটি ওয়ানডে ভারতের মাটিতে অনুষ্ঠিত হবে।
আরও পড়ুন … SL vs AUS: প্রথম শ্রেণির ৪টে ম্যাচ খেলেই অস্ট্রেলিয়ার হয়ে টেস্টে অভিষেক! কে কুপার কনোলি?
কিছু ভারতীয় খেলোয়াড় বর্তমানে ইনজুরির শিকার হয়েছেন, ফলে তারা WPL-কে ম্যাচ ফিটনেস ফিরে পাওয়ার ও নিজেকে প্রমাণের মঞ্চ হিসেবে ব্যবহার করতে পারেন। হরমনপ্রীত কৌর বলেন, ‘আমি মনে করি, এই WPL বিশ্বকাপের আগে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। WPL-এর পর আমাদের ভালো একটা সময় পাওয়া যাবে, যেখানে আমরা ফিটনেসের ওপর কাজ করতে পারব। আমাদের ফিটনেস লেভেল আরও উন্নত করার সুযোগ থাকবে, যা দলের জন্য খুব সহায়ক হবে।’
২০২২ সালের বিশ্বকাপের ব্যর্থতা থেকে শিক্ষা
ভারত শেষ ওয়ানডে বিশ্বকাপে (২০২২, নিউজিল্যান্ডে) সেমিফাইনালেও উঠতে পারেনি। সেই সময় ক্যাপ্টেন ছিলেন মিতালি রাজ। হরমনপ্রীতকে ভারতীয় দলের সাম্প্রতিক ব্যস্ত সূচি সম্পর্কে জিজ্ঞাসা করা হয়। নতুন বছরে ভারত অস্ট্রেলিয়া (অ্যাওয়ে), ওয়েস্ট ইন্ডিজ (হোম), এবং আয়ারল্যান্ডের (হোম) বিরুদ্ধে টানা সিরিজ খেলেছে, যার ফলে খেলোয়াড়দের জন্য ওয়ার্কলোড ম্যানেজমেন্ট কঠিন হয়ে পড়েছে।
আরও পড়ুন … Champions Trophy 2025: মার্শের চোটের পরে অস্ট্রেলিয়া দলে জোড়া ধাক্কা! ছিটকে গেলেন দুই তারকা পেসার
হরমনপ্রীত নিজেই ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তিনটি টি-টোয়েন্টির মধ্যে দুইটি এবং আয়ারল্যান্ডের বিরুদ্ধে তিনটি ওয়ানডে ম্যাচের সবকটিতে খেলেননি। এছাড়া, ভারত পূজা বস্ত্রাকারকে ছাড়াই সব সিরিজ খেলেছে, যিনি বর্তমানে মুম্বই ইন্ডিয়ান্সের তত্ত্বাবধানে ফিটনেস ফিরে পাওয়ার চেষ্টা করছেন। অন্যদিকে, ইয়াস্তিকা ভাটিয়া, শ্রেয়াঙ্কা পাটিল ও প্রিয়া পুনিয়া ইনজুরির কারণে ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজ সিরিজে খেলতে পারেননি। এবং তারপর থেকে মাঠে ফেরেননি। এছাড়া, দলের প্রধান পেসার রেনুকা সিংকেও আয়ারল্যান্ড সিরিজে বিশ্রাম দেওয়া হয়েছিল।
আরও পড়ুন … Champions Trophy: বুমরাহর ফিটনেস নিয়ে ভারত চিন্তা করুক: সামনে এল জসপ্রীতকে নিয়ে পাক দলের পরিকল্পনা
হরমনপ্রীতের দৃষ্টিভঙ্গি
ভারতীয় দলের ক্যাপ্টেন বলেন, ‘একজন ক্রিকেটার হিসেবে আমরা চাই আমাদের সূচি ব্যস্ত থাকুক। ইনজুরি খেলার অংশ, যা সবসময় আমাদের নিয়ন্ত্রণে থাকে না। তবে আমরা কোনও টুর্নামেন্ট মিস করতে চাই না।’ এরপরে তিনি বলেন, ‘আমি খুশি যে আমরা টানা ক্রিকেট খেলতে পারছি। একজন খেলোয়াড় ও ক্যাপ্টেন হিসেবে আমি এটি উপভোগ করছি। সাম্প্রতিক সিরিজগুলো ভালো কেটেছে, এবং কিছু তরুণ খেলোয়াড় সুযোগ পেয়ে দারুণ খেলেছে। এই বছরটি খুবই রোমাঞ্চকর হতে চলেছে, কারণ ঘরের মাঠে বিশ্বকাপ রয়েছে, পাশাপাশি WPL-পরবর্তী সময়ে আরও অনেক গুরুত্বপূর্ণ সিরিজ আছে। আশা করি, আমরা ভালোভাবে একসঙ্গে খেলব, দল হিসেবে গড়ে উঠব এবং দারুণ ক্রিকেট উপহার দেব।’