২০২৪ সালে টি-২০ বিশ্বকাপ জয় যদি ভারতের সব থেকে উজ্জ্বল অধ্যায় হিসেবে চিহ্নিত হয়ে থাকে, তবে বছরের দ্বিতীয়ার্ধে ভারতের জন্য অপেক্ষা করে ছিল একরাশ লজ্জা। বিশেষ করে গৌতম গম্ভীর ভারতের হেড কোচ হওয়ার পরে টিম ইন্ডিয়া এমন সব লজ্জাজনক নজির গড়ে, যার তালিকা অত্যন্ত দীর্ঘ। ২০২৪ সালে ভারতের এমন ২৪টি হতাশাজনক নজিরের তালিকায় চোখ রাখা যাক।
২০২৪ সালে টিম ইন্ডিয়ার ২৪টি হতাশজনক নজির
১. শ্রীলঙ্কার বিরুদ্ধে দীর্ঘ ২৭ বছর পরে কোনও দ্বিপাক্ষিক ওয়ান ডে সিরিজ হারে ভারত।
২. প্রথমবার কোনও ৩ ম্যাচের ওয়ান ডে সিরিজে (শ্রীলঙ্কার বিরুদ্ধে) ৩০টি উইকেটই খুইয়ে বসে ভারতীয় দল।
৩. দীর্ঘ ৪৫ বছর পরে এক ক্যালেন্ডার বর্ষে কোনও ওয়ান ডে জেতেনি টিম ইন্ডিয়া।
৪. ঘরের মাঠে টেস্টে সব থেকে কম রানে (৪৬ বনাম নিউজিল্যান্ড) অল-আউট হয় ভারতীয় দল।
৫. এশিয়ার মাটিতে (বেঙ্গালুরুতে) সব থেকে কম রানের (৪৬ বনাম নিউজিল্যান্ড) টেস্ট ইনিংস গড়ে ভারতীয় দল।
৬. দীর্ঘ ১৯ বছর পরে চিন্নাস্বামীতে টেস্ট হারে (বনাম নিউজিল্যান্ড) টিম ইন্ডিয়া।
৭. দীর্ঘ ১২ বছর পরে ওয়াংখেড়ে স্টেডিয়ামে কোনও টেস্ট হারে (বনাম নিউজিল্যান্ড) ভারতীয় দল।
৮. দীর্ঘ ৩৬ বছর পরে ঘরের মাঠে নিউজিল্যান্ডের কাছে টেস্ট সিরিজ হারে টিম ইন্ডিয়া।
৯. দীর্ঘ ২৪ বছর পরে ঘরের মাঠে কোনও টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ (বনাম নিউজিল্যান্ড) হয় ভারত।
১০. ঘরের মাঠে প্রথমবার অন্তত ৩ ম্যাচের টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ (বনাম নিউজিল্যান্ড) হয় ভারতীয় দল।
১১. দীর্ঘ ১২ বছর পরে ঘরের মাঠে কোনও টেস্ট সিরিজ হারে (বনাম নিউজিল্যান্ড) টিম ইন্ডিয়া।
আরও পড়ুন:- ICC Awards 2024:বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কারের জন্য মনোনীত হলেন কোন কোন ভারতীয়?
১২. দীর্ঘ ১২ বছর পরে ঘরের মাঠে পরপর টেস্ট ম্যাচ হারে (বনাম নিউজিল্যান্ড) ভারতীয় দল।
১৩. দীর্ঘ ৪১ বছর পরে ঘরের মাঠে একই ক্যালেন্ডার বর্ষে চারটি টেস্ট ম্যাচে পরাজিত হয় ভারতীয় দল।
১৪. দীর্ঘ ৬ বছর পরে অস্ট্রেলিয়ার মাটিতে কোনও লাল বলের টেস্ট ম্যাচে পরাজিত হয় ভারত।
১৫. দীর্ঘ ১০ বছর পরে বর্ডার-গাভাসকর ট্রফির একই সিরিজে একাধিক টেস্ট হারে ভারতীয় দল।
১৬. দীর্ঘ ১০ বছর পরে বর্ডার-গাভাসকর ট্রফি জিততে ব্যর্থ হয় টিম ইন্ডিয়া (এবার সিরিজ ড্র করার সুযোগ থাকলেও জিততে পারবে না ভারত)।
১৭. দীর্ঘ ১৩ বছর পরে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে কোনও টেস্ট ম্যাচে পরাজিত হয় ভারতীয় দল।
১৮. দীর্ঘ ৮ বছর পরে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে কোনও আন্তর্জাতিক ম্যাচে পরাজিত হয় টিম ইন্ডিয়া।
১৯. দীর্ঘ ২৫ বছর পরে একই মরশুমে ৫টি টেস্ট ম্যাচে পরাজিত হয় ভারতীয় দল।
আরও পড়ুন:- ২০২৪ সালে টেস্টে সব থেকে বেশি উইকেট নিয়েছেন কারা? বুমরাহর ধারেকাছে কেউ নেই
২০. দীর্ঘ ৬৫ বছর পরে একই ক্যালেন্ডার বর্ষে ৬ বার টেস্টে ১৬০ রানের কমে অল-আউট হয় ভারত।
২১. ব্যাটিং অর্ডারের প্রথম সাতে নেমে এই প্রথমবার কোনও ভারতীয় ব্যাটার (রোহিত শর্মা) টেস্টে ১০ বার এক অঙ্কের রানে আউট হন।
২২. এই প্রথমবার টপ-মিডল অর্ডারের দুই ভারতীয় ব্যাটার (রোহিত ও কোহলি) একই মরশুমে অন্ততপক্ষে ৯ বার করে এক অঙ্কের টেস্ট ইনিংস খেলেন।
২৩. এই প্রথমবার একই মরশুমে অন্তত পক্ষে ১৫টি টেস্ট ইনিংসে ব্যাট করা টপ-মিডল অর্ডারের কোনও ব্যাটারের (রোহিতের) টেস্টে ব্যাটিং গড় দেখা গেল ১১-র কম।
২৪. ওয়াংখেড়েতে নিউজিল্যান্ডের ঝুলিয়ে দেওয়া ১৪৭ রান তাড়া করতে নেমে টেস্ট হারে ভারত। সব থেকে কম রান তাড়া করতে নেমে ভারতের টেস্ট হারের তালিকায় দ্বিতীয় স্থানে জায়গা করে নেয় এটি। এর আগে একবারই এত কম রান তাড়া করতে নেমে টেস্ট হারে ভারত। ১৯৯৭ সালে ব্রিজটাউনে ওয়েস্ট ইন্ডিজের ঝুলিয়ে দেওয়া ১২০ রানের টার্গেট টপকাতে ব্যর্থ হয় ভারতীয় দল।