বাংলাদেশের বিরুদ্ধে শুরু হয়েছে ভারতের প্রথম টেস্ট ম্যাচ। প্রথম দিনেই দু’বার নিজেদের ভুলে রান আউটের দোরগোড়ায় ছিলেন ঋষভ পন্ত এবং যশস্বী জসওয়াল। একটা সময় তাঁর জন্য ঋষভের কাছে ক্ষমাও চাইতে দেখা যায় যশস্বীকে। বৃহস্পতিবার থেকে চেন্নাইয়ের চিপক স্টেডিয়ামে শুরু হয়েছে প্রথম টেস্ট ম্যাচ। অধিনায়ক রোহিত শর্মা আউট হয়ে যাওয়ার পরে দ্রুত শুভমন গিল এবং বিরাট কোহলির উইকেট হারিয়ে চাপে পড়ে যায় ভারত। সেইসময় ক্রিজে ছিলেন ঋষভ পন্ত এবং যশস্বী জসওয়াল। তাঁদের প্রাথমিক লক্ষ্য ছিল আর কোনও উইকেট না হারিয়ে ভারতকে সম্মানজনক স্কোরের দিকে নিয়ে যাওয়া।
বাংলাদেশের বোলাররা বেশ ভালোই বল করছিলেন সেইসময়। বিশেষত হাসান মাহমুদ বেশ সমস্যায় ফেলছিলেন ভারতের ব্যাটসম্যানদের। তবে ভালোই ব্যাট করছিল ঋষভ-যশস্বী জুটি। খারাপ বলে যেরকম বাউন্ডারি হাঁকাচ্ছিলেন তেমনই ভালো বলে ডিফেন্স করছিলেন। তবে মোটেও ভালো ছিল না তাঁদের রানিং বিটুইন দ্য উইকেট। দু’বার নিজেদের মধ্যে তালমিলের অভাবে উইকেট হারানোর উপক্রম হয়েছিল ভারতের।
প্রথম ঘটনাটি ঘটে ১২ তম ওভারে। ঋষভ পন্ত মাহমুদের একটি বল ফ্লিক করে রান নেওয়ার জন্য দৌড় লাগান। তিনি ভেবেছিলেন হয়তো বাউন্ডারি হয়ে যাবে। কিন্তু বলের গতি স্লো হয়ে যাওয়ায় তা হয়নি। তাই দু'রানের জন্য দৌড়ান দু’জন ব্যাটসম্যান। বাংলাদেশি ফিল্ডার নাহিদ রানা বল তোলার সময় কিছুটা খেই হারিয়ে ফেলেন। সেই সুযোগে তৃতীয় রানের জন্য দৌড়ান ঋষভ-যশস্বী।
তবে কিছুটা দ্বিধাগ্রস্ত ছিলেন যশস্বী। ফলে ক্রিজে ঢোকার জন্য তাঁকে ড্রাইভ দিতে হয়। অন্যদিকে অপর প্রান্তে ক্রিজে পৌঁছতে সমস্যায় পড়েন ঋষভও। এরপরই ঋষভের কাছে গিয়ে ক্ষমার সুরে জসওয়াল বলেন ‘পা স্লিপ করে গিয়েছিল’। সেইসময় কমেন্ট্রি বক্সে উপস্থিত দীনেশ কার্তিক বলেন, ‘যশস্বী এবং ঋষভ বুঝতে পারছিলেন না কী করবে। তারা হতবাক হয়ে গিয়েছিল।'
এরপর ফের একবার একই ঘটনার পুনরাবৃত্তি ঘটে। আবার ক্রিজে পৌঁছানোর জন্য যশস্বীকে ঝাঁপ দিতে হয়। এবার সিঙ্গল নিতে গিয়ে সমস্যায় পড়েন তিনি। যদিও এবার ভুল ঋষভের হয়েছিল। তাই তিনি এবার জসওয়ালকে প্রশ্ন করেন, ‘বেঁচে গিয়েছিস?’ দিনের শেষে যদিও দু’জনই আউট হয়ে যান। ৫৬ রান করেন যশস্বী এবং ৩৯ রান করেন ঋষভ। প্রথম দিনের শেষে ভারতের স্কোর ৬ উইকেট হারিয়ে ৩৩৯, অশ্বিন ১০২ এবং জাদেজা ৮৬ রানে অপরাজিত রয়েছেন।