অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপের গ্রুপ পর্বের প্রথম ম্যাচ হেরে গিয়েছে ভারত প্রতিপক্ষ পাকিস্তানের বিরুদ্ধে। এদিনের ভারতের জন্য একমাত্র সোনালি আলো হল অনবদ্য একটি ক্যাচ। শুরুটা ভালো ছিল না ভারতের বোলারদের জন্য। টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিল পাকিস্তান। বিনা উইকেট হারিয়েই ১৬০ রান তুলে ফেলেছিল দুই ওপেনার। বল পুরোনো হতে ম্যাচে ফেরে টিম ইন্ডিয়া। তবে এদিনের ম্যাচে নজর কাড়েন বাংলার পেসার যুধাজিৎ গুহ। সম্প্রতি বাংলার হয়ে বয়সভিত্তিক ক্রিকেটে বেশ ভালো পারফরম্যান্স করছিলেন তিনি। অনূর্ধ্ব ১৯ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ঘরের মাঠে ভারতের জার্সি পরার সুযোগ পেয়েছিলেন যুধাজিৎ। দাগ কেটেছিলেন পারফরম্যান্স দিয়ে। সেই মতো সুযোগ পান অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করার। প্রথম ম্যাচে বল হাতে বেশ ভালো পারফরম্যান্স করেন তিনি। পাকিস্তানের বিপক্ষে ১০ ওভার বল করে ৪৬ রান দিয়ে ১ উইকেট নেন তিনি।
এদিনের ম্যাচে আসল নজর কাড়েন তিনি ফিল্ডিংয়ে। ঘটনাটি ঘটে পাকিস্তানের ইনিংসের ৩২.১ ওভারের। সদ্য প্রথম উইকেটের পতন ঘটেছিল। ব্রেকথ্রু দিয়েছিলেন আয়ুষ মাহাত্ৰে। তাই তাকে দিয়েই বল করাচ্ছিলেন অধিনায়ক। ৩৩ তম ওভারটি করতে আসেন আয়ুষ। ব্যাট করছিলেন পাকিস্তানের হারুন আর্শাদ। প্রথম বলেই বড় শট খেলতে গিয়ে বল ব্যাটের কানায় লেগে উপরে উঠে যায়। পিছন দিকে দৌড়তে থাকেন ভারতের ক্যাপ্টেন মহম্মদ আমান। সেই সময় বল লক্ষ্য করে বাউন্ডারি লাইন থেকে এগিয়ে আসছিলেন যুধাজিৎও। ক্যাচ ধরার জন্য ড্রাইভ মারেন আমান। সেই কারণে বল তাঁর হাতের মুঠোয় এসেও লাফিয়ে বেরিয়ে যায়। তখন একদম কাছেই দাঁড়িয়ে ছিলেন যুধাজিৎ। তিনি কোনও ভুল না করে বলটিকে তালুবন্দি করে নেন। বাংলার পেসারের এই উপস্থিত বুদ্ধির প্রশংসা করছে সবাই।
প্রসঙ্গত, ভারত আজ থেকে নিজেদের অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপের অভিযান শুরু করল। প্রথম ম্যাচই পাকিস্তানের সঙ্গে। একটা সময় মনে হচ্ছিল ভারতকে ৩০০ রানের বেশি তাড়া করতে হতে পারে। তবে পুরোনো বলে কামব্যাক করে ভারত। নির্ধারিত ৫০ ওভার শেষে পাকিস্তানের স্কোর ৭ উইকেট হারিয়ে ২৮১। টিম ইন্ডিয়ার হয়ে বল হাতে ৩টি উইকেট নেন সামর্থ নাগরাজ, ২টি উইকেট নেন আয়ুষ মাহাত্ৰে। একটি করে উইকেট নেন যুধাজিৎ গুহ এবং কিরণ ছোরমালে। ভারতের জয়ের জন্য প্রয়োজন ছিল ২৮২ রানের। ব্যাটাররা যদিও মোটের ওপর ব্যর্থ হন। শেষ পর্যন্ত ৪৩ রানে ম্যাচ হারে ভারত।