শুভব্রত মুখার্জি:- লেজেন্ডসদের বিশ্বচ্যাম্পিয়নশিপের ফাইনালে পাকিস্তানকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ভারতীয় দল। যুবরাজ সিংয়ের নেতৃত্বাধীন ভারতীয় দল কার্যত অসাধ্য সাধন করেছে বলা যায়। গ্রুপ পর্বে ভারতীয় দলের পারফরম্যান্সে ধারাবাহিকতার অভাব ছিল। পরপর দুটি ম্যাচ জেতার পরে বেশ কয়েকটি ম্যাচে তাদের হারতে হয়।
এরপর দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ম্যাচ না জিতলেও প্রয়োজনীয় রান তুলে রান-রেটের ভিত্তিতে সেমিফাইনালে জায়গা করে নিয়েছিল ভারত। ইউসুফ পাঠানের করা ৫৪ রানের ইনিংস ভারতকে জায়গা করে দিয়েছিল সেমিফাইনালে। এই গ্রুপ পর্বেই পাকিস্তানের কাছে হারতে হয়েছিল ভারতকে। সেই ম্যাচে ভারতকে হারানোর পরে পাকিস্তান চ্যাম্পিয়ন্সদের অধিনায়ক ইউনিস খানের গলাতে শোনা গিয়েছিল ভারতের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়া গিয়েছে। ফাইনালে সেই ভারতের কাছে হেরেই কি বললেন ইউনিস খান?
প্রসঙ্গত গ্রুপ পর্বে ম্যাচে পাকিস্তান দল ভারতকে হারিয়েছিল ৬৮ রানে। আর ফাইনালে ভারতের কাছে তাদের হারতে হয়েছে পাঁচ উইকেটের ব্যবধানে। ২০২৪ সালের টি-২০ বিশ্বকাপের ম্যাচে ভারতের কাছে হারতে হয়েছিল বাবর আজমের নেতৃত্বাধীন পাকিস্তান দলকে। লেজেন্ডসদের বিশ্ব চ্যাম্পিয়নশিপে গ্রুপ পর্বে ভারতকে হারানোর পরে সেই ম্যাচ হারের প্রতিশোধ হিসেবেই দেখিয়েছিলেন ইউনিস খান।
তবে ফাইনালে ভারতের কাছে হারের পরেই তাঁর গলার সুর বদলে গিয়েছে। তাঁর স্পষ্ট বক্তব্য, ফাইনালে ভারতীয় দল সত্যিকারের 'লেজেন্ডসদের' মতন খেলেছে। ফাইনাল ম্যাচে ভারতীয় দল কার্যত একপেশে লড়াইতে জেতে। পাঁচ উইকেটে ভারত হারিয়ে দিয়েছে পাকিস্তান দলকে।
ফাইনাল ম্যাচ হারের পর ইউনিস খান জানিয়েছেন, ‘আমি ভারতকে শুভেচ্ছা জানাচ্ছি। ওরা দারুণ খেলেছে। ওরা একেবারে প্রকৃত লেজেন্ডসদের মধ্যে খেলেছে। পরিকল্পনা মাফিক ওরা সুন্দর করে ম্যাচটাকে সাজিয়েছে। সেই পরিকল্পনার বাস্তবায়ন করেই ওরা বাজিমাত করেছে। তিনটি বিভাগেই ওরা দুরন্ত খেলেছে। আমাদের পরিকল্পনা ছিল একটা লড়াই করার মতন স্কোরের জায়গায় পৌঁছে যাওয়া। যাতে ম্যাচে আমরা ম্যাচে লড়াই করতে পারি।’
আরও পড়ুন:- যত বড়ই হনু হও, খেলতে হবে ঘরোয়া ক্রিকেট, দলীপ ট্রফির আগে ভারতীয় তারকাদের কড়কে দিল BCCI
ইউনিস আরও বলেন, 'ফাইনালে পার্টনারশিপ গড়া খুব গুরুত্বপূর্ণ। ভারত কিন্তু সেটা করেছে। ওরা গুরুত্বপূর্ণ পার্টনারশিপ গড়ে ম্যাচকে গভীর পর্যন্ত টেনে নিয়ে গেছে। শেষ পর্যন্ত জয় ছিনিয়ে নিয়েছে। আমরা কিন্তু এটা করতে পারিনি। এটা আমাদের ব্যর্থতা। ভারত কিন্তু সেই পার্টনারশিপ করেই রান তাড়া করেছে সফলভাবে। সেমিফাইনালে আমরা এটা করতে পেরেছিলাম। ফাইনালে আমরা পারিনি। টুর্নামেন্ট শুরুর আগে আমার দল নিয়ে প্রত্যাশা অন্যরকম ছিল। তবে আমি টুর্নামেন্টে আমাদের পারফরম্যান্সে খুশি।'