ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত নিয়ে ফেললেন ঋদ্ধিমান সাহা। ভারতীয় দলের এই ক্রিকেটার এই মরশুমেই শেষবারের জন্য মাঠে নামবেন। ভাইফোটার দিনেই জানিয়ে দিলেন খবরটা। টিম ইন্ডিয়ার এই ক্রিকেটার এবছরই ফের প্রত্যাবর্তন করেছিলেন নিজের রাজ্য সংস্থায়। মাঝে কয়েক বছরের জন্য মনমালিন্যের জেরে চলে গেছিলেন ত্রিপুরায় ক্রিকেট খেলতে। এবছর বাংলায় ফেরার সঙ্গে সঙ্গেই ময়দানের পাপালিকে সাদরে গ্রহণ করে নেন সিএবি কর্তারা।
অবসরের সিদ্ধান্ত নিলেন ঋদ্ধিমান সাহা-
সম্প্রতি রঞ্জি ট্রফির ম্যাচে বাংলার হয়ে মাঠেও নেমেছেন ঋদ্ধি। তবে সুদীপ চট্টোপাধ্যায় যেমন রানের মধ্যে ফিরেছেন। এখনও সেভাবে ঋদ্ধির ব্যাট থেকে বড় রানের দেখা মেলেনি। এবার ক্রিকেট থেকে বিদায়ের সিদ্ধান্ত নিয়ে ফেললেন তিনি। বাংলার জার্সিতে ক্রিকেট কেরিয়ার শুরু হয়েছিল তাঁর, তাই ক্রিকেট কেরিয়ারের বিদায়বেলাতেও বাংলার জার্সি গায়ে চাপিয়েই রাখতে চান তিনি।
সিএবির সঙ্গে ভুল বোঝাবুঝির অবসান-
এক্ষেত্রে বলাই বাহুল্য অবসরের সিদ্ধান্তটা অনেক আগে থেকেই নিচ্ছিলেন ঋদ্ধিমান সাহা। সেই কারণেই সিএবির যুগ্মসচিবের সঙ্গে তিক্ততা মেটানোর জন্যই উদ্যত হয়েছিলেন। শেষমেষ ঘরের ছেলে হিসেবে ফিরেছিলেন ঘরে। আর ভূমিপুত্র ঋদ্ধির অবদানের কথা সিএবির প্রত্যেকেরই জানা। তাই এক্ষেত্রে ত্রিপুরার তরফে এনওসি পাওয়ার সঙ্গে সঙ্গেই তাঁকে বাংলার হয়ে খেলার সুযোগ করে দেন সিএবি কর্তারা।
আইপিএল ২০২৪ ভালো যায় নি ঋদ্ধির-
প্রসঙ্গত চলতি বছরের আইপিএলে ঋদ্ধিমান সাহা খেলেছিলেন গুজরাট টাইটানস দলের হয়ে। কিন্তু তাঁর পারফরমেন্স একদমই ঋদ্ধিসুলভ ছিল না। ২০১৪ আইপিএল ফাইনালে কিংস ইলেভেন পঞ্জাবের হয়ে তাঁর ইনিংস এখনও সকলের মনে রয়েছে। তবে ১০ বছর পর ২০২৪ আইপিএল বেশ হতাশই করে ঋদ্ধিমান সাহার ব্যাট।
সোশাল মিডিয়ায় পোস্ট ঋদ্ধির-
নিজের ক্রিকেট কেরিয়ারে ইতি টানার কথা ঘোষণা করে ঋদ্ধিমান সাহা নিজের সোশাল নেটওয়ার্কিং সাইটে লেখেন, ‘একটা সফল ক্রিকেটিয় অধ্যায় পেরনোর পর এটাই আমার কেরিয়ারের শেষ মরশুম হতে চলেছে। আমি গর্বিত বাংলার হয়ে শেষবার রঞ্জি ট্রফিতে খেলার সুযোগ পেয়ে। চলো সবাই মিলে চেষ্টা করি, এই মরশুমটাকে মনে করার মতোই করে রাখতে ’।
জাতীয় দলের জার্সিতে রয়েছে তিনটি শতরান-
নিজের বর্ণময় ক্রিকেট কেরিয়ারে ঋদ্ধিমান সাহা জাতীয় দলের জার্সিতে খেলেছেন ৪০টি টেস্ট ম্যাচ। করেছেন ১৩৫৩ রান, রয়েছে টেস্টে তিনটি শতরানও। ৯টি ওডিআইতে করেছেন ৪১ রান। টি২০ অবশ্য খেলার সুযোগ হয়নি তাঁর। তবে আইপিএলে ১৭০টা ম্যাচে ঋদ্ধিমান সাহা করেছেন ২৯৩৪ রান। ঘরোয়া মরশুম বাংলার হয়ে খেলে কেরিয়ারে ইতি টানার কথা জানালেও আইপিএলে আগামী মরশুমে তাঁকে পাওয়া যাবে কিনা, এর উত্তর মিলবে কয়েকদিনের মধ্যেই।