আজবভাবে আউট হলেন পাকিস্তানের ক্রিকেটার ইয়াসির খান। পাকিস্তান চ্যাম্পিয়ন্স কাপের ম্যাচে মুখোমুখি হয়েছিল স্ট্যালিয়ন ও লায়ন্স। সেই ম্যাচে পাকিস্তানের টেস্ট দলের অধিনায়ক শান মাসুদের সঙ্গে ব্যাট করতে নেমেছিলেন ইয়াসির খান। জুটিতে যখন ৩৫ রান তুলেছেন, তখন আউট হয়ে যান ইয়াসির। ১৬ তম ওভারে ঘটনাটি ঘটে। কিন্তু ইয়াসির যেইভাবে আউট হয়েছেন তা দেখে অবাক হয়েছেন সবাই। নেট দুনিয়ায় ভাইরাল হয়েছে সেই ভিডিয়ো।
বোলার আমির জামাল বলটি উইকেটর অনেক বাইরে করেছিলেন। সেটি ড্রপ খেয়ে ব্যাটসম্যান ইয়াসিরের থেকে আরও দূরে চলে যাচ্ছিল। কিন্তু ২২ বছর বয়সি ব্যাটসম্যান সেই বলটি ছাড়ার পরিবর্তে খেলার জন্য এগিয়ে যান। বল ব্যাটের সামনে দিয়ে বেরিয়ে যায়, ডান দিকে ঝাঁপিয়ে বলটি তালুবন্দি করে উইকেটরক্ষক সাজিদ আলি হাসমি। আউটের আবেদন জানান লায়ন্সের ক্রিকেটাররা। আম্পায়ারের তরফে দিয়ে দেওয়া হয় আউট।
পরবর্তীতে ইয়াসিরের আউট হওয়ার ভিডিয়োটি পর্যালোচনা করলে দেখা যায় বলটি ব্যাটের থেকে অনেকটা দূরে ছিল। ব্যাটের কাণার সঙ্গে কোনও সংযোগই হয়নি বলের। ভিডিয়োটি দেখে মনে হচ্ছে ইয়াসির আউট ছিলেন না। কিন্তু তাঁর তরফে বিষয়টি নিয়ে কোনও প্রতিবাদ দেখানো হয়নি। আউট হওয়ার পর মাথা নিচু করে প্যাভিলিয়নের দিকে হাঁটা লাগান ইয়াসির খান। অন্যদিকে দর্শকরা তখন উত্তেজনায় ছিলেন, কারণ পাকিস্তান ক্রিকেটের পোস্টার বয় বাবার আজম স্ট্যালিয়নের হয়ে ব্যাট করতে আসছিলেন।
চ্যাম্পিয়ন্স কাপ ২০২৪ পাকিস্তান ক্রিকেট বোর্ডের দ্বারা পরিচালিত একটি নতুন ৫০ ওভারের ঘরোয়া টুর্নামেন্ট। বর্তমানে পাকিস্তানের ক্রিকেট প্রেমীদের কাছে বেশ জনপ্রিয়তা লাভ করেছে এই টুর্নামেন্ট। অনেক তারকা ক্রিকেটার এই টুর্নামেন্টে অংশ নিয়েছেন। অনেক প্রাক্তন তারকা ক্রিকেটাররা মেন্টর হিসাবেও দলগুলিতে যোগ দিয়েছেন। বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজ শেষে জাতীয় দলের খেলোয়াড়রা এই টুর্নামেন্টে যোগ দিয়েছেন।
উল্লেখ্য, বাংলাদেশের বিরুদ্ধে ঘরের মাঠে টেস্ট সিরিজ খেলেছিল পাকিস্তান। কিন্তু বিশেষ সুবিধা করতে পারেনি তারা। ইতিহাসে প্রথমবার পাকিস্তানকে তাদের ঘরের মাঠে টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ করে বাংলাদেশ। প্রথম টেস্ট ম্যাচে ১০ উইকেটে জয় পায় শাকিব-লিটনরা। দ্বিতীয় টেস্ট ম্যাচেও ৬ উইকেটে জয়লাভ করে বাংলাদেশ।