তিনি মুখ খোলা মানেই বিতর্ক। এমন কিছু বলে বসবেন, যার জেরে হয় নিজের ছেলেই সকলের কাছে ছোট হবেন। না হলে তিনি নিজেই কাউকে অপমান করে বসবেন। ক্রিকেট মাঠের এমনই এক চরিত্র যুবরাজ সিংয়ের বাবা যোগরাজ সিং, যিনি নিজেও প্রাক্তন ক্রিকেটার। খুব বেশি সময় না হলেও তিনি জাতীয় দলে খেলার সুযোগ অন্তত পেয়েছেন।
আরও পড়ুন- BGTতে ব্যর্থ হলেও এখনই অবসর নয় বিরাটের! তবে টেস্ট দলে ঢুকতে দিতে হবে লাল বলে পরীক্ষা!
সেই যোগরাজ সিং এর আগে বহুবারই বিতর্কে এসেছেন। কখনও মহেন্দ্র সিং ধোনিকে তাঁর ছেলের কেরিয়ার নষ্ট করে দেওয়ার জন্য দায়ি করেছেন। আবার কখনও কপিল দেবের সঙ্গে নিজের তিক্ত সম্পর্কের কথা প্রকাশ্যে জানিয়ে বিস্ফোরণ ঘটিয়েছেন। এই যেমন তিনি বলেছেন, কপিল দেবের বাড়িতে নাকি তিনি চড়াও হয়েছিলেন। এহেন যোগরাজ সিং আবারও যুবরাজ সিংকে নিয়ে করলেন বড় বার্তা।
আরও পড়ুন-২০২২ সালের ঘটনা নিয়ে প্রশ্ন! রেগে সাংবাদিক সম্মেলন ছেড়েই বেরিয়ে গেলেন জকোভিচ
বরাবরের বিতর্কিত চরিত্র যোগরাজ-
সদা বিতর্কিত চরিত্র ৬৬ বছর বয়সী যোগরাজ সিং অবশ্য এবারে যুবিকে নিয়ে বা ক্রিকেটকে নিয়ে তেমন কোনও বিতর্কিত মন্তব্য করেননি। সম্প্রতি এক পডকাস্টে গেছিলেন তিনি। সেখানেই তিনি জানান, তাঁর কাছে তাঁর দেশ নিজের ছেলের থেকেও আগে। ২০১১ সালের বিশ্বকাপের সময় তাঁর পরিবার ঠিক কি কঠিন সময়ের মধ্যে দিয়ে গেছে, সেকথা বলতে গিয়েই যোগরাজ সিং উল্লেখ করেন নিজের মত।
যুবরাজের প্রশংসায় যোগরাজ-
সেই পডকাস্টে যোগরাজ সিংকে বলতে শোনা যায়, ‘আমার দেশের জন্য যদি সেদিন যুবরাজ সিংয়ের মৃত্যুও হত কিন্তু ভারত বিশ্বকাপ জিতত, তাহলেও আমি গর্বিত বোধ করতাম। আর আমি এখনও গর্বিত বাবা। আমি ওকে ফোনে বলেছিলাম যখন ওর থুথু দিয়ে রক্ত আসছিল। ওকে বলেছিলাম, তুমি মরবে না। কিন্তু এই বিশ্বকাপটা জিততেই হবে ’।
আরও পড়ুন-SA20র ম্যাচে দুরন্ত ক্যাচ ব্রেভিসের! সাজঘরে ফিরলেন ডুপ্লেসিস! তবু জিতল জোবার্গই
পরের জীবনেও ক্রিকেটার হতে চান যোগরাজ-
যদিও ভালো কথা বলতে গিয়েই আবারও লোক হাসানো কথা বলে ফেলেন যোগরাজ সিং। নিজের প্রশংসা করতে গিয়ে তিনি বলেন, ‘যুবরাজ সিং যদি ওর বাবার ১০ শতাংশ পরিশ্রম করত, তাহলে ও শ্রেষ্ঠ ক্রিকেটার হতে পারত। আমি আবার একটা জীবন চাই, আমি ক্রিকেট খেলতে চাই। আমি ভিভের মতো ব্যাটিং, মাইকেল হোল্ডিংয়ের মতো বোলিং করতে চাই। একমাত্র কপিল দেবকেই আমি ছোটবেলা থেকে এখনও ভালোবাসি, সম্মান করি ’।