নাগপুরে ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের প্রথম ওয়ান ডে ম্যাচ বাড়তি গুরুত্বপূর্ণ যশস্বী জসওয়াল ও হর্ষিত রানার কাছে। কেননা, দেশের জার্সিতে এটি দুই তারকার প্রথম ওয়ান ডে ম্যাচ। নিজেদের প্রথম ওয়ান ডে ম্যাচের কার্যত শুরুতেই দুই অভিষেককারী ভারতীয় তারকা দলের পারফর্ম্য়ান্সে উল্লেখযোগ্য অবদান রাখেন।
সিরিজের প্রথম ওয়ান ডে ম্যাচে টস জিতে শুরুতে ব্যাট করতে নামে ইংল্যান্ড। বেন ডাকেটকে সঙ্গে নিয়ে ওপেন করতে নামেন ফিল সল্ট। দুই ব্রিটিশ ওপেনার রীতিমতো আগ্রাসী মেজাজে ইনিংস শুরু করেন। ইনিংসের ষষ্ঠ ওভারে হর্ষিত রানার বলে ৩টি ছক্কা ও ২টি চার মারেন ফিল সল্ট। সেই ওভারে ২৬ রান ওঠে।
ইংল্যান্ড ৬ ওভারেই দলগত ৫০ রানের গণ্ডি টপকে যায়। ৮ ওভারে স্কোরবোর্ডে ৭১ রান তুলে ফেলে ইংল্যান্ড। তবে ৮.৫ ওভারে ডাকেটের সঙ্গে ভুল বোঝাবুঝিতে রান-আউট হয়ে সাজঘরে ফেরেন ফিল সল্ট। ৫টি চার ও ৩টি ছক্কার সাহায্যে ২৬ বলে ৪৩ রান করে মাঠ ছাড়েন সল্ট। দলগত ৭৫ রানে ইংল্যান্ডের ওপেনিং জুটি ভাঙে।
আরও পড়ুন:- IND vs ENG ODIs: ৪০ বছর ভারতে কোনও ওয়ান ডে সিরিজ জেতেনি ইংল্যান্ড, হেরেছে কতবার?
সল্ট সাজঘরে ফেরার কিছুক্ষণের মধ্যেই আউট হয়ে বসেন তাঁর ওপেনিং পার্টনার ডাকেট। ৯.৩ ওভারে হর্ষিত রানার লেনথ বলে পিক-আপ খেলেন ডাকেট। যদিও বলে যথেষ্ট বাউন্স না থাকায় ব্যাটে যথাযথ কানেক্ট হয়নি বল। মিডউইকেট ফিল্ডার যশস্বী জসওয়াল হাওয়ায় ভেসে যাওয়া বলের পিছনে ধাওয়া করেন। শেষে সামনের দিকে শরীর ছুঁড়ে দিয়ে নিজের থেকে দূরে সরে যাওয়া বল তালুবন্দি করেন যশস্বী।
আরও পড়ুন:- India's Playing XI: বিরাট কোহলি নেই, ভারতের হয়ে ওয়ান ডে অভিষেক একসঙ্গে দুই তারকার
বলের পিছনে দৌড়ে এমন ক্যাচ ধরা মোটেও সহজ নয়। তবে সেই কঠিন কাজটাই সহজে করে দেখান যশস্বী। অর্থাৎ, দুই অভিষেককারী রানা ও যশস্বীর মিলিয় প্রয়াসে আউট হয়ে সাজঘরে ফিরতে হয় ডাকেটকে। বেন ৬টি বাউন্ডারির সাহায্যে ২৯ বলে ৩২ রান করে মাঠ ছাড়েন। ইংল্যান্ড দলগত ৭৭ রানে ২ উইকেট হারায়।
উল্লেখযোগ্য বিষয় হল, হর্ষিত রানা সেই ওভারের শেষ বলে সাজঘরে ফেরান সদ্য ক্রিজে আসা হ্যারি ব্রুককে। ৯.৬ ওভারে রানার বলে লোকেশ রাহুলের দস্তানায় ধরা পড়েন ব্রুক। ৩ বল খেলেও খাতা খুলতে পারেননি তিনি। ইংল্য়ান্ড দলগত ৭৭ রানে ৩ উইকেট হারায়।
হর্ষিত রানা নিজের অভিষেক ওয়ান ডে ম্যাচে এক ওভারে ২৬ রান খরচ করার পরেও ঘুরে দাঁড়ান। তিনি এক ওভারে জোড়া উইকেট তুলে হিসাব মিটিয়ে নেন বলা চলে।