অ্যাডিলেডে ভারতের হতাশাজনক দিনটা আরও হতাশাময় করে তুলল না শ্রীলঙ্কা। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনে ভালো লড়াই করল লঙ্কা ব্রিগেড। যে টেস্টে শ্রীলঙ্কা জিতে গেলে কিছুটা হলেও বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার ক্ষেত্রে ভারতের কাজ সহজ হবে। কারণ অঙ্ক অনুযায়ী, ভারত যদি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৩-১ ব্যবধানেও সিরিজ জেতে, তাহলে শ্রীলঙ্কার সাহায্য নিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠে যেতে পারবে। শ্রীলঙ্কা যদি দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে না হেরে যায়, তাহলেই হবে। আর সেই টেস্টে আপাতত অ্যাডভান্টেজে আছে শ্রীলঙ্কা।
শেষ সেশনে ভালো পারফরম্যান্স শ্রীলঙ্কার
প্রথম ইনিংসে দক্ষিণ আফ্রিকার ৩৫৮ রানের জবাবে দ্বিতীয় দিনের শেষে শ্রীলঙ্কার স্কোর দাঁড়িয়েছে তিন উইকেটে ২৪২ রান। আপাতত প্রোটিয়াদের থেকে ১১৬ রানে পিছিয়ে আছে। বিশেষত তৃতীয় সেশনটা দুর্দান্ত কেটেছে শ্রীলঙ্কার। দু'উইকেট হারিয়ে ১৩৯ রান তুলেছে।
নিশঙ্কা ও চণ্ডীমলের ১০৯ রানের গুরুত্বপূর্ণ জুটি
আর সেটার বড় কৃতিত্ব প্রাপ্য পাথুম নিশঙ্কা, দীনেশ চণ্ডীমল এবং অ্যাঞ্জেলো ম্যাথিউসের। দ্বিতীয় উইকেটে ১০৯ রান যোগ করেন নিশঙ্কা এবং চণ্ডীমল। তারপর ৪৪ রান করে চণ্ডীমল আউট হয়ে গেলেও তৃতীয় উইকেটে ম্যাথিউসের সঙ্গে রান যোগ করেন নিশঙ্কা। কিন্তু সেঞ্চুরির ১১ রান আগেই থেমে যান শ্রীলঙ্কার ওপেনার। ৮৯ রান করে নিশঙ্কা ফিরে যাওয়ার পরে দ্বিতীয় দিনে দ্বীপরাষ্ট্রের আর কোনও ক্ষতি হতে দেননি ম্যাথিউস এবং কামিন্দু মেন্ডিস। দিনের শেষে ৪০ রানে অপরাজিত আছেন ম্যাথিউস। আর ৩০ রানে খেলছেন মেন্ডিস।
ভারতীয় ফ্যানরা চাইবেন যে তৃতীয় দিনে ম্যাথিউস এবং মেন্ডিস যেন দীর্ঘক্ষণ ব্যাট করে যান, যাতে দক্ষিণ আফ্রিকা চাপে পড়ে যায়। কারণ অ্যাডিলেড টেস্ট ভারতের অবস্থা খুব একটা সুবিধাজনক নয়। প্রথমে ব্যাট করে ১৮০ রানে অল-আউট হয়ে গিয়েছে ভারত। জবাবে প্রথম দিনের শেষে অস্ট্রেলিয়ার স্কোর এক উইকেটে ৮৬ রান। আপাতত ৯৪ রানে পিছিয়ে আছে অস্ট্রেলিয়া। শনিবার খেলা শুরুর কিছুক্ষণের মধ্যে যদি ভারত পরপর উইকেট তুলতে না পারে, তাহলে সিরিজটা ১-১ করার দিকে অনেকটা এগিয়ে যাবে অস্ট্রেলিয়া।
WTC ফাইনালে ওঠার ক্ষেত্রে ভারতের সমীকরণ
১) ৫-০, ৪-১, ৪-০ এবং ৩-০ ব্যবধানে জিতলে সরাসরি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছে যাবে ভারত।
২) ৩-১ ব্যবধানে জিতলে শ্রীলঙ্কার দিকে তাকিয়ে থাকতে হবে ভারতকে। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে শ্রীলঙ্কাকে দ্বিতীয় টেস্টে ড্র করতে হবে বা জিততে হবে।
৩) ভারত যদি ৩-২ ব্যবধানে জেতে তাহলে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে কমপক্ষে একটি টেস্টে ড্র করতে হবে শ্রীলঙ্কাকে। ভারতের বিরুদ্ধে পাঁচ টেস্ট সিরিজের পরে শ্রীলঙ্কার দুই ম্যাচের সিরিজ খেলবে।
৪) ভারত যদি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ২-২ ব্যবধানে ড্র করে, তাহলে শ্রীলঙ্কার বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকাকে ২-০ ব্যবধানে জিততে হবে। সঙ্গে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ঘরের মাঠে টেস্ট সিরিজে হারাতেই হবে শ্রীলঙ্কাকে।
আরও পড়ুন: Gill vs Boland: তিনে তিন! গিলের যম যেন বোল্যান্ড, মুখোমুখি হলেই আউট