এইবার রঞ্জি ট্রফির ম্যাচ খেলে ক্রিকেটকে বিদায় জানাবেন ঋদ্ধিমান সাহা। এমনটাই ঘোষণা করেছেন তিনি। তবে এই সিদ্ধান্ত আগের থেকেই নেওয়া ছিল তাঁর। ফর্মুলা ওয়ান প্রিয় ঋদ্ধিমান সাহার। যখনই ফাঁকা সময় পান ফর্মুলা ওয়ান দেখেই সময় কাটান। বর্তমানে বাংলার হয়ে রঞ্জি ট্রফির ম্যাচ খেলার জন্য বেঙ্গালুরুতে রয়েছেন তিনি। সেখানেই টিম হোটেলে রবিবার রাতে ব্রাজিলে অনুষ্ঠিত ফর্মুলা ওয়ান দেখছিলেন তিনি। তা দেখা শেষ করে সোশ্যাল মিডিয়ায় নিজের অবসর গ্রহণের কথা জানিয়ে দেন। এতবড় সিদ্ধান্ত গ্রহণের জন্য খুব বেশি ভাবতে হয়নি eতাঁকে। আগে থেকেই তিনি ঠিক করে রেখেছিলেন বিষয়টা। স্থির করেছিলেন এই মরশুমেই শেষবার ক্রিকেট ব্যাট হাতে ক্রিজে নামবেন তিনি।
গতবারের আইপিএলের সময়ই ঠিক করে নিয়েছিলেন অবসর গ্রহণের বিষয়টা। এই কারণে এবছর মেগা অকশনের জন্যও নিজের নাম নথিভুক্ত করেননি তিনি। ঠিক করেছিলেন, যদি অবসর নিতে হয় তবে সব ফরম্যাট থেকে একসঙ্গে অবসর নেবেন। নিজের ঘনিষ্ঠ মহলে এই বিষয়ে আগেই জানিয়েছিলেন তিনি। বলেছিলেন মেগা অকশনের আগেই নিজের সিদ্ধান্তের কথা ঘোষণা করে দেবেন। সামনেই বাংলার সৈয়দ মুস্তাক আলি টি-২০ এবং ওডিআই টুর্নামেন্টের ম্যাচ রয়েছে। তার আগে ম্যানেজমেন্টকে কোনও রকম ধোঁয়াশার মধ্যে রাখতে চাননি ঋদ্ধি। সেই কারণেই জানিয়ে দিয়েছেন শুধুমাত্র রঞ্জি ট্রফির ম্যাচ খেলবেন তিনি। তবে অবসর নিলেও ক্রিকেটকে একেবারেই বিদায় জানাচ্ছেন না তিনি। কোচ হিসেবে যুক্ত থাকতে চান ঋদ্ধিমান। কোনও রাজ্য সংস্থার তরফে যদি কোচিং করানোর প্রস্তাব আসে তাহলে তিনি তা গ্রহণ করবেন।
তবে ব্যাট হাতে কোনও ধরণের ক্রিকেট ম্যাচ খেলবেন না তিনি, সেটা লেজেন্ডস লিগ হোক বা কোনও ধরণের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট টুর্নামেন্ট। ক্রিকেট থেকে অবসর নিয়ে এখন অনেক ক্রিকেটারই এই ধরণের টুর্নামেন্টে অংশ নিয়ে থাকেন, তবে সেই পথে হাঁটতে নারাজ ঋদ্ধিমান। এখনও পর্যন্ত ক্রিকেটে তাঁর পরিসংখ্যান যথেষ্ট উজ্জ্বল, বিশেষ করে ঘরোয়া ক্রিকেটে। ঋদ্ধিমান সাহা দেশের হয়ে ৪০টি টেস্ট ম্যাচ খেলেছেন। রান করেছেন ১৩৫৩, গড় ২৯.৪১। সর্বোচ্চ স্কোর ১১৭। ঋদ্ধিমান এখনও পর্যন্ত মোট ১২২টি প্রথম শ্রেণীর ক্রিকেট ম্যাচ খেলেছেন। রান করেছেন ৬৪২৩, গড় ৪১.৯৭। সর্বোচ্চ স্কোর ২০৩ নটআউট। অন্যদিকে IPL-এ ১৭০টি ম্যাচ খেলেছেন তিনি। রান করেছেন ২৯৩৪, গড় ২৪.২৫। সর্বোচ্চ স্কোর ১১৫ নটআউট।