ভারতের বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ হয়েছে ইংল্যান্ড ক্রিকেট দল। রোহিত শর্মার নেতৃত্বাধীন ভারতীয় দল আগেই কটকে সিরিজ নিশ্চিত করেছিল এবং বুধবার আমদাবাদে একতরফা জয়ে সিরিজে ক্লিন সুইপ করল। পুরো সিরিজ জুড়ে খারাপ পারফরম্যান্সের জন্য ইংল্যান্ড দলকে কঠোর সমালোচনার মুখে পড়তে হয়েছে। শেষ ম্যাচেও তার ব্যতিক্রম হয়নি। ভারতীয় বোলারদের বিরুদ্ধে ইংল্যান্ডের ব্যাটসম্যানরা বেশ সংগ্রাম করেছে, যার ফলে ধারাভাষ্যকার ও প্রাক্তন ভারতীয় ক্রিকেটার রবি শাস্ত্রী কড়া ভাষায় সমালোচনা করেন। তিনি বলেন যে, সফরকারী দল যথেষ্ট অনুশীলন করেনি।
তৃতীয় ওয়ানডেতে ধারাভাষ্য দেওয়ার সময় রবি শাস্ত্রী বলেন, ‘আমি যা শুনেছি, তাতে ইংল্যান্ড এই সফরে মাত্র একবারই নেটে অনুশীলন করেছে, তাও যদি করে থাকে। আপনি যদি কঠোর পরিশ্রমের জন্য প্রস্তুত না থাকেন, তাহলে উন্নতি করা সম্ভব নয়।’ শুধু শাস্ত্রী নন, ইংল্যান্ডের কিংবদন্তি ক্রিকেটার কেভিন পিটারসেনও সফরকারী ব্যাটসম্যানদের কঠোর সমালোচনা করেছেন।
আরও পড়ুন … মরশুমের প্রথম ট্রফি জিতল ইস্টবেঙ্গল? ৪০তম CFL চ্যাম্পিয়ন হতে অপেক্ষা করতে হবে?
কেভিন পিটারসেন বলেন, ‘দুবাই থেকে মাত্র দু'ঘণ্টার ফ্লাইটে এখানে আসা। টম ব্যান্টন (Tom Banton) গতকাল গলফ কোর্সে ছিলেন, ব্যাটিং অনুশীলন করছিলেন না। আর সমস্যা কোথায় হয়েছে? শুরুতে, ১ উইকেটে ৬০, ২ উইকেটে ৮০। তারপর? কেউই স্পিন খেলতে পারছে না। স্পিন খেলার দক্ষতা কীভাবে বাড়ানো যায়?’
এই মন্তব্যের সূত্র ধরে ভারতের প্রধান কোচ গৌতম গম্ভীরও ম্যাচের পর ইংল্যান্ড দলকে খোঁচা দিয়েছেন। ম্যাচের শেষে গম্ভীর, কেভিন পিটারসেন, দীপ দাশগুপ্ত এবং অভিনব মুকুন্দ একটি পোস্ট-ম্যাচ আলোচনায় অংশ নেন।
পিটারসেন গম্ভীরকে জিজ্ঞাসা করেন, ‘কে তরুণ খেলোয়াড়দের গাইড করে?’
গম্ভীর উত্তর দেন, ‘কেউ না।’
পিটারসেন ফের জিজ্ঞেস করেন, ‘কেউই গাইড করে না?’
গম্ভীর মজা করে বলেন, ‘হ্যাঁ! আমরা প্রচুর অনুশীলন করি।’ এই উত্তরের পর সকলেই হাসিতে ফেটে পড়েন।
আরও পড়ুন … বিরাট কোহলি নাকি অন্য কেউ? IPL 2025-এ RCB-র অধিনায়ক হবেন কে? সামনে এল বড় আপডেট
এই ম্যাচে শুভমন গিল অনবদ্য সেঞ্চুরি করে ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতের ১৪২ রানের জয় নিশ্চিত করেন এবং দলের হয়ে সিরিজ হোয়াইটওয়াশ সম্পন্ন করেন। ইংল্যান্ডের বিরুদ্ধে এই জয় ভারতের জন্য বড় আত্মবিশ্বাস জোগাবে, কারণ ১৯ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফি। যদিও ভারতীয় দলে মূল পেসার জসপ্রীত বুমরাহ থাকবেন না, তবে সিরিজ জয়ের ফলে দল যথেষ্ট আত্মবিশ্বাসের সঙ্গেই প্রতিযোগিতায় নামবে টিম ইন্ডিয়া।
তৃতীয় ওয়ানডের পর ভারত অধিনায়ক রোহিত শর্মা বলেছেন, ‘এই সিরিজ আমাদের জন্য খুবই সন্তোষজনক। আমরা জানতাম যে এখানে নানা চ্যালেঞ্জের সম্মুখীন হতে হবে।’ তিনি আরও যোগ করে বলেন, ‘নিঃসন্দেহে, কিছু বিষয় রয়েছে যেগুলোর দিকে আমরা নজর দিচ্ছি, তবে আমি এখানে দাঁড়িয়ে সেগুলো ব্যাখ্যা করব না। স্কোয়াডে নিরবচ্ছিন্নতা বজায় রাখা এবং পরিষ্কারভাবে যোগাযোগ করাই আমাদের দায়িত্ব।’ এরপরে তিনি বলেন, ‘একজন চ্যাম্পিয়ন দল সবসময় উন্নতি করতে চায় এবং সামনে এগিয়ে যেতে চায়।’