তিনি মুখ খুললেই কিছু না কিছু বিতর্কিত কথাই বেরোয়, আর তারপরই সমস্যা পড়তে হয় ছেলে যুবরাজ সিং। তিনি আর কেউ নন প্রাক্তন ক্রিকেটার তথা যুবরাজ সিংয়ের বাবা যোগরাজ সিং। কয়েকদিন আগেই এর পডকাস্টে গেছিলেন তিনি। সেখানে গিয়ে বিশ্বকাপজয়ী প্রাক্তন অধিনায়ক কপিল দেব থেকে আরেক বিশ্বকাপজয়ী অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির নামে একের পর এক সমালোচনা করে আসেন তিনি।
ছেলে যুবরাজের প্রশংসা করতে গিয়ে কার্যত হ্যাটা করে বসেন কপিল দেবকে। অত্যন্ত ভদ্র কপিল দেব অবশ্য এরপর এসব নিয়ে কোনও মুখ খোলেননি। এবার তিনি সচিন পুত্রকে নিয়ে মুখ খুললেন। যদিও তাঁর কথা থেকে কেউ বুঝতে পারল না সচিনেরও সমালোচনা তিনি করলেন নাকি পুত্র অর্জুনের, যা নিয়ে আবারও নেটপাড়াই শুরু হইচই।
যোগরাজ সিংকে এক পডকাস্টে প্রশ্ন করা হয়, অর্জুন তেন্ডুলকরকেও তো তিনি এক সময় অনুশীলন করিয়েছেন, ঠিক কেমন দেখেছেন তাঁকে। এরই উত্তর দিতে দিয়ে যোগরাজ বলেন, অর্জুন হচ্ছে কয়লা খনির কয়লার মতো, ওকে খুঁজে বের করে ঠিকভাবে তৈরি করা গেলে ওর মধ্যে হীরে হয়ে ওঠার সব গুনই রয়েছে। যদিও এটা শুনেই নেটিজেনমহলে প্রশ্ন, তাহলে কি তাঁর বাবা সচিন তেন্ডুলকরের মধ্যেই কোনও খামতি রয়েছে যে এতদিনেও ছেলেকে সেভাবে তৈরি করতে পারেননি?
আরও পড়ুন-ভিডিয়ো- টেস্ট সিরিজ শুরুর আগে হাড়ভাঙা খাটুনি রোহিতের! দেখে মনে হবে না বয়স ৩৭!
যোগরাজ সিং সঞ্চালককে বলেন, ‘তুমি কয়লা খনির ভিতর হীরে দেখেছ? ও একটা কয়লা, বের করলে পাথরেরই হবে। কিন্তু সঠিক লোকের হাতে পড়লে সেটা কোহিনূর হীরের মতোই জ্বলজ্বল করতে শুরু করে। ওটা অমূল্য হয়ে দাঁড়ায়। কিন্তু সেটাই যদি এমন কোনও ব্যক্তির হাতে যায়,যে সেটার দাম বোঝে না, তখন সেটা নষ্ট হয়ে যায়। আমি বলি না যে যোগরাজ সিং একটা বড় ক্রাফটার/কারিগর, এটা যুবরাজ সিং বলে। ও নিজেই বলে আমার বাবার হাতে ম্যাজিক আছে, আমি আজ যা কিছু সবই বাবার জন্য। আগে আমায় হিটলার , ড্র্যাগন সিং বলা হত। আমার মতো মানুষের বাবা হওয়া উচিত হয় বলেছিল আত্মিয়রা, কিন্তু যুবরাজ ওই পথে হেঁটেছে, আর ঈশ্বরের কৃপায় ও এখন যুবরাজ সিং’।
উল্লেখ্য যুবির প্রশংসা করলেও অর্জুন তেন্ডুলকর ২৪ বছর বয়সে এসেও কেন ভারতীয় দলে ঢোকার অন্যতম দাবিদার হতে পারলেন না। মুম্বই ইন্ডিয়ান্সেও বা কেন তিনি প্রতি ম্যাচে সুযোগ পাননা, তাহলে কি সঠিক লোকের হাতে তিনি পড়েননি? সেই কারণেই তার সঠিক পরিচর্যা হচ্ছে না। কার্যত বাবা সচিনকে নিয়েই প্রশ্ন উঠে গেল যোগরাজের কথায়।