ভারতীয় দল পার্থ টেস্টে অস্ট্রেলিয়াকে কার্যত বিধ্বস্ত করেই প্রথম টেস্টে জিতেছে। একটা সময় প্রথম দিনে মনে হচ্ছিল, শুরুটা খুবই খারাপভাবে হতে চলেছে ভারতের। কিন্তু এরপরই জসপ্রীত বুমরাহ খেলা ঘুরিয়ে দেওয়ার পর পাল্টা প্রত্যাঘাতের কাজ করেন যশস্বী জয়সওয়াল, লোকেশ রাহুল, বিরাট কোহলিরা। তাতেই ২৯৫ রানে প্রথম টেস্ট জিতে নেয় ভারত।
স্টার্ক একা নন, যশস্বীর স্লেজিংয়ের শিকার আরও এক-
সেই ম্যাচ চলাকালীন মিচেল স্টার্ককে যশস্বী জয়সওয়াল স্লেজিং করেছিলেন। সচরাচর ফিল্ডিংয়ের সময় ফিল্ডারদের স্লেজিং করতে দেখা গেলেও ২২ বছর বয়সী যশস্বী নিজেই ব্যাটিংয়ের সময় স্লেজিং করছিলেন অজি তারকা বোলারকে। এরপর স্টার্কও পাল্টা স্লেজিং করেন বটে। কিন্তু এবার জানা গেল, স্রেফ স্টার্ককেই নয়, আরও এক অজি বোলারকে স্লেজিং করেছিলেন যশস্বী।
আরও পড়ুন- ভারত প্রথম টেস্টে জিতবে! জানতেন মহারাজ! লিড নিতেই করেছিলেন মাইকেল ভনকে টেক্সটও…
দুই অজি বোলারকে স্লেজিং যশস্বীর-
অস্ট্রেলিয়া দলের বর্তমানে টেস্ট ক্রিকেটে সব থেকে সফল বোলারের নাম নাথান লিয়ন। কারণ অজিদের মধ্য়ে টেস্টে ৫০০র বেশি উইকেট রয়েছে এই বর্ষিয়ান স্পিনারের ঝুলিতে। স্টার্ক, কামিন্স, হেজেলউডরা ঘরের মাঠে জ্বলে উঠলেও তাঁদের কারোরই লিয়নের সমান উইকেট নেই টেস্টে। আর সেই ৫০০ উইকেটের মালিককেই নাকি অজিদের ডেরায় দাঁড়িয়ে স্লেজিং করেছেন যশস্বী।
লিয়নকে বুড়ো বলেন যশস্বী-
সম্প্রতি এক পডকাস্টে দ্বিতীয় টেস্ট শুরুর আগে কথা বলছিলেন অজিদের বর্ষিয়ান স্পিনার নাথান লিয়ন। সেখানেই তিনি জানান, ‘আমি যখন বোলিং করছিলাম, তখন যশস্বীর মতো তরুণ একজন ক্রিকেটার আমায় বলে, তুমি কিংবদন্তি। তবে এখন তুমি বুড়ো হয়ে গেছ ’। এরপর নাথান লিয়ন জানান, তিনি নিজের কেরিয়ারে এখনও যশস্বীর উইকেট নিতে পারেননি। পার্থে ১২০ রানে ব্যাটিং করার সময় তাঁকে এই কথা বলেছিলেন ভারতীয় ওপেনার।
আরও পড়ুন - তিনটি আলাদা নেটে বিশেষ অনুশীলন! অ্যাডিলেডে রানে ফিরতে মরিয়া ল্যাবুশেন
লিয়ন জানান, তিনি বুড়ো হননি-
পাল্টা তরুণ যশস্বীকে অবশ্য খারাপভাবে কোনও স্লেজিং করে উত্তর দেননি নাথান লিয়ন। বরং ভালোভাবেই তাঁকে বলেন, ‘আমি তোমার কথাকে মেনে নিচ্ছি বন্ধু, তবে আমি নিজেকে এখনও বুড়ো বলে ভাবি না ’। এরপর সঞ্চালক লিয়নকে প্রশ্ন করেন, বিরাট কোহলি না যশস্বী জয়লওয়াল, কার উইকেট নিতে চাইবেন তিনি। তখন অবশ্য লিয়ন নিজের মনের কথা বলে ফেলেন, যে দুজনের উইকেটই তিনি নিতে মুখিয়ে থাকবেন।
শুক্রবার শুরু দ্বিতীয় টেস্ট-
শুক্রবার থেকে শুরু হচ্ছে অ্যাডিলেডে পিঙ্ক বল টেস্ট। এই ম্যাচে ভারতীয় দল যদি জিতে যেতে পারে, তাহলে তাঁদের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের স্বপ্ন কিছুটা আয়ত্তে আসতে পারে। তবে সেটা না হলে, ভারতীয় দলের জন্য বেশ কঠিন সময়ই অপেক্ষা করতে চলেছে, কারণ অজিরা একবার কামব্যাক করতে তাঁদের আটকানো বেশ কঠিন কাজই হয় যে কোনও দলের পক্ষে। ফলে প্রথম টেস্টে ১৬১ রান করা যশস্বীর ব্যাটের দিকে দ্বিতীয় টেস্টেও তাকিয়ে থাকবেন রোহিত শর্মা।