রাজকোটে ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের তৃতীয় টেস্টের দ্বিতীয় ইনিংসে দুর্দান্ত ডাবল সেঞ্চুরি করার পথে একাধিক নজির গড়েন যশস্বী জসওয়াল। তবে রোহিত শর্মা দ্বিতীয় ইনিংস ডিক্লেয়ার করে দেওয়ায় অসাধারণ একটি বিশ্বরেকর্ড ছুঁয়েই সাজঘরে ফিরতে হয় যশস্বীকে। ভারত আরও কিছুক্ষণ ব্যাটিং চালিয়ে গেলে ওয়াসিম আক্রমের ২৮ বছর আগের একটি বিশ্বরেকর্ড ভেঙে দিতে পারতেন জসওয়াল।
রাজকোট টেস্টের দ্বিতীয় ইনিংসে যশস্বী জসওয়ালের পারফর্ম্যান্স:-
ইংল্যান্ডের বিরুদ্ধে রাজকোট টেস্টের দ্বিতীয় ইনিংসে যশস্বী জসওয়াল ২১৪ রান করে নট-আউট থাকেন। ২৩৬ বলের মারকাটারি ইনিংসে তিনি ১৪টি চার ও ১২টি ছক্কা মারেন।
আক্রমের বিশ্বরেকর্ডে ভাগ বসান যশস্বী:-
একটি টেস্ট ইনিংসে সব থেকে বেশি ছক্কা মারার নিরিখে ওয়াসিম আক্রমের বিশ্বরেকর্ডে ভাগ বসান যশস্বী জসওয়াল। আক্রম ১৯৯৬ সালে শেখুপুরা স্টেডিয়ামে জিম্বাবোয়ের বিরুদ্ধে টেস্টের প্রথম ইনিংসে অপরাজিত ২৫৭ রান করার পথে ১২টি ছক্কা মারেন। যশস্বী রাজকোটের দ্বিতীয় ইনিংসে ১২টি ছক্কা হাঁকিয়ে আক্রমের ২৮ বছর আগের রেকর্ড ছুঁয়ে ফেলেন। ভারত দ্বিতীয় ইনিংস ডিক্লেয়ার করে দেওয়ায় আক্রমের রেকর্ড ভাঙার সুযোগ পাননি যশস্বী। বিশ্বরেকর্ড ছুঁয়েই ক্ষান্ত হন তিনি।
এই তালিকায় যুগ্মভাবে দ্বিতীয় স্থানে রয়েছেন নিউজিল্যান্ডের ন্যাথন অ্যাস্টল, ব্রেন্ডন ম্যাকালাম, অস্ট্রেলিয়ার ম্যাথু হেডেন, ইংল্যান্ডের বেন স্টোকস ও শ্রীলঙ্কার কুশল মেন্ডিস। এঁরা প্রত্যেকেই একটি টেস্ট ইনিংসে ১১টি করে ছক্কা হাঁকানোর নজির গড়েছেন। ম্যাকালাম এমন কৃতিত্ব অর্জন করেছেন ২ বার।
রোহিতের বিশ্বরেকর্ড ভাঙেন যশস্বী:-
একটি টেস্ট সিরিজে সব থেকে বেশি ছক্কা মারার নিরিখে রোহিত শর্মার বিশ্বরেকর্ড ভেঙে দেন যশস্বী জসওয়াল। রোহিত ২০১৯ সালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজে সাকুল্যে ১৯টি ছক্কা মারেন। যশস্বী চলতি ভারত-ইংল্যান্ডের টেস্ট সিরিজে এখনও পর্যন্ত ২২টি ছক্কা মেরেছেন। এই তালিকায় যুগ্মভাবে তৃতীয় স্থানে পিছিয়ে যান ওয়েস্ট ইন্ডিজের নিকোলাস পুরান ও ইংল্যান্ডের বেন স্টোকস। পুরান ২০১৮ সালে বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজে ১৫টি ছক্কা মারেন। স্টোকস ২০২৩ সালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজে ১৫টি ছক্কা হাঁকান।
উল্লেখ্য, একটি টেস্ট ইনিংসে সব থেকে বেশি ছক্কা হাঁকানোর নিরিখে আক্রমের বিশ্বরেকর্ড ছোঁয়ার অর্থ ভারতীয় ক্রিকেটারদের মধ্যে একটি টেস্ট ইনিংসে সব থেকে বেশি ছক্কা মারার নজিরও গড়ে ফেলেন যশস্বী। এই নিরিখে তিনি পিছনে ফেলে দেন সিধু ও মায়াঙ্ক আগরওয়ালকে। ১৯৯৪ সালে শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট ইনিংসে সিধু ৮টি ছক্কা মারেন। মায়াঙ্ক আগরওয়াল ২০১৯ সালে বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট ইনিংসে ৮টি ছক্কা হাঁকান।