মাত্র ১২.৪ ওভারে ১০৪ রান তাড়া করে প্রথম টেস্টে নিউজিল্যান্ডকে হারিয়ে দিল ইংল্যান্ড। রবিবার ক্রাইস্টচার্চে প্রথম টেস্টে জয়ের জন্য ১০৪ রান দরকার ছিল ইংরেজদের। আট উইকেট বাকি থাকতেই সেই রানটা তাড়া করে জিতে গিয়েছেন তাঁরা। আর ইংল্যান্ডের কাছে ঘরের মাঠে সেই হারের ফলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার ক্ষেত্রে নিউজিল্যান্ডের আশা কার্যত শেষ হয়ে গেল। আর তাতে ভারত, অস্ট্রেলিয়ার মতো দলগুলির সামনে থেকে সরে গেল একটা কাঁটা। ফলে আগামী বছর জুনে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল খেলার ক্ষেত্রে লড়াইটা মূলত ভারত, দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া এবং শ্রীলঙ্কার মধ্যেই সীমাবদ্ধ হয়ে গেল।
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকা
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলের অঙ্ক
১) আপাতত বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকার শীর্ষে আছে ভারত। সর্বোচ্চ ৬৯.৩ শতাংশে পৌঁছাতে পারে টিম ইন্ডিয়া। সেটা অত্যন্ত কঠিন কাজ। কারণ সেটার জন্য অস্ট্রেলিয়ার মাটিতে চারটি টেস্টে জিততে হবে।
২) দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় স্থানে আছে। সবথেকে বেশি ৬৯.৪৪ শতাংশে শেষ করতে পারে। ঘরের মাঠে তিনটি টেস্ট খেলবে - একটি শ্রীলঙ্কার বিরুদ্ধে এবং দুটি পাকিস্তানের বিরুদ্ধে। আপাতত যা পরিস্থিতি, তাতে অভাবনীয় কিছু না ঘটলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে যাবেন প্রোটিয়ারা।
৩) অস্ট্রেলিয়ার ছ'টি টেস্ট বাকি আছে। দেশের মাটিতে ভারতের বিরুদ্ধে চারটি টেস্ট খেলবে। আর শ্রীলঙ্কায় দুটি টেস্ট আছে। অর্থাৎ সর্বোচ্চ ৭১.০৫ শতাংশে পৌঁছাতে পারে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছানোর ক্ষেত্রে অজিরা অন্যতম ফেভারিট। কিন্তু বর্ডার-গাভাসকর ট্রফিতে ভারত বাজিমাত করে দিলে অজিদের উপরে চাপ বাড়বে।
আরও পড়ুন: বোলার হিসাবে ও কমপ্লিট প্যাকেজ: অ্যাডিলেডে নামার আগে স্টিভ স্মিথের গলায় জসপ্রীত বুমরাহর আতঙ্ক
৪) ইংল্যান্ডের বিরুদ্ধে ক্রাইস্টচার্চে হারের ফলে নিউজিল্যান্ডের সর্বোচ্চ পিসিটি হতে পারে ৫৭.১৪ শতাংশ। সেটার জন্য ইংল্যান্ডের বিরুদ্ধে শেষ দুটি টেস্টে জিততেই হবে। আর বাকি দলগুলির দিকে তাকিয়ে থাকতে হবে, যাতে তারা কোনওভাবে হেরে যায়।
৫) আপাতত পঞ্চম স্থানে আছে শ্রীলঙ্কা। দক্ষিণ আফ্রিকায় একটি টেস্ট খেলবে। আর ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দুটি টেস্টে খেলবে। সর্বোচ্চ ৬১.৫৪ শতাংশে পৌঁছাতে পারবে। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট যদি জিতে যায় এবং অজিদের হোয়াইটওয়াশ করে দেয়, তাহলে শ্রীলঙ্কার সামনেও বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের দরজা খোলা থাকবে।
বেথেল ও রুটের ODI ইনিংস!
আর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকার এই যে পরিস্থিতি আছে, সেটার নেপথ্যে আছে ইংল্যান্ড। ক্রাইস্টচার্চে নিউজিল্যান্ডে প্রথমে ব্যাট করে ৩৪৮ রান তোলে। জবাবে ৪৯৯ রান তোলেন ইংরেজরা। দ্বিতীয় ইনিংসে মোটে ২৫৪ রান করেন কিউয়িরা। ফলে জয়ের জন্য মাত্র ১০৪ রান দরকার ছিল। যেটা সহজে তুলে নেন ইংরেজরা। ১৫ বলে ২৩ রানে অপরাজিত থাকেন জো রুট। ৩৭ বলে ৫০ রানে অপরাজিত থাকেন জেকব বেথেল। যে বেথেলকে নিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি)।