শুভব্রত মুখার্জি:- ২৯ জুন বার্বাডোজের কেনসিংটন ওভালে রোহিত শর্মার নেতৃত্বে দীর্ঘ ১৭ বছর বাদে আইসিসির টি-২০ বিশ্বকাপ জিতেছে ভারতীয় দল। ১১ বছর বাদে কোন আইসিসি ট্রফি জয়ের স্বাদ পেয়েছে ভারত। টুর্নামেন্টে একেবারে সামনে থেকে দাঁড়িয়ে ভারতকে নেতৃত্ব দিয়েছেন রোহিত শর্মা। ব্যাট হাতে টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহক তিনি। ইনিংসের শুরুতে তাঁর আক্রমণাত্মক ব্যাটিং মঞ্চ গড়ে দিয়েছে দলের বড় স্কোরের। দলকে বিশ্বকাপ জিতিয়েই আন্তর্জাতিক টি-২০ ফর্ম্যাটকে বিদায় জানিয়েছেন ভক্তদের আদরের হিটম্যান। আর এবার সেই হিটম্যানকেই ভূয়সী প্রশংসায় ভরালেন জাতীয় দলের ব্যাটিং কোচ বিক্রম রাঠোর। তাঁর স্পষ্ট বক্তব্য তুমি সত্যিকারের নেতা, দারুণ কাজ করেছ অধিনায়ক।
নিজের ইনস্টাগ্রামে একটি পোস্ট করেছেন ভারতীয় দলের ব্যাটিং কোচ বিক্রম রাঠোর। আর সেই পোস্ট করেই তিনি কুর্নিশ জানিয়েছেন ভারত অধিনায়ককে। ৩৭ বছর বয়সি দলনায়ককে উদ্দেশ্য করে তিনি লিখেছেন, ‘যদি তোমার কাজের মধ্যে দিয়ে তুমি অন্যদেরকে স্বপ্ন দেখতে সাহায্য কর, তাদেরকে জানতে সাহায্য কর, আরও কাজ করতে এবং আরও বেশি কৃতিত্ব অর্জনে সহায়তা কর তাহলে তুমি একজন সত্যিকারের নেতা। তুমি দারুণ কাজ করেছ অধিনায়ক।’ টি-২০ বিশ্বকাপ জয়ের পরেই নিজের আন্তর্জাতিক টি-২০ ক্রিকেট কেরিয়ারের ইতি ঘোষণা করেছেন রোহিত শর্মা। ঘটনাচক্রে এই ভারতীয় সিনিয়র পুরুষ ক্রিকেট দলের কোচ হিসেবে রাহুল দ্রাবিড়েরও শেষ ম্যাচ ছিল। পাশাপাশি অবসর নিয়েছেন বিরাট কোহলি এবং রবীন্দ্র জাদেজাও।
ভারতের পরবর্তী অ্যাসাইনমেন্ট জিম্বাবোয়ে সফর। এই সফরে ভারতীয় দল টি-২০ সিরিজ খেলবে। পাঁচ ম্যাচের সিরিজ খেলবে দল। যার দল ইতিমধ্যেই ঘোষণা করা হয়েছে। দলকে নেতৃত্ব দেবেন শুভমন গিল। টি-২০ বিশ্বকাপে খেলা কার্যত সমস্ত ক্রিকেটারদের এই সিরিজে বিশ্রাম দিয়েছে বিসিসিআই। রোহিত শর্মা টি-২০ ফর্ম্যাটে আন্তর্জাতিক মঞ্চে খেলা ছাড়লেও তিনি ওয়ানডে এবং টেস্ট ফর্ম্যাটে খেলা চালিয়ে যাবেন। ২০২৫ সালেই রয়েছে পাকিস্তানের মাটিতে চ্যাম্পিয়ন্স ট্রফির আসর। ওয়ানডে ফর্ম্যাটে খেলা হতে যাওয়া এই আইসিসি ট্রফিতে অঘটন না ঘটলে নেতৃত্ব দেবেন রোহিত শর্মা। ২০২৩ ওডিআই বিশ্বকাপের ফাইনালে উঠে হারের পরে রোহিত মুখিয়ে থাকবেন ওডিআই ফর্ম্যাটে চ্যাম্পিয়ন্স ট্রফির মতন গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট জিততে।