শুভব্রত মুখার্জি:- ভারত অধিনায়ক রোহিত শর্মার সঙ্গে একসঙ্গে জুটি বেঁধে এই মুহূর্তে সিনিয়র দলের হয়ে ওপেনিংয়ের দায়িত্ব সামলান তরুণ বাঁহাতি ওপেনার যশস্বী জয়সওয়াল। শেষ কয়েক মাসে ভারতের হয়ে তিন ফর্ম্যাটেই ব্যাট হাতে দুর্দান্ত ব্যাটিং করেছেন যশস্বী। ধীরে ধীরে যেন তিনি ভারতের হয়ে রান মেশিনে পরিণত হয়েছেন। চলতি বছরেই ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে অসম্ভব ভালো ব্যাটিং করেছিলেন তিনি।
আরও পড়ুন-CPL-এ হেতমায়ের-গুরবাজ তাণ্ডব! দ্বিতীয় সর্বোচ্চ ইনিংস স্কোর গায়ানার! উঠল ২৬৬/৭…
সামনেই রয়েছে ভারতের অস্ট্রেলিয়া সফর। নভেম্বর মাসের ২২ তারিখ খেলা হবে ভারত এবং অস্ট্রেলিয়ার প্রথম টেস্ট ম্যাচ । এই ম্যাচে কোন অঘটন না ঘটলে ভারতীয় দলের হয়ে রোহিত শর্মার সঙ্গে ইনিংস ওপেন করবেন যশস্বী জয়সওয়াল। তাঁর আগে অনুশীলনে ব্যস্ত রয়েছেন যশস্বী। ঘরোয়া টুর্নামেন্টেও খেলবেন তিনি। এমন আবহেই তাঁর অধিনায়ক রোহিত শর্মাকে নিয়ে মুখ খুলেছেন তিনি। রোহিত শর্মার থেকে ব্যাটিংয়ের বিষয়ে তিনি কি কি শিখেছেন সেই বিষয়টি তিনি বিস্তারিতভাবে জানিয়েছেন। কি জানিয়েছেন আইপিএলে রাজস্থান রয়্যালসের হয়ে খেলা এই তরুন ক্রিকেটার? আসুন জেনে নেওয়া যাক বিস্তারিতভাবে।
দলীপের প্রথম দিনেই ব্যর্থ KKR অধিনায়ক!রান পেলেন না ঈশ্বরণ,যশস্বীর ফর্মও চিন্তায় রাখল নির্বাচকদের…
যশস্বীর মতে রোহিত শর্মার সঙ্গে একসঙ্গে ব্যাট করাটা শিক্ষণীয় একটা বিষয়। প্রতি মুহূর্তে অনেক কিছু শেখা যায়। আর এই শিক্ষার মধ্যে দিয়েই নতুন উচ্চতায় উঠতে চাইছেন যশস্বী জয়সওয়াল। ইতিমধ্যেই রোহিত এবং যশস্বী একসঙ্গে জুটি বেঁধে নয়টি টেস্টে ওপেন করেছেন। বেশ কয়েকবার শতরানের জুটিও গড়েছেন তারা। সামনেই রয়েছে দলীপ ট্রফি। এই ট্রফিতে নামার আগে যশস্বী জয়সওয়াল জানিয়েছেন ' আমার জন্য এটা একটা দুর্দান্ত অভিজ্ঞতা। যখন আমি ওঁর (রোহিত) সঙ্গে ব্যাট করতে যাই তখন প্রতিটা মুহূর্ত আমার কাছে শিক্ষণীয়। রোহিত ভাই আমার সঙ্গে ওনার অভিজ্ঞতা শেয়ার করেছেন। শেখান থেকে আমি অনেক কিছু শিখেছি। আমি মনে করি যেভাবে ও খেলাটা নিয়ন্ত্রণ করতে পারেন তা অনবদ্য। উইকেট বোঝার দারুন ক্ষমতা রয়েছে ওঁর মধ্যে। সবসময়ে সেটা ঠিক হয়। ওঁর থেকে প্রচুর জিনিস রয়েছে শেখার। '
ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে ৭১২ রান,টি২০ বিশ্বকাপ জয়! যশস্বীর টার্গেট এবার চ্যাম্পিয়ন্স ট্রফি…
তিনি আরো যোগ করেন ' সিমিং উইকেটে ব্যাট করতে গিয়ে কি অ্যাডজাস্ট করতে হবে।বল যখন স্পিন করছে তখন কিভাবে খেলব। যখন একটা বা দুটো উইকেট পড়ে গিয়েছে তখন কিভাবে খেলব আমি সবটাই শিখেছি রোহিত ভাইয়ের থেকে। আমি এখন পরিবেশ পরিস্থিতি বুঝতে পারি। সেই মত নিজের খেলার ধরনে আমি পরিবর্তন করতে পারি। আমি মনে করি গত এক বছর আমার জন্য খুব গুরুত্বপূর্ণ গিয়েছে। আমি যখন ঘরোয়া ক্রিকেটে খেলছিলাম তখন আমি অনেক বিষয়েই জানতাম না। সেইসব অনেক কিছুই আমি আস্তে আস্তে শিখেছি। এখনো শিখছি। আমি আন্তর্জাতিক ক্রিকেট খেলা শুরু করার পরে ম্যাচের পরিস্থিতি বুঝতে শেখা,আমার কমিউনিকেশন সব বিষয়ে ভীষণ উন্নতি হয়েছে।